আন্তর্জাতিক সাম্প্রতিক
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 573 বার পঠিত
১. প্রশ্ন : বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কতটি এবং সর্বশেষ স্বাধীন দেশের নাম কি?
উত্তর : ১৯৫ টি, দক্ষিণ সুদান।
২. প্রশ্ন : দক্ষিণ সুদানকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর : সুদান।
৩. প্রশ্ন : বর্তমানে বিশ্বে কয়টি দেশে মূল্য সংযোজন কর (VAT) চালু আছে?
উত্তর : ১৪৪ টি।
৪. প্রশ্ন : OIC-এর নতুন এবং বর্তমান পূর্ণরূপ কি?
উত্তর : Organisation of Islamic Co-oparation.
৫. প্রশ্ন : বিশ্বের সর্বাধিক নিরক্ষর অধ্যুষিত দেশগুলোকে কি বলে অভিহিত করা হয়?
উত্তর : E-9 Countries ( দেশগুলো- বাংলাদেশ, ভারত, পাকিস্থান, চীন, ইন্দোনেশিয়া, মিসর, নাইজেরিয়া, ব্রাজিল ও মেক্সিকো)।
৬. প্রশ্ন : লিবিয়ার গ্রীন স্কয়ারের বর্তমান নাম কি?
উত্তর : শহীদী স্কয়ার।
৭. প্রশ্ন : বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্রের নাম কি?
উত্তর : ইন্দোনেশিয়া।
৮. প্রশ্ন : ২০১১-১২ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম হয়েছে কোনটি?
উত্তর : ক্যামব্রিজ ইউনিভার্সিটি (যুক্তরাজ্য)।
৯. প্রশ্ন : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বর্তমান প্রধান কে?
উত্তর : হার্ভ ল্যাডসস (ফ্রান্স)।
১০. প্রশ্ন : বিশ্বের প্রথম নারী হিসেবে কে কৃত্রিম অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ১৪টি চূড়া জয় করেছেন।
উত্তর : গারসন্ড কালটেনব্রানার (অস্ট্রিয়া)।
১১. প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম গুহা নেটওয়ার্ক কোথায় অবস্থিত?
উত্তর : ভিয়েতনাম।
১২. প্রশ্ন :পৃথিবীতে সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর : ব্রাজিলে।
১৪. প্রশ্ন : তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থার নাম কি?
উত্তর : আনাতোলিয়া।
১৫. প্রশ্ন : বিশ্বের কোন দেশ অভিবাসী গ্রহণে শীর্ষে রয়েছে?
উত্তর : যুক্তরাষ্ট্র (দ্বিতীয় রাশিয়া)।
১৬. প্রশ্ন : সার্কভুক্ত দেশগুলোয় ভিসামুক্ত পদ্ধতি চালুর প্রস্তাবক কোন দেশ?
উত্তর : পাকিস্তান।
১৭. প্রশ্ন : আরব বিশ্বের গণঅভ্যুত্থান শুরু হয়েছিল কোন শহর থেকে?
উত্তর : সিদি বউজিদ, তিউনিসিয়া।
১৮. প্রশ্ন : মিসরে হোসনি মোবারক বিরোধী আন্দোলনের সূতিকাগার কোন স্থান?
উত্তর : তাহরীর স্কয়ার।
১৯. প্রশ্ন : ইসলামপন্থী রাজনৈতিক দল ‘এননাহদা (Ennahda)’ কোন দেশের?
উত্তর : তিউনিসিয়া।
২০. প্রশ্ন : ২০১১ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৪৬তম।