সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
কেন্দ্র সংবাদ
দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ২০১২
ঢাকা ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ২০১২-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এবং মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, সাবেক সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, দারুল ইফতা’র সদস্য ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, সোনামণির কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মুহাম্মাদ নযরুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার এবং কুমিল্লা যেলা সভাপতি মাওলানা ছফিউল্লাহ প্রমুখ।
উক্ত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতের শারঈ আদালতের সম্মানিত বিচারপতি ও আল-মারকাযুল ইসলামী আল-আলামী’র পরিচালক ড. ফায়ছাল আল-হাশেমী। তাঁর সংক্ষিপ্ত ও মূল্যবান বক্তব্যে অত্যন্ত উজ্জীবিত হন উপস্থিত শ্রোতাবৃন্দ। তাঁর বক্তব্য আরবী থেকে তরজমা করে শোনান মুহতারাম আমীরে জামা‘আত। তিনি বলেন, আমি আমার দ্বিতীয় দেশ এই সুন্দর বাংলাদেশে নামার পর চলতি পথে বিদ‘আতের ছড়াছড়ি দেখতে পেয়েছিলাম। অতঃপর যখন আহলুস সুন্নাহ আহলেহাদীছের এই জামা‘আতকে পেলাম, তখন খুশীতে আমার অন্তর ভরে গেল। আল্লাহ কুরআনে বলেছেন, হেদায়েত প্রাপ্তদের অনুসারী হও (আন‘আম ৯০)। আলহামদুলিল্লাহ আহলেহাদীছরাই হল সেই হেদায়াতপ্রাপ্ত দল। এটা সত্য যে, হক্বপন্থীরা সর্বদা সংখ্যায় কম হয়ে থাকে। তাই পথভ্রষ্টদের সংখ্যাধিক্য যেন আমাদেরকে হতাশ না করে। কেননা কুরআনে সংখ্যাগরিষ্টদের নিন্দা করা হয়েছে (আন‘আম ১১৬)। আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হল আহলেহাদীছরা কখনও চরমপন্থা ও জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হবে না। কেননা আমরা হলাম মধ্যপন্থী উম্মত (বাক্বারাহ ১৪৩)। কুরআনের অনুসারীদেরকে সর্বদা হতে হবে মধ্যপন্থী। অতএব ‘আহলেহাদীছ’ হিসাবে আপনাদের দায়িত্ব হকের এই পথকে মানুষের সামনে তুলে ধরা। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে অবশ্যই হকের উপর দৃঢ় থাকতে হবে। আপনাদেরকে ইলম অনুযায়ী আমল করতে হবে এবং পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক বিশুদ্ধ শারঈ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর কসম, বাংলাদেশে হোক, মক্কার হারাম শরীফে হোক এমনকি জান্নাতেই হোক মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার ইলম অনুযায়ী আমলের মাধ্যমে (মুজাদালাহ ১১)। সুতরাং যারা শারঈ ইলম অর্জন করেছেন, তাদের উচিৎ হল মানুষকে তার দিকে আহবান করা।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আন্দোলন’-এর খুলনা যেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, পাবনা যেলা সভাপতি মাওলানা বেলালুদ্দীন, সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি জনাব আবুল কালাম আযাদ, ‘যুবসংঘ’ কুমিল্লা যেলা সভাপতি মুহাম্মাদ জামীলুর রহমান, রাজবাড়ী যেলা সভাপতি মুনীরুল ইসলাম, সাতক্ষীরা যেলা সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ মুহসিন, বগুড়া যেলা সভাপতি আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক অহীদুয্যামান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম।
দেশের বিভিন্ন যেলা থেকে আগত কর্মীদের দ্বারা মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। জায়গা সংকুলান না হওয়ায় মিলনায়তনের বাইরে বসে বহু কর্মী প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শ্রবণ করেন। কর্মীদের মুহূর্মুহু শ্লোগানে সম্মেলন কক্ষ প্রকম্পিত হয়ে ওঠে। প্রাণবন্ত এ সম্মেলনে বক্তাগণের বিষয়ভিত্তিক তথ্যবহুল আলোচনা কর্মীদের কর্মস্পৃহা, কর্মচাঞ্চল্য ও ঈমানী চেতনা বহুগুণে বাড়িয়ে দেয়। উল্লেখ্য যে, প্রশাসনিক বাধার কারণে সম্মেলনের কার্যক্রম যথেষ্ট বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। এমনকি সম্মেলনের একদিন পূর্বে বিনা নোটিশে সম্মেলনের অনুমতি প্রত্যাহার করা হয় প্রশাসন থেকে। পরে বিশেষ প্রক্রিয়া অনুমতি পাওয়া গেলেও সম্মেলনের আগ পর্যন্ত এ নিয়ে সংশয় থেকে যায়। অতঃপর আল্লাহর রহমতে নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর থেকে শুরু করে দিনব্যাপী সুষ্ঠুভাবে সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কর্মপরিষদ ২০১২-২০১৪
ক্রমিক | নাম | পদ | শিক্ষাগত যোগ্যতা | যেলা |
১ | মুযাফফর বিন মুহসিন | সভাপতি | এম.এ (পিএইচ.ডি গবেষক) | রাজশাহী |
