কবিতা

তাওহীদের ডাক ডেস্ক 477 বার পঠিত

তাওহীদের ডাক

          -ইবাদুল্লাহ বিন আববাস

                           কাকডাঙ্গা, সাতক্ষীরা

শিরক-বিদ‘আত আর অপসংস্কৃতির বানে

ডুবন্ত যমীনের ঘন ঘোর তমিস্রা ঠেলে,

কে তুমি এলে আলোকবর্তিকা উঁচিয়ে

হেঁকে ঐ তাওহীদী হাঁক

তুমি তাওহীদের ডাক \

ঘুমন্ত যুবকের বিভ্রান্ত নেশায়

শিহরণ জ্বালা জাগিয়ে দিয়ে

তুড়ি মেরে নিদ্রা হাওয়ায় উড়িয়ে

দিলে যে মুক্তির অতুল স্বাদ

তুমি তাওহীদের ডাক\ 

লেখকের লেখায়, গবেষকের গবেষণায়

বিজ্ঞানের বিজ্ঞানে, কবির কবিতায়

ভরিয়ে দিয়ে ফুলে-ফলে

আঁকলে যে হেথায় স্বপ্নরাগ

তুমি তাওহীদের ডাক\ 

পূব আকাশের রাঙ্গা আবীরে

নবোদয়ের বীণ বাজিয়ে

সত্য সূর্যের প্রবল রোষে

বাতিলের যে চরম দুর্বিপাক

তুমি তাওহীদের ডাক\

 

 

রবের সেনা

                        -ছানাউল্লাহ আববাসী

                        বাবুপুর, গোমস্তাপুর

                        চাঁপাইনবাবগঞ্জ

শহীদী মরণ সেতো স্বপ্ন মুমিনের

ধরার বুকে লুটাবে কীর্তি তব রক্ত আখরের

পায় না এ সুধা বুজদিল সব মুনাফিক

লাঞ্ছনা এসে তারে দিয়ে যায় ধিক শত ধিক\

মুনাফিক মৃত্যু এলো দেখে দেয় পিছুটান

মুনাফিক বলে, খরতাপে পুড়ে যাবে মোর ক্ষীণ প্রাণ\

পিপাসা-ক্লান্তিতে মূর্ছা যায় দেহখানি ভার

ভয়-ভীতি, ক্ষুধা-অশান্তি নিত্য সহচর তার

ওরে এ তোর সাথী হবে দিবানিশি জীবন ভরে

তাই বলি আয় ফিরে আবার ঈমানের বাতিঘরে\

মুজাহিদ আমি- করি না কভু ভয় মৃত্যুকে

চলি ঈমান সড়কে হাতের মুঠোয় বেঁধে জীবনটাকে\

জাহান্নাম অগ্নি তপ্ত ভীষণ

 যেথা পুঁজ, রক্ত নদীর মিশন

ঝাক্কুমের ঘর্ষণ হেথা আর হামীমধারা অবিরাম

জীর্ণ-শীর্ণ হবে বসন, নেই কোন বিশ্রাম

তাই বলি, এস ফিরে জীর্ণ জরা ঝেড়ে

আমার রবের দুঃসাহসী বীর মুজাহিদ দলে\

 

Alien Domain

                                                   -Md Mehadi Arif

                                                 Dhaka University

It's an alien domain,

It's a place of buying and selling  oration,

Leave no stone unturned in the trade of fair,

The baskets full of speech becomes void,

Obnoxious words are accumulated in vacuum basket,

Dialects like rain fall in

Like a ploughshare or a market full of bullet ammunition,

Pierced in the body.

This is not debate but bet,

Those who speak a few are mad,

Talkers are justified as skilful.

I am not Hanif Sandet,

Not a Loquacious Banglish RJ

Not a garrulous quack in the street

Not a money-hunter money plant.

Not a Sidr or Nargis like teacher who quakes in the core of students' heart.

God in a fix seeing the stupid's tumult.

The fragile society can swallow nothing good,

If swallow, can't digest,

Ruminates like cow.

It is like a cow bazaar,

Fashionable fops inundate in the boat of bliss.

Flamboyant people are lucky indeed.

People for constant wear are fool fop or half fop.

How great the invention of civilization it is!



আরও