সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 815 বার পঠিত
১. প্রশ্ন : বাংলাদেশে মোট উপযেলা কতটি?
উত্তর : ৪৯৫টি।
২. প্রশ্ন : বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর : জকিগঞ্জ, সিলেট।
৩. প্রশ্ন : দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের আবিষ্কারক কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (BAPEX)।
৪. প্রশ্ন : বাংলাদেশের শীর্ষ আমদানী পণ্য কোনটি (টাকার অংকে)?
উত্তর : তুলা।
৫. প্রশ্ন : বর্তমানে মাথাপিছু জিডিপি কত?
উত্তর : ২,০৯৭ মার্কিন ডলার।
৬. প্রশ্ন : বর্তমানে মন্ত্রীসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর : ৪৯ জন।
৭. প্রশ্ন : মন্ত্রীসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত?
উত্তর : ২০ জন।
৮. প্রশ্ন : মন্ত্রীসভায় উপমন্ত্রীর সংখ্যা কত?
উত্তর : ৩ জন।
৯. প্রশ্ন : একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানীতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ষষ্ঠ।
১০. বিশ্বে রফতানীতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ষষ্ঠ।
১১. প্রশ্ন : সুনামগঞ্জ যেলার দক্ষিণ সুনামগঞ্জ উপযেলার বর্তমান নাম কী?
উত্তর : শান্তিগঞ্জ।
১২. প্রশ্ন : বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাম কী?
উত্তর : ড. শামসুল আমল।
১৩. প্রশ্ন : ‘ভাসানচর’ কোন যেলায় অবস্থিত কোথায়?
উত্তর : নোয়াখালীতে।
১৪. প্রশ্ন : দেশের তৃতীয় সাফারী পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয় কোথায়?
উত্তর : মৌলভীবাজারের জুড়ী উপযেলার লাঠিটিলায়।
১৫. প্রশ্ন : বাংলাদেশ কততম দেশ হিসাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LVH) ক্লাবে প্রবেশ করে?
উত্তর : ৪২তম।
১৬. আবহাওয়া সূচকে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৫তম।