২ | নূরুল ইসলাম | সহ-সভাপতি | এম.এ (পিএইচ.ডি গবেষক) | রাজশাহী |
৩ | আহমাদ আব্দুল্লাহ ছাকিব | সাধারণ সম্পাদক | এম.এ (পিএইচ.ডি গবেষক) | সাতক্ষীরা |
৪ | আব্দুর রশীদ আখতার | সাংগঠনিক সম্পাদক | কামিল | কুষ্টিয়া |
৫ | আব্দুল হালীম | অর্থ সম্পাদক | এম.এ | রাজশাহী |
৬ | আব্দুর রকিব | প্রশিক্ষণ সম্পাদক | এম.এ
| সাতক্ষীরা |
৭ | আরীফুল ইসলাম | তাবলীগ সম্পাদক | এম.এ | চাঁপাই নবাবগঞ্জ |
৮ | হাসীবুল ইসলাম | তথ্য ও প্রকাশনা সম্পাদক | বি.এ (অনার্স ৪র্থ বর্ষ) | রাজশাহী |
৯ | আব্দুর রাকীব | সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক | বি.এ (অনার্স ৪র্থ বর্ষ) | সাতক্ষীরা |
১০ | হাফিযুর রহমান | সমাজকল্যাণ সম্পাদক | ফাযিল (শেষ বর্ষ) | সাতক্ষীরা |
১১ | আব্দুল বারী | দফতর সম্পাদক | বি.এ (অনার্স ২য় বর্ষ) | চাঁপাই নবাবগঞ্জ |
যেলা সংবাদ
কমিটি গঠন : ২০১২-২০১৪
ঝিনাইদহ : গত ৩১শে অক্টোবর ২০১২ যুবসংঘ ঝিনাইদহ যেলা কমিটি পুনগঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দর রশীদ আখতার এবং সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারূনুর রশীদ। অনুষ্ঠান শেষে আসাদুল্লাহ মিলনকে সভাপতি এবং মনীরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নিলফামারী : গত ১১ই ডিসেম্বর যুবসংঘ নিলফামারী যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় যেলা সদর কার্যালয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন এবং সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ আব্দুল জলীলকে সভাপতি এবং ওয়ালিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
লালমণিরহাট : গত ১২ই ডিসেম্বর যুবসংঘ লালমণিরহাট যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় যেলা সদর কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন এবং সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ আব্দুল কাইয়ূমকে সভাপতি এবং আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
জামালপুর : গত ৯ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ জামালপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। সংক্ষিপ্ত আলোচনা বৈঠকের পর রাশেদুল ইসলামকে সভাপতি এবং শাহাদত হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।
যশোর : গত ১৬ই নভেম্বর ২০১২ ‘যুবসংঘ’ যশোর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন। সংক্ষিপ্ত আলোচনা বৈঠকের পর আশরাফুল আলমকে সভাপতি এবং আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।
রাজবাড়ী : গত ৮ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ রাজবাড়ী যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাকীব। সংক্ষিপ্ত আলোচনা শেষে আব্দুল্লাহ বিন হারেসকে সভাপতি এবং যাকারিয়া খাঁনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।।
কুমিল্লা : গত ২১শে ফেব্রুয়ারী যুবসংঘ কুমিল্লা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক কর্মী সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিনের উপস্থিতির কথা থাকলেও ট্রাফিক জ্যামের কারণে তিনি শেষ পর্যন্ত উপস্থিত হতে পারেন নি। অনুষ্ঠান শেষে জামীলুর রহমানকে সভাপতি এবং আহমাদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
গাযীপুর : গত ১৫ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ গাযীপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। পরিশেষে হাতেম বিন পারভেজকে সভাপতি এবং আমীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
সাতক্ষীরা : গত ২৯শে ডিসেম্বর ২০১২ যুবসংঘ সাতক্ষীরা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক কর্মী সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন ও সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অনুষ্ঠান শেষে সিরাজুল ইসলামকে সভাপতি এবং আব্দুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
বগুড়া : গত ১লা নভেম্বর ২০১২ যুবসংঘ বগুড়া যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে আব্দুর রাযযাককে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নওগাঁ : গত ২১শে নভেম্বর যুবসংঘ নওগাঁ যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। পরিশেষে হাফিযুর রহমানকে সভাপতি এবং ইমাজুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
