সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 920 বার পঠিত

১. প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম সম্পূর্ণ বাংলায় সমাবর্তন ভাষণ দেন কে?

উত্তর : প্রণব মুখার্জি (ভারত); ৪ মার্চ ২০১৩।

২. প্রশ্ন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) পরিচালিত স্বাক্ষরতা মূল্যায়ন জরিপ ২০১১ অনুসারে দেশে সাক্ষরতার হার কত?

উত্তর : ৫৩.৭% নারী এবং পুরুষ ৫৬.৯% ।

৩. প্রশ্ন : টুয়েসডে গ্রুপ কি?

উত্তর : বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিকদের একটি গ্রুপ। প্রতি মঙ্গলবার এ গ্রুপটি বৈঠক করে বলে এটি ‘টুয়েসডে গ্রুপ’ নামে পরিচিত।

৪. প্রশ্ন : বাংলা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট বেশতো (Beshto) চালু হয় কবে?

উত্তর : ২৮ ফেব্রুয়ারী ২০১৩।

৫. প্রশ্ন : ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ‘মডেল যেলা বাজেট’ কার্যক্রম চালু করেছে কোন যেলা?

উত্তর : টাঙ্গাইল।

৬. প্রশ্ন : বাংলাদেশে প্রথম কৃষি-বহির্ভূত অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হয় কবে?

উত্তর : ১৯৮৬ সালে।

৭. প্রশ্ন : বাংলা টাউন কোথায় অবস্থিত?

উত্তর : লন্ডন, যুক্তরাজ্য।

৮. প্রশ্ন : সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ইন্তেকাল করলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে?

উত্তর : জাতীয় সংসদের স্পিকার।

৯. প্রশ্ন : দেশের কোন দু’টি যেলা কুষ্ঠপ্রবণ?

উত্তর : গাইবান্ধা ও নীলফামারী।

১০. প্রশ্ন : কবি কাজী নজরুল ইসলামের সদ্য প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি?

উত্তর : নির্ঝর।

১১. প্রশ্ন : বাংলাদেশে রাষ্ট্রপতি থাকাকালীন কয়জন এবং কোন কোন রাষ্ট্রপতি মারা গেছেন?

উত্তর : তিনজন। (১) শেখ মুজিবর রহমান (২) জিয়াউর রহমান (৩) মোঃ জিল্লুর রহমান।

১২. প্রশ্ন : বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান কততম রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর : ১৯ তম।

১৩. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?

উত্তর : এ্যাডভোকেট আব্দুল হামীদ (২০তম)।

১৪. প্রশ্ন : ট©র্নডো সর্বোচ্চ কতক্ষণ স্থায়ী হ’তে পারে?

উত্তর : ১৫ মিনিট।

১৫. প্রশ্ন : বাংলাদেশের কতটি যেলার কতটি উপযেলা সরাসরি সমুদ্রের সাথে সংযুক্ত?

উত্তর : ১২টি যেলার ৪৮ টি উপযেলা।

১৬. প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর : ৭১ টি।

১৭. প্রশ্ন : দেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে মোট কয়টি মসজিদ রয়েছে?

উত্তর : তিনটি।

১৮. প্রশ্ন : দেশের প্রথম পক্ষীশালা কোথায় নির্মিত হচ্ছে?

উত্তর : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

১৯. প্রশ্ন : এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?

উত্তর : বরিশাল-পটুয়াখালী খামার।

২০. প্রশ্ন : বানৌজা দুর্জয় ও বানৌজা নির্মূল কি?

উত্তর : বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধজাহাজ।



আরও