সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1103 বার পঠিত
১. প্রশ্ন : মানব জাতির দ্বিতীয় পিতার নাম কী?
উত্তর : হযরত নূহ (আঃ)।
২. প্রশ্ন : কোন নবীর অপর নাম ছিল ‘ইস্রাঈল’?
উত্তর : ইয়াকুব (আঃ)-এর।
৩. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর মাতা আমেনা কোন গোত্রের ছিলেন?
উত্তর : বনু যোহরা।
৪. প্রশ্ন : রাসূল (ছাঃ) কোন উধ্বর্তন পুরুষ আরবের কুরায়েশ বলে খ্যাতিমান ছিলেন?
উত্তর : ফিহর।
৫. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর আগমনের সুসংবাদ কোন নবী দিয়েছিলেন?
উত্তর : হযরত ঈসা (আঃ)।
৬. প্রশ্ন : রাসূল (ছাঃ) কত বয়সে ‘হিলফুল ফুযূল’ প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০ বছর বয়সে।
৭. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর কত জন চাচা ছিল?
উত্তর : ৯ জন।
৮. প্রশ্ন : ‘যমযম’ কূপ খনন করেন কে?
উত্তর : আব্দুল মুত্তালিব।
৯. প্রশ্ন : হাশেমের কতটি পুত্র সন্তান ছিল?
উত্তর : ৪টি।
১০. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর দুধ মাতা হালিমা কোন গোত্রের ছিলেন?
উত্তর : বনু সা‘দ।
১১. প্রশ্ন : ফিজার যুদ্ধে কারা জয়লাভ করে?
উত্তর : কুরায়েশরা।
১২. প্রশ্ন : আবু লাহাবের স্ত্রীর নাম কী?
উত্তর : আবু সুফিয়ানের বোন আরওয়া।
১৩. প্রশ্ন : বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবু লাহাবের কোন মহামারীর ফোঁড়া দেখা দেয়?
উত্তর : গলায় প্লেগ বা আজকের ভাষায় যাকে ‘গুটি বসন্ত’ (Small Pox) বলা যায়।
১৪. প্রশ্ন : আবু লাহাবের দু’জন পুত্র ও তিন কন্যা কখন মুসলমান হন?
উত্তর : মক্কা বিজয়ের পর।
১৫. প্রশ্ন : মক্কায় বিদ্রূপকারীদের ৫ নেতা নাম কী?
উত্তর : বনু সাহম গোত্রের ‘আছ বিন ওয়ায়েল, বনু আসাদ গোত্রের আসওয়াদ বিন মুত্ত্বালিব, বনু যোহরা গোত্রের আসওয়াদ বিন ‘আব্দে ইয়াগূছ, বনু মাখযূম গোত্রের অলীদ বিন মুগীরাহ এবং বনু খুযা‘আহ গোত্রের হারিছ বিন তুলাত্বিলা।
১৬. প্রশ্ন : মাক্কী জীবনে কয়টি সূরা নাযিল হয়েছে?
উত্তর : ৮৬টি।
১৭. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় কত বছর কাটান?
উত্তর : জীবনের বাকী ১০ বছর।
১৮. প্রশ্ন : ইবরাহীম (আঃ)-এর পুত্রদ্বয়ের নাম কী?
উত্তর : হযরত ইসমাঈল ও ইসহাক্ব (আঃ)।
১৯. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ)-এর পিতা-মাতার নাম কী?
উত্তর : পিতা আব্দুল্লাহ ও মাতা আমেনা।
২০. প্রশ্ন : কুছাই-পুত্র আব্দুল মানাফের প্রকৃত নাম কী?
উত্তর : মুগীরাহ।
২১. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর বড় চাচার নাম কী?
উত্তর : যুবায়ের।
২২. প্রশ্ন : পিতা আব্দুল্লাহর রেখে যাওয়া একমাত্র মুক্ত দাসীর নাম কি?
উত্তর : উম্মে আয়মান।
২৩. প্রশ্ন : খাদীজা (রাঃ)-এর মুক্ত দাসের নাম কি?
উত্তর : যায়েদ বিন হারেছাহ।
২৪. প্রশ্ন : চাচা আবু ত্বালিবের অপর নাম কি?
উত্তর : আব্দু মানাফ।
২৫. প্রশ্ন : মক্কা থেকে ‘আবওয়া’-এর দূরত্ব কত?
উত্তর : ২৫০ কি. মি.।
২৬. প্রশ্ন : ব্যবসা উপলক্ষে সিরিয়ার গমনকালে কোন পাদ্রীর সাথে রাসূল (ছাঃ)-এর সাক্ষাৎ হয়?
উত্তর : পাদ্রী বাহীরা।
২৭. প্রশ্ন : রাসূল (ছাঃ) কত বছর বয়সে বিবাহ করেন?
উত্তর : ২৫ বছর।
২৮. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর সন্তান-সন্ততি কতটি?
উত্তর : ৩টি পুত্র ও ৪ কন্যা।
২৯. প্রশ্ন : খাদীজার গর্ভজাত সন্তান কতটি?
উত্তর : ইবরাহীম ব্যতীত বাকী ৬টি।
৩০. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর বিবাহের মোহরানা কি ছিল?
উত্তর : ২০টি উট।
৩১. প্রশ্ন : মুহাম্মাদ (ছাঃ) ও খাদীজা উভয়ের দাম্পত্য জীবন কত দিনের?
উত্তর : ২৫ বছর।
৩২. প্রশ্ন : মৃত্যুকালে খাদীজার বয়স কত ছিল?
উত্তর : ৬৫ বছর।
৩৩. প্রশ্ন : ইবরাহীমী যুগ থেকে কা‘বাগৃহের উচ্চতা কত ছিল?
উত্তর : ৯ হাত উঁচু।
৩৪. প্রশ্ন : প্রথম কুরআন অবতীর্ণ হয় কত খৃষ্টাব্দে?
উত্তর : ৬১০ খৃষ্টাব্দে।
৩৫. প্রশ্ন : কত বছর বয়সে রাসূলের উপর প্রথম কুরআন অবতীর্ণ হয়?
উত্তর : সৌরবর্ষ হিসাবে ৩৯ বছর ৩ মাস ২২ দিনে।
৩৬. প্রশ্ন : খাদীজার চাচাতো ভাইয়ের নাম কী?
উত্তর : ওয়ারাক্বা বিন নওফাল।
৩৭. প্রশ্ন : আলী (রাঃ)-এর সাথে ফাতেমা (রাঃ)-এর বিবাহ হয় কোন সময়?
উত্তর : ২য় হিজরীর ছফর মাসে।