কর্মী প্রশিক্ষণ (অনলাইন)

তাওহীদের ডাক ডেস্ক 724 বার পঠিত

১৯ ও ২০শে আগস্ট ২০২১ ইং বৃহস্পতি ও শুক্রবার : অদ্য ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কর্তৃক দেশব্যাপী এক অনলাইন কর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালামের স্বাগত বক্তব্য এবং কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ১ম দিন সকাল ৭টা থেকে শুরু হয়ে পরদিন সকাল ১০টা পর্যন্ত কর্মশালা অব্যাহত থাকে। এতে জুম এ্যাপসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম (প্রশিক্ষণ কি ও কেন?), কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ মিলন (কর্মীর পরিচয় ও গুরুত্ব এবং যোগ্য কর্মী তৈরীর উপায়), কেন্দ্রীয় কাউন্সিল সদস্য শরীফুল ইসলাম মাদানী (ছহীহ আক্বীদা ও মানহাজ কী ও কেন?), কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর (দ্বীনের প্রচার ও প্রসারে আধুনিক মিডিয়ার যথাযথ ব্যবহার : গুরুত্বব ও পদ্ধতি), কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ (সফল ক্যারিয়ার গঠনে করণীয়), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর (সুশৃংখল জীবন গঠনে ইহতিসাব সংরক্ষণ : গুরুত্বব ও পদ্ধতি), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম (কর্মীদের ব্যক্তিগত ও সামাজিক গুণাবলী), কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (আত্মিক পরিশুদ্ধি ও রুহানী তারবিয়াত), সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নুরুল ইসলাম (ভারত উপমহাদেশে আহলেহাদীছ আন্দোলন : গতি ও প্রকৃতি); আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন (জিহাদের পরিচয় ও প্রকৃতি : বর্তমান যুগে এর পদ্ধতি ও ক্ষেত্রসমূহ), কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম (সংগঠন কী, কেন এবং কিভাবে করব?), সঊদী আরব শাখা সহ-সভাপতি হাফেয আখতার মাদানী (দাওয়াতী ময়দানে আধুনিক যুবসমাজের ভূমিকা : করণীয় ও বর্জনীয়);  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন কি ও কেন?) প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অতঃপর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সমাপনী ভাষণের মাধ্যমে দু’দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণের সমাপ্তি ঘোষিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রায় দেড় শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।



আরও