কুষ্টিয়া পশ্চিম : গত ১লা নভেম্বর যুবসংঘ কুষ্টিয়া পশ্চিম যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারূনুর রশীদ। পরিশেষে আব্দুল গাফফারকে সভাপতি এবং আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রাজশাহী উত্তর : গত ৯ নভেম্বর যুবসংঘ রাজশাহী উত্তর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে মৌগাছি বাজার আহলেহাদীছ জামে মসজিদে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক ও দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব ও অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। পরিশেষে মুস্তাকীম আহমাদকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রাজশাহী দক্ষিণ : গত ২২ নভেম্বর যুবসংঘ রাজশাহী দক্ষিণ যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক ও দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব এবং অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। পরিশেষে মনীরুল ইসলামকে সভাপতি এবং আব্দুর রহীমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : গত ১০ই নভেম্বর যুবসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস, তথ্য ও প্রকাশনা সম্পাদক হাফেয হাসিবুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাকীব এবং দফতর সম্পাদক আব্দুল বারী। পরিশেষে মিছবাহুল ইসলামকে সভাপতি এবং আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
রাজশাহী কলেজ : গত ৪ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ রাজশাহী কলেজ কমিটি গঠিত হয়। এ উপলক্ষ্যে দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস, ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম এবং দফতর সম্পাদক আব্দুল বারী। পরিশেষে আবুল হোসেনকে সভাপতি এবং মোস্তাক আহ্মেদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ঢাকা : গত ১৪ই ডিসেম্বর ‘যুবসংঘ’ ঢাকা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। অনুষ্ঠান শেষে হুমায়ূন কবীরকে সভাপতি এবং আব্দুল ওয়াদুদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
দিনাজপুর পূর্ব : গত ৭ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ দিনাজপুর পূর্ব যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বারী। পরিশেষে রমযান আলীকে সভাপতি এবং রায়হানুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
দিনাজপুর পশ্চিম : গত ৮ই ডিসেম্বর যুবসংঘ দিনাজপুর পশ্চিম যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম এবং দফতর সম্পাদক আব্দুল বারী। পরিশেষে আব্দুর রহমানকে সভাপতি এবং ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
সিরাজগঞ্জ : গত ৬ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ সিরাজগঞ্জ যেলা পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব ও সাবেক কেন্দ্রীয় সোনামণি পরিচালক শিহাবুদ্দীন। অনুষ্ঠান শেষে শরীফুল ইসলামকে সভাপতি এবং শামীম আহমাদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
জয়পুরহাট : গত ৩রা নভেম্বর যুবসংঘ জয়পুরহাট যেলা পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে আবুল কালাম আযাদকে সভাপতি এবং আল-আমীনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নরসিংদী : গত ২৮শে ডিসেম্বর ২০১২ যুবসংঘ নরসিংদী যেলা পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন এবং ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম। পরিশেষে আব্দুস সাত্তারকে সভাপতি এবং দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রংপুর : গত ২৯শে ডিসেম্বর ২০১২ যুবসংঘ রংপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুর হালীম বিন ইলিয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাকীব। পরিশেষে শিহাবুদ্দীন আহমাদকে সভাপতি এবং সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
মেহেরপুর : গত ৮ই ফেব্রুয়ারী ২০১৩ যুবসংঘ মেহেরপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক কর্মী প্রশিক্ষণ ও যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। পরিশেষে মনিরুল ইসলামকে সভাপতি এবং আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
পাবনা : গত ৬ই ডিসেম্বর ২০১২ যুবসংঘ পাবনা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব ও সাবেক কেন্দ্রীয় সোনামণি পরিচালক শিহাবুদ্দীন। পরিশেষে তারিক হাসানকে সভাপতি এবং আনীসুর রহমান মারূফকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
