সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 1424 বার পঠিত

১. প্রশ্ন : ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তর : নাফতালি বেনেত।

২. প্রশ্ন : ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর : আইজ্যাক হারজোগ।

৩. প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর নামকরণ করে কোন দেশ?

উত্তর : ওমান।

৪. প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে বৈধ-মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ?

উত্তর : এল সালভাদর।

৫. প্রশ্ন : প্রথম মুসলিম ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে নিয়োগ পান কে?

উত্তর : জাহিদ নিসার কুরাশি।

৬. প্রশ্ন : অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) বর্তমান মহাসচিব কে?

উত্তর : ম্যাথিয়াস হুবার্ট পল করম্যান (অস্ট্রেলিয়া।

৭. প্রশ্ন : অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর : ৩৮টি।

৮. প্রশ্ন : ২৫শে মে ২০২১ কোন দেশ ‘OECD’ ৩৮তম সদস্যপদ লাভ করে?

উত্তর : কোস্টারিকা।

৯. প্রশ্ন : আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (IRENA) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর : ১৬৪টি।

১০. প্রশ্ন : ১৪ই মে ২০২১ কোন দেশ IRENA’-এর ১৬৪তম সদস্যপদ লাভ করে?

উত্তর : কিরগিজিস্তান।

১১. প্রশ্ন : আন্তর্জাতিক অভিবাসন জ্বালানি সংস্থার (IOM) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর : ১৭৪টি।

১২. প্রশ্ন : গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

১৩. প্রশ্ন : গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : মিসর।

১৪. প্রশ্ন : ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

১৫. প্রশ্ন : ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

১৬. প্রশ্ন : ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

১৭. প্রশ্ন : চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত।



আরও