দশটি জিনিস নিষ্ফল বিষয়

তাওহীদের ডাক ডেস্ক 611 বার পঠিত

১. এমন জ্ঞান, যার কোন কার্যকারিতা নেই।
২. এমন কর্ম, যার মাঝে কোন খুলুছিয়াত নেই, নেই রাসূলের অনুসরণ।
৩. এমন ধন-সম্পদ, যা ব্যয় করা হয় না। ফলে দুনিয়াতেও তা ভোগ করা যায় না, আখেরাতের জন্যও তা সঞ্চিত থাকে না।
৪. এমন অন্তর, যাতে আল্লাহর ভালোবাসা থাকে না, তাঁর রহমতের প্রত্যাশা থাকে না, তাঁর নৈকট্য লাভেরও কোন উদ্দেশ্য থাকে না।
৫. এমন শরীর, যা আল্লাহর আনুগত্যও করে না, আল্লাহর দেয়া কর্তব্যও পালন করে না।
৬. আল্লাহর প্রতি এমন ভালোবাসা, যে ভালবাসায় আল্লাহ্কে খুশী করার কোন প্রচেষ্টা থাকে না, তাঁর নির্দেশাবলী পালনের কোন তাকীদ থাকে না।
৭. এমন সময়, যা পাপমুক্তির লক্ষ্যে কিংবা পূণ্য অর্জনের প্রচেষ্টায় ব্যয়িত হয় না।
৮. এমন চিন্তা-ভাবনা, যা অর্থহীন বিষয়কে নিয়ে আবর্তিত হয়।
৯. এমন ব্যক্তির খেদমতে সময় দেয়া, যার খেদমত আল্লাহর নিকটবর্তী করে না এবং দুনিয়াবী কোন উপকারেও আসে না।
১০. এমন ব্যক্তিকে ভয় করা বা তার নিকট কিছু প্রত্যাশা করা, যে নিজেই আল্লাহর অনুগ্রহের ভিখারী ও তাঁর নিয়ন্ত্রণাধীন। যে না পারে নিজেকে রক্ষা করতে, না পারে নিজের কোন উপকার বা ক্ষতি করতে, আর না পারে নিজের জীবন-মৃত্যু বা পুনরুত্থানকে নিয়ন্ত্রণ করতে।


আরও