বিভাগীয় যুবসমাবেশ

তাওহীদের ডাক ডেস্ক 809 বার পঠিত

৭ই জুলাই ২০২১ ইং রোজ বুধবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ রাজশাহী বিভাগীয় যেলাসমূহ কর্তৃক রাজশাহী বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। করোনার কারণে অনলাইনে জুম এ্যাপসের মাধ্যমে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইহসান এলাহী যহীর প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। নওগাঁ যেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশ সঞ্চালনা করেন জয়পুরহাট যেলা সভাপতি নাজমুল হক। জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পীগোষ্ঠী সদস্য মীযানুর রহমান।

১২ই জুলাই ২০২১ ইং রোজ সোমবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ময়মনসিংহ বিভাগীয় যেলাসমূহ কর্তৃক ময়মনসিংহ বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা কামরুয্যামান বিন আব্দুল বারী, বর্তমান সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ।

১৬ই জুলাই ২০২১ ইং রোজ শুক্রবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ঢাকা বিভাগীয় যেলাসমূহ কর্তৃক ঢাকা বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. কাবীরুল ইসলাম, আহলেহাদীছ জাতীয় ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুন নূর প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ-এর ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস।

২২শে জুলাই ২০২১ ইং রোজ বৃহঃবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চট্টগ্রাম বিভাগীয় যেলাসমূহ কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা যেলা সভাপতি মাওলানা ছফিউল্লাহ, যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জালালুদ্দীন, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ কুমিল্লা যেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ অলীউল্লাহ।

২৩শে জুলাই ২০২১ ইং রোজ শুক্রবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বরিশাল বিভাগীয় যেলাসমূহ কর্তৃক বরিশাল বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ বরিশাল যেলা সভাপতি কায়েদ মাহমুদ ইমরান।

২৬শে জুলাই ২০২১ ইং রোজ সোমবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ সিলেট বিভাগীয় যেলাসমূহ কর্তৃক সিলেট বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ সিলেট যেলা সহ-সভাপতি মুহাম্মাদ গোলাম আযম।

২৯শে জুলাই ২০২১ ইং রোজ বৃহঃবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ রংপুর বিভাগীয় যেলাসমূহ কর্তৃক রংপুর বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ রংপুর যেলা সহ-সভাপতি মুহাম্মাদ মতিউর রহমান।

৩০শে জুলাই ২০২১ ইং রোজ শুক্রবার : অদ্য বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ খুলনা বিভাগীয় যেলাসমূহ কর্তৃক খুলনা বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ রফীকুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন যুবসংঘ সাতক্ষীরা যেলা সাধারণ সম্পাদক ছফীউল্লাহ।



আরও