খুলনা : গত ২২শে নভেম্বর ২০১২ ‘যুবসংঘ’ খুলনা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক হাফেয হাসিবুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যুবসংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। পরিশেষে শুয়াইব হোসাইনকে সভাপতি এবং দিদারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
চাঁপাই নবাবগঞ্জ উত্তর : গত ১লা নভেম্বর ২০১২ যুবসংঘ চাঁপাই নবাবগঞ্জ উত্তর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরীফুল ইসলাম। পরিশেষে মুখতারুল ইসলামকে সভাপতি এবং আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
চাঁপাই নবাবগঞ্জ দক্ষিণ : গত ২৮ অক্টোবর ২০১২ যুবসংঘ চাঁপাই নবাবগঞ্জ দক্ষিণ যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরীফুল ইসলাম। পরিশেষে আরীফুল ইসলামকে সভাপতি এবং ময়েজউদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
পঞ্চগড় : গত ২৮শে ডিসেম্বর ২০১২ যুবসংঘ পঞ্চগড় যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাকীব। পরিশেষে মোযাহারুল হককে সভাপতি এবং আব্দুল লতীফকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
গাইবান্ধা পূর্ব : গত ২১শে ডিসেম্বর ২০১২ যুবসংঘ গাইবান্ধা পূর্ব যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম এবং দফতর সম্পাদক আব্দুল বারী। পরিশেষে মশিউর রহমানকে সভাপতি এবং আমীনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
গাইবান্ধা পশ্চিম : গত ১৬ই নভেম্বর ‘যুবসংঘ’ গাইবান্ধা পশ্চিম যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। পরিশেষে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নাটোর : গত ১০ই নভেম্বর ২০১২ ‘যুবসংঘ’ নাটোর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম এবং নাটোর যেলা আন্দোলন সভাপতি ডঃ আহমাদ আলী। পরিশেষে আব্দুল মোমিনকে সভাপতি এবং সেলিম রেযাকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
বাগেরহাট : গত ১৪ই নভেম্বর ২০১২ ‘যুবসংঘ’ বাগেরহাট যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিছবাহুল ইসলাম। পরিশেষে আব্দুল মালেককে সভাপতি এবং মনিরুযযামানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
টাঙ্গাইল : গত ৯ই ডিসেম্বর ‘যুবসংঘ’ টাঙ্গাইল যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে মাজীদ বিন শহীদকে সভাপতি এবং গোলাম মুছত্বফাকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
পিরোজপুর : গত ২৫শে জানুয়ারী ‘যুবসংঘ’ পিরোজপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হাফীযুর রহমান, ‘যুবসংঘ’ সাতক্ষীরা যেলা সাবেক সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ মুহসিন ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ বিন শামসুদ্দীন। অনুষ্ঠান শেষে তাওহীদুল ইসলামকে সভাপতি এবং মুহাম্মাদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
কর্মী সমাবেশ ও প্রশিক্ষণ
বগুড়া : গত ৯ই জানুয়ারী ২০১৩ ‘যুবসংঘ’ বগুড়া যেলার উদ্যোগে শাজাহানপুর থানার বৃকুষ্টিয়া মাদরাসা এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর ঢাকা যেলা সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। উক্ত সমাবেশে প্রায় ৫ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা : গত ২৫শে জানুয়ারী ২০১৩ ‘যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিন। এছাড়া প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক ও দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিন। উক্ত সমাবেশে প্রায় সহস্রাধিক কর্মী ও সুধী উপস্থিত ছিলেন।
মেহেরপুর : গত ৮ই ফেব্রুয়ারী ২০১৩ ‘যুবসংঘ’ মেহেরপুর যেলার উদ্যোগে সদর থানার উত্তর শালিকায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিন। উক্ত সমাবেশে প্রায় সহস্রাধিক কর্মী ও সুধী উপস্থিত ছিলেন।
রাজশাহী : গত ১৫ই ফেব্রুয়ারী ২০১৩ ‘যুবসংঘ’ রাজশাহী যেলার উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিন, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব, অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস প্রমুখ।
উপযেলা সংবাদ
বাগমারা, রাজশাহী : গত ১৭ই জানুয়ারী ২০১৩ ‘যুবসংঘ’ রাজশাহী বাগমারা উপযেলার উদ্যোগে নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ আয়োজিত হয়। উক্ত সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব এবং অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। অনুষ্ঠান শেষে সভাপতি মুহাম্মাদ হেলালুদ্দীন এবং মাওলানা যিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট উপযেলা কমিটি গঠন করা হয়।