সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 475 বার পঠিত

১. প্রশ্ন : ২০১৩ সালের ইসলামী সাংস্কৃতিক রাজধানী কয়টি ও কি কি?

উত্তর: ৪টি। যথাঃ ত্রিপলী (লিবিয়া), মদীনা (সউদী আরব), গজনী (আফগানিস্তান) ও কানো (নাইজেরিয়া)।

২. প্রশ্ন : ২০১৩ সালের ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী কোনটি?

উত্তর: মর্শেই (ফ্রান্স) ও কোসিকে (স্লোভাকিয়া)।

৩. প্রশ্ন : ২০১৩ সালের আরব সাংস্কৃতিক রাজধানী কোনটি?

উত্তর: বাগদাদ (ইরাক)।

৪. প্রশ্ন : ২০১৩ সালের আমেরিকান সাংস্কৃতিক রাজধানী কোনটি?

উত্তর: ব্রাংকুইলা অ্যান্টোয়ার্প (কলাম্বিয়া)।

৫. প্রশ্ন : ‘ডটার অফ পাকিস্তান’ উপাধিতে ভূষিত হয় কে?

উত্তর: মালালা ইউসুফজাই।

৬. প্রশ্ন : এস এম এস (SMS)-এর জনক কে?

উত্তর: ম্যাট্রি ম্যাক্কোনেন।

৭. প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার কোনটি?

উত্তর: টাইটান।

৮. প্রশ্ন : জাতিসংঘ কর্তৃক সর্বশেষ স্বীকৃত রাষ্ট্র কোনটি?

উত্তর: ফিলিস্তিন।

৯. প্রশ্ন : পাকিস্তানের ঘোষিত নতুন প্রদেশের নাম কি?

উত্তর: বাহাওয়ালপুর জানুবি পাঞ্জাব।

১০. প্রশ্ন : আ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ‘ভিনসন ম্যাসিফ’ প্রথম কোন বাংলাদেশী জয় করেন?

উত্তর: ওয়াসফিয়া নাজরীন।

১১. প্রশ্ন : ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম কি?

উত্তর: স্টেট অফ প্যালেস্টাইন।

১২. প্রশ্ন : ক্যাপিটাল হিল কোথায় অবস্থিত?

উত্তর: ওয়াশিংটন ডিসি।

১৩. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় ফুলের নাম কি?

উত্তর: টাইটান (দৈর্ঘ ১০ ফুটেরও বেশি)।

১৪. প্রশ্ন : ২০১২ সালে বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: ভারত।

১৫. প্রশ্ন : ফেইসবুকের সার্চ ইঞ্জিনের নাম কি?

উত্তর: গ্রাফ সার্চ।

১৬. প্রশ্ন : খাদ্যে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা কোন রাষ্ট্র?

উত্তর: চীন।

১৭. প্রশ্ন : ‘আনসার দ্বীন’ কোন দেশের বিদ্রোহী দলের সামরিক সংগঠন?

উত্তর: মালি।

১৮. প্রশ্ন : কোন মুসলিম দেশের শূরা কাউন্সিলে ত্রিশজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তর: সৌদি আরবে।

১৯. প্রশণ : ই-মেইলের জনক কে?  উত্তর: টমলিনসন।

২০. প্রশ্ন : মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে?

উত্তর: অনেকগুলো দ্বীপ নিয়ে।

২১. প্রশ্ন : ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

উত্তর: তুরস্কে।

২২. প্রশ্ন : প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন?

উত্তর: ফিনিশীয়রা।

২৩. প্রশ্ন : প্যালেস্টাইন নিউজ এজেন্সি বা ওয়াফা (WAFA) কি?

উত্তর: ফিলিস্তীন জাতীয় কতৃপÿÿর সংবাদ সংস্থা।

২৪. প্রশ্ন : বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: মিসর।

২৫. প্রশ্ন : বৈদ্যুতিক রেলপথের দৈর্ঘ্যের দিক দিয়ে শীর্ষে কোন দেশ? উত্তর: চীন।



আরও