সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 488 বার পঠিত

১. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা ‘ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন’-এর পরিবর্তিত নাম কি?

উত্তর : ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইম।

২. প্রশ্ন : মুক্ত অপারেটিং সফটওয়্যার অ্যানড্রোয়েড (Android)-এর উদ্ভাবক কে?

উত্তর : অ্যান্ডি রুবিন ও রিচ মিনার (২০০৩ সালে তৈরি করা হয় এবং ১৭ আগষ্ট ২০০৭ গুগল এটি কিনে নেয়)

৩. প্রশ্ন : চীনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তর : লি কেরিয়াং

৪. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের নাম কি এবং কোথায় অবস্থিত?

উত্তর : জে ডব্লিউ ম্যারিয়ট মারকুয়িস (উচ্চতা ৩৫৫ মিটার); দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

৫. প্রশ্ন : বিশ্বের উল্লেখযোগ্য কোন নেতাদের লাশ মমি করে রাখা হয়েছে?

উত্তর : ভিয়েতনামের হো চি মিন, রাশিয়ার লেলিন, চীনের মাও সে তুং, উত্তর কোরিয়ার কিম জং ইল এবং ফিলিপাইনের ফার্নিনান্ড মার্কোস।

৬. প্রশ্ন : অস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র (দ্বিতীয় রাশিয়া)।

৭. প্রশ্ন : ২০১৩ সালের মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ ও নিম্ন দেশ কোনটি?

উত্তর : শীর্ষ দেশ : কাতার (৮৭,৪৭৮ মার্কিন ডলার); নিম্ন দেশ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (৩১৯ মার্কিন ডলার)।

৮. প্রশ্ন : সিঙ্কহোল কি?

উত্তর : ভূপৃষ্ঠে আচমকা তৈরী হওয়া বিশাল গর্ত।

৯. প্রশ্ন : পি ৫+১ বলতে কি বুঝায়?

উত্তর : যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স রাশিয়া ও জার্মানি এবং ইরান সংক্ষিপ্তভাবে বিশ্বব্যাপী পি ৫+১ নামে পরিচিত।

১০. প্রশ্ন : গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : জাপান।

১১. প্রশ্ন : রোমান ক্যাথলিকদের ২৬৬ তম পোপ ফ্রান্সিসের আসল নাম কি?

উত্তর : হোর্হে মারিও বেরগোগলিও।

১২. প্রশ্ন : ‘আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক’ বলা হয় কাকে?

উত্তর : চিনুয়া আচেবে।

১৩. প্রশ্ন : ভারত মহাসাগরের নীচে বিচ্যুত হয়ে যাওয়া প্রাচীন মহাদেশের নাম কি?

উত্তর : মরিশিয়া।

১৪. প্রশ্ন : আরব বসন্ত (Arab Spring)-এর সূতিকাগার কোন দেশ?

উত্তর : তিউনিশিয়া।

১৫. প্রশ্ন : আরব বসন্তের অন্য নাম কি?

উত্তর : জুঁই বিপ্লব (Jasmine Revolution)।

১৬. প্রশ্ন : বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করতে পারে এমন সফটওয়ারের নাম কি?

উত্তর : জ্যোতিষী সফটওয়ার।

১৭. প্রশ্ন : মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত প্রথম নারী জাদুঘরটির নাম কি?

উত্তর : বাইত আল বানাত বা নারী ঘর।

১৮. প্রশ্ন : সবচেয়ে বড় মৌলিক সংখ্যার আবিষ্কারক কে?

উত্তর : গণিতবিদ কার্টিস কুপার (যুক্তরাষ্ট্র); সংখ্যাটির ডিজিট ১,৭৪,২৫,১৭০টি।

১৯. প্রশ্ন : ২০১২ সালে বিশ্বে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

২০. প্রশ্ন : বিশ্বে স্বর্ণ ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?



আরও