সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1041 বার পঠিত
১. প্রশ্ন : বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন?
উত্তর: ১১টি।
২. প্রশ্ন : ঘোষিত সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: গাজীপুর।
৩. প্রশ্ন : বর্তমানে আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: গাজীপুর।
৪. প্রশ্ন : বর্তমান দেশের পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর: ৩১৫টি।
৫. প্রশ্ন : বাংলাদেশের কোন যেলাকে সর্বপ্রথম ডিজিটাল যেলা হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: যশোর।
৬. প্রশ্ন : দেশের প্রত্যেক উপযেলায় একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী চালু হয় কবে থেকে?
উত্তর : ১ জানুয়ারী ২০১৩।
৭. প্রশ্ন : দেশের বেসরকারী (রেজিঃ) প্রাথমিক বিদ্যালয় কবে জাতীয়করণের ঘোষা দেয়া হয়?
উত্তর: ৯ জানুয়ারী ২০১৩।
৮. প্রশ্ন : ২০১৩ সাল থেকে মাধ্যমিক স্তরে বছরে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হবে?
উত্তর: ২টি। (ষান্মাসিক ও বার্ষিক)
৯. প্রশ্ন : বাংলাদেশে বর্তমান উপযেলা কয়টি? উত্তর: ৪৮৬টি।
১০. প্রশ্ন : আর্থ-সামাজিক ও জনমিতি জরিপ ২০১১ অনুযায়ী দেশের স্বাক্ষরতার হার কত? উত্তর: ৪৭.৬৮%।
১১. প্রশ্ন : টেলিটকের থ্রিজি ইন্টারনেট মডেমের নাম কি?
উত্তর: ফ্ল্যাশ (Flash)।
১২. প্রশ্ন : স্বাধীনতার পর কবে, কোথায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়?
উত্তর: ১০ জানুয়ারী ২০১৩ নীলফামারীর সৈয়দপুরে (৩ ডিগ্রি সেলসিয়াস)।
১৩. প্রশ্ন : কোন দুটি দেশ বাংলাদেশে অভিন্ন দূতাবাস ভবন নির্মাণ করছে? উত্তর: ফ্রান্স ও জার্মানি।
১৪. প্রশ্ন : বরিশালকে ‘প্রাচ্যের ভেনিস’ নামে কে নামকরণ করেন?
উত্তর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
১৫. প্রশ্ন : বাংলাদেশে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামে।
১৬. প্রশ্ন : বিজিবির গোয়েন্দা সংস্থার বর্তমান নাম কি?
উত্তর: বর্ডার সিকিউরিটি ব্যুরো (BSB)।
১৭. প্রশ্ন : আধুনিক কাঁদুনে গ্যাস ‘পিপার স্প্রে’-এর মূল উপাদান কি? উত্তর: মরিচের গুড়া।
১৮. প্রশ্ন : ‘বাঙ্গালী’ নামক নদীটি কোন যেলায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
১৯. প্রশ্ন : লালবাগ কেল্লার প্রাচীন নাম কি?
উত্তর: আওরঙ্গবাদ দূর্গ।
২০. প্রশ্ন : বাংলাদেশের সরকারী ছাপাখানার নাম কি?
উত্তর: বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বিজি প্রেস)।
২১. প্রশ্ন : কোন যেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
উত্তর: যশোর।
২২. প্রশ্ন : কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? উত্তর: গারো।
২৩. প্রশ্ন : পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত?
উত্তর: সোমপুর বিহার।
২৪. প্রশ্ন : স্কাইপি (Skype) কি?
উত্তর: ভিডিও ফোন করার জনপ্রিয় সেবা।
২৫. প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের মোট কতটি শাখা রয়েছে?
উত্তর: ৯ টি।