সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1259 বার পঠিত
১. প্রশ্ন : মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী কারা?
উত্তর : আরব জাতি।
২. প্রশ্ন : আরবরা মূলত কতটি সম্প্রদায়ে বিভক্ত?
উত্তর : ৩টি। ক. আদি আরব। খ. ক্বাহতানী আরব গ. আদনানী আরব।
৩. প্রশ্ন : আরবের ভৌগলিক অবস্থান কোথায়?
উত্তর : তিনদিকে সাগর বেষ্টিত অর্থাৎ পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, দক্ষিণে আরব সাগর (যা ভারত মহাসাগরেরর বিস্তৃত অংশ) এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখন্ড। যার আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গমাইল।
৪. প্রশ্ন : ইয়াকূব (আঃ)-এর অপর নাম ছিল কী?
উত্তর : ইস্রাঈল।
৫. প্রশ্ন : ‘ইস্রাঈল’ (إسرائيل) শব্দের অর্থ কি?
উত্তর : আল্লাহর দাস।
৬. প্রশ্ন : কোন বংশে মুহাম্মাদ (ছাঃ)-এর জন্ম?
উত্তর : ইবরাহীম (আঃ)-এর জ্যেষ্ঠ পুত্র ইসমাঈল (আঃ)-এর বংশে।
৭. প্রশ্ন : জাহেলী যুগে তাওয়াফের কোন পোষাক পরতে হত?
উত্তর : হারামের পোষাক (ثياب الحرم) নামে নতুন পোষাক।
৮. প্রশ্ন : জাহেলী যুগে কা‘বাগৃহে কি ধরনের মন্দ ইবাদত হত?
উত্তর : শিস দেওয়া ও তালি বাজানো (আনফাল ৮/৩৫)।
৯. প্রশ্ন : জাহেলী যুগে মু‘আল্লাকা খ্যাত তাওহীদের আক্বীদা পোষণকারী কবির নাম কি?
উত্তর : যুহায়ের বিন আবী সালমা ও কবি লাবীদ বিন রাবী‘আহ।
১০. প্রশ্ন : চারটি সম্মানিত মাসে নাম কী?
উত্তর : যুল-ক্বা‘দাহ, যুলহিজ্জাহ, মুহাররম ও রজব
১১. প্রশ্ন : কার খেলাফতকালে প্রথম সিরিয়া থেকে মদীনায় গম রফতানী হয়।
উত্তর : মু‘আবিয়া (রাঃ)-এর খেলাফতকালে।
১২. প্রশ্ন : কুরায়েশদের কোন গোত্রনেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল?
উত্তর : হাশেম বিন আব্দে মানাফ গোত্রনেতাদের সাথে।
১৩. প্রশ্ন : কুরায়েশরা শীত ও গ্রীষ্মকালে কোথায় ব্যবসায়িক সফর করত?
উত্তর : শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে শামে।
১৪. প্রশ্ন : জাহেলী যুগে মক্কা-মদীনায় কিসের আবাদ ছিল না?
উত্তর : গমের আবাদ।
১৫. প্রশ্ন : আরবদের মধ্যে কয় ধরনের বিবাহ চালু ছিল?
উত্তর : চার ধরনের।
১৬. প্রশ্ন : মানবজাতির কল্যাণে প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠতম নে‘মত কী?
উত্তর: কুরআন ও সুন্নাহ।
১৭. প্রশ্ন : জান্নাতের ভাষা কী?
উত্তর: আরবী।
১৮. প্রশ্ন : মক্কায় প্রথম অধিবাসী ছিলেন কে?
উত্তর : মা হাজেরা ও তাঁর সন্তান ইসমাঈল।
১৯. প্রশ্ন : কা‘বাগৃহ কার হাতে নির্মিত হয়?
উত্তর: ইবরাহীম ও ইসমাঈলের।
২০. প্রশ্ন : ইসমাঈল (আঃ) আজীবন কি ছিলেন?
উত্তর : আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন।
২১. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ)-এর ২১তম উর্ধ্বতম পুরুষের নাম কি?
উত্তর : আদনান।
২২. প্রশ্ন : কাকে পৃথিবীর নাভিস্থল (وَسَطُ الْأَرْضِ) বলা হয়?
উত্তর : মক্কাকে ।
২৩. প্রশ্ন : কুরআনে মক্কা নগরীকে কি নামে অবহিত করা হয়েছে?
উত্তর : أُمُّ الْقُرَى বা আদি জনপদ।
২৪. প্রশ্ন : মক্কা (مكة)শব্দের অর্থ কি?
উত্তর : ধ্বংসকারী।
২৫. প্রশ্ন : মক্কা এর অপর নাম কি?
উত্তর : বাক্কা (بَكَّةٌ)।
২৬. প্রশ্ন : জাহেলী যুগে ইয়ামনের খৃষ্টান গভর্ণরের নাম কি?
উত্তর : আবরাহা।
২৭. প্রশ্ন : মক্কার পূর্ব দিকের পাহাড়ের নাম কি?
উত্তর: আবু কুবাইস।
২৮. প্রশ্ন : মক্কার পশ্চিম দিকের পাহাড়ের নাম কি?
উত্তর : কু‘আইক্বা‘আন।
২৯. প্রশ্ন : নাদওয়া (النَّدْوَةُ) শব্দের অর্থ কী?
উত্তর: পরামর্শ সভা।
৩০. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ)-এর আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন কে?
উত্তর : তাঁর দাদা আব্দুল মুত্ত্বালিব বিন হাশেম এবং তাঁর মৃত্যুর পরে ছিলেন চাচা আবু ত্বালেব।
৩১. প্রশ্ন : মক্কার প্রধান আকর্ষণ হ’ল কী?
উত্তর: যমযম কূয়া ও কা‘বাগৃহ।
৩২. প্রশ্ন : শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর জন্মের কতদিন পূর্বে এই অলৌকিক ঘটনা ঘটে?
উত্তর : মাত্র ৫০ বা ৫৫ দিন।
৩৩. প্রশ্ন : মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ছাঃ) কা‘বাগৃহের ভিতরে ও চারপাশে কতটি মূর্তি দেখতে পান?
উত্তর : ৩৬০টি।