সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 644 বার পঠিত
১. প্রশ্ন : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) বর্তমান মহাসচিব কে?
উত্তর : হুয়ান কার্লোস সালাজার।
২. প্রশ্ন: ক্যারিবিয়ান কমিউনিটির (CARICOM) বর্তমান মহাসচিব কে?
উত্তর : কারলা নাটলি বার্নেট।
৩. প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৩০শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর ২০২১।
৪. প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।
৫. প্রশ্ন : বিশ্বে রফতানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
৬. প্রশ্ন : বিশ্বের আমদানী শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
৭. প্রশ্ন : পোশাক রফতানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
৮. প্রশ্ন : ২৯শে জুলাই ২০২১ মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ উদ্বোধন করে কোন দেশ?
উত্তর : ইরান।
৯. প্রশ্ন : মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর : ইসমাইল সাবরী ইয়াকুব।
১০. প্রশ্ন : জাম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : হাকাইন্ডে হিচিলিমা।
১১. প্রশ্ন : সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা কবে দখল করে ?
উত্তর : ১৫ই আগষ্ট ২০২১।
১২. প্রশ্ন : বর্তমানে আফ্রিকার কোন দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে?
উত্তর : সিয়েরা লিওন।
১৩. প্রশ্ন : সম্প্রতি কোন দেশ সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের রেকর্ড গড়ে।
উত্তর : ভারত। লাদাখের দুর্গম পার্বত্যাঞ্চলের এ সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,৩০০ ফুট উঁচুতে অবস্থিত।
১৪. প্রশ্ন : আরব আমিরাতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত কে?
উত্তর : আমির হাইক।
১৫. প্রশ্ন : মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূত কে?
উত্তর : আরিয়ান ইউসুফ (ব্রুনাই)।
১৬. প্রশ্ন : আবহাওয়া সূচকে ঝুঁকিপূর্ণ সবচেয়ে দেশ কোনটি?
উত্তর : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।