সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
নবঅনুমোদিত কর্মীদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ
রাজশাহী ১৩ ও ১৪ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার : গত ১৩ ও ১৪ অক্টোবর বৃহস্পতিবার আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীতে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্যোগে নব অনুমোদিত কর্মীদের শপথ গ্রহণ এবং দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সারাদেশ থেকে বিভিন্ন যেলার কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
দু’দিনব্যাপী প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, অত্র মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল খালেক সালাফী, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, তাবলীগ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ। বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়ে শুক্রবার জুম‘আর পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ মূল্যায়ন পরীক্ষায় ১ম হন আব্দুল্লাহ আল-মাহমূদ (রাজশাহী), ২য় আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) ও ৩য় স্থান অধিকার করেন আহমাদুল্লাহ (কুমিল্লা)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবসংঘের চারটি কর্মসূচীর মধ্যে প্রধান হ’ল সমাজ সংস্কার। এজন্য সবচেয়ে প্রয়োজন হ’ল চারটি বিষয় : ইলমী যোগ্যতা, সাংগঠনিক প্রজ্ঞা, নিরন্তর দাওয়াতী তৎপরতা ও ইমারতের প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসা। যদি প্রতি যেলায় এ ধরনের নিবেদিতপ্রাণ কিছু কর্মী জান-মাল বাজি রেখে আল্লাহর সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে ময়দানে কাজ করে, তাহ’লে এ সমাজ একদিন সত্যিকারের ইসলামী সমাজে পরিবর্তিত হবেই ইনশাআল্লাহ। তিনি ‘যুবসংঘে’র নবমনোনীত কর্মীদের শুভেচ্ছ জানান ও তাদের জন্য দো‘আ করেন।
সেমিনার
পাংশা, রাজবাড়ী ৭ অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রাজবাড়ীর পাংশা উপযেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজবাড়ী যেলার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে আহলেহাদীছ যুবসংঘের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপযেলা চেয়ারম্যান মুহাম্মাদ হাসান আলী বিশ্বাস। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ড. মুহাম্মাদ আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুর রাযযাক, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক যাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আবু হেনাসহ বিভিন্ন এলাকা ও শাখার দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সুধী যোগদান করেন।
প্রবাস সংবাদ
সিঙ্গাপুর ৬ নভেম্বর রবিবার : অদ্য সকাল ১০-টায় সিঙ্গাপুরের বুগী এলাকায় অবস্থিত সুলতান জাতীয় মসজিদে ‘আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ‘যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার সহ-সভাপতি মু‘আযেযম হোসেন (বগুড়া), সহ-সাংগঠনিক সম্পাদক ফাকীরুল ইসলাম (মেহেরপুর), তাবলীগ সম্পাদক মাযহারুল ইসলাম (পটুয়াখালী), সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-মানছূর (টাঙ্গাইল) এবং নতুন আহলেহাদীছদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুহাম্মাদ আলী (চুয়াডাঙ্গা), মুহাম্মাদ ফারূক হাসান (জয়পুরহাট) প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আলেফ (জয়পুরহাট) এবং ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ আতাউর রহমান (সিরাজগঞ্জ), মুহাম্মাদ হাবীব (টাঙ্গাইল) ও কাওছার হোসেন (কুমিল্লা)। আলোচনা সভায় ৫ জন ভাই নতুন ‘আহলেহাদীছ’ হন। তারা হ’লেন- ১. মাহামূদুল হাসান (কুমিল্লা), ২. অলীউল্লাহ (মাদারীপুর), ৩. মুস্তাফীযুর রহমান (চাঁদপুর), ৪. হাবীবুর রহমান (কুমিল্লা) ও ৫. শামসুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুকীত (কুষ্টিয়া)। অনুষ্ঠান সকাল ১০-টায় শুরু হয়ে সন্ধ্যা ৭-টা পর্যন্ত চলে।
উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরে ‘যুবসংঘ’-এর ভাইদের আন্তরিক প্রচেষ্টায় আহলেহাদীছ আন্দোলনের কাজ বেশ গতিশীলভাবে পরিচালিত হচ্ছে। ফালিল্লাহিল হাম্দ। বিদেশ-বিভুঁইয়ে অতি ব্যস্ততার মাঝেও তারা দাওয়াতী কাজে নিয়মিত খেদমত আঞ্জাম দিচ্ছেন। প্রতিনিয়তই তারা সেখানে হক্বপন্থী মানুষের সাড়া পাচ্ছেন এবং প্রতি রোববার সাপ্তাহিক মিটিং-এ নতুন ভাইরা তাদের সাথে একাত্ম হচ্ছেন। বর্তমানে সেখানে মাসিক ‘আত-তাহরীক’-এর প্রায় ১৫০ কপির নিয়মিত গ্রাহক রয়েছেন। এছাড়া যুবসংঘ’-এর মুখপত্র ‘তাওহীদের ডাক’ও সেখানে নিয়মিত যাচ্ছে। অবশ্য তাদের এই অগ্রযাত্রায় বিদ‘আতপন্থী দলসমূহ ভীতসন্ত্রস্ত হয়ে নানাভাবে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে বাধা দেয়ার চেষ্টা করছে। তবে সকল বাধা অতিক্রম করে সিঙ্গাপুর যুবসংঘ প্রতিদিনই নতুন নতুন অঞ্চলে তাদের দাওয়াত সম্প্রসারিত করে চলেছেন। তারা আমাদের দো‘আপ্রার্থী।
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০১১
আগামী ৮ ও ৯ ডিসেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর এক ঐতিহাসিক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০১১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়মিত এই সম্মেলনকে ঘিরে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ ছাড়াও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৭৮ সাল তথা ‘যুবসংঘ’-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি যেসকল সদস্য ‘কেন্দ্রীয় কাউন্সিল সদস্য’ মানে উন্নীত হয়েছিলেন তাদের সকলকেই। এছাড়া সকল প্রাক্তন সভাপতি এবং বিশেষভাবে মনোনীত ৫ জন কাউন্সিল সদস্যকে সম্মাননা স্মারক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নানা আয়োজনে সম্মেলনটিকে স্মরণীয় করে রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি। নতুন-পুরাতনের সমন্বয়ে এক অসাধারণ মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে বলে এ সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরী হয়েছে এবং কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সম্মেলন উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা তাবলীগী ইজতেমা’২০১২ উপলক্ষ্যে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।