সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 9823 বার পঠিত

১. প্রশ্ন : হযরত ইবরাহীম (আঃ)-এর ভাতিজার নাম কী?

উত্তর : লূত (আঃ)।

২. প্রশ্ন : লূত (আঃ)-এর জন্মভুমি কোথায়?

উত্তর: ‘বাবেল’ শহরে।

৩. প্রশ্ন : তিনি তাঁর চাচা ইবরাহীম (আঃ)-এর সাথে হিজরত করে কোথায় চলে আসেন?

উত্তর : বায়তুল মুক্বাদ্দাসের অদূরে কেন‘আনে।

৪. প্রশ্ন : ‘সাদূম’ অঞ্চলটি কোথায় অবস্থিত?

উত্তর : কেন‘আন থেকে অল্প দূরে জর্ডান ও বায়তুল মুক্বাদ্দাসের মধ্যবর্তী অঞ্চল।

প্রশ্ন : ‘মু’তাফেকাহ’ অর্থ কী?

উত্তর : জনপদ উল্টানো শহরগুলি।

৫. প্রশ্ন : পবিত্র কুরআন কয়টি সূরায় লূত (আঃ) সম্পর্ক বর্ণিত হয়েছে?

উত্তর : ১৫টি সূরায়।

৬. প্রশ্ন : কয়টি আয়াতে লূত (আঃ) সম্পর্কে বর্ণিত হয়েছে?

উত্তর : ৮৭টি।

৭. প্রশ্ন : পবিত্র কুরআনে লূত আঃ)-এর জাতির কয়টি পাপের কথা উল্লেখ করা হয়েছে?

উত্তর: পবিত্র কুরআনে তাদের ৩টি প্রধান পাপ কর্মের উল্লেখ করেছে। (১) পুংমৈথন (২) রাহাজানি এবং (৩) প্রকাশ্য মজলিসে কুকর্ম করা (আনকাবূত ২৯/২৯)।

৮. প্রশ্ন : কোন নবীর বৃদ্ধ স্ত্রী আল্লাহর গযব পতিত হয়?

উত্তর : লূত (আঃ) এর স্ত্রী (হূদ ৮১; শো‘আরা ১৭১)।

৯. প্রশ্ন : সামূদ জাতিক কিভাবে ধ্বংস করা হয়েছিল?

উত্তর : একটি প্রচন্ড নিনাদ ও প্রবল বেগে ঘুর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ দ্বারা।

১০. প্রশ্ন : কওমে লূত-এর বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে কি নামে পরিচিত?

উত্তর : ‘বাহরে মাইয়েত’ বা ‘বাহরে লূত’ ‘মৃতু সাগর’ বা ‘লূত সাগর’ নামে পরিচিত।

১১. প্রশ্ন : এই অঞ্চলটির আয়তন কত?

উত্তর : আয়তন দৈর্ঘে ৭৭ কিলোমিটার (প্রায় ৫০ মাইল), প্রস্থে ১২ কি.মি. (প্রায় ৯ মাইল) গভীরতা ৪০০ মিটার (প্রায় কোয়াটার মাইল)।

১২. প্রশ্ন : লূত (আঃ)-এর পরিবার থেকে কতজন ইসলাম গ্রহণ করেছিল?

উত্তর : তাঁর দুই মেয়ে।

১৩. প্রশ্ন : কোন নবীর স্ত্রীকে আল্লাহ ক্বিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করাবেন?

উত্তর : নূহ ও লূত (আঃ)-এর স্ত্রীদের।

১৪. প্রশ্ন : হযরত ইসমাঈল (আঃ) কে ছিলেন?

উত্তর : পিতা ইবরাহীম (আঃ)-এর জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান।

১৫. প্রশ্ন : পুত্র ইসমাঈল জন্মের সময় ইবরাহীম (আঃ)-এর বয়স কত ছিল?

উত্তর : ৮৬ বছর।

১৬. প্রশ্ন : বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানীর ঘটনায় ইসমাঈলের কত বছর বয়স ছিল?

উত্তর : ১৪ বছর।

১৭. প্রশ্ন : ইসমাঈল (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনের কতটি আয়াত বর্ণিত হয়েছে?

উত্তর : ৯টি সূরায়।

১৮. প্রশ্ন : কতটি আয়াত ইসমাঈল (আঃ) সম্পর্কে বর্ণিত হয়েছে? উত্তর : ২৫টি।

১৯. প্রশ্ন : প্রথম বিশুদ্ধ আরবী ভাষী কে ছিলেন?

উত্তর : ইসমাঈল (আঃ)।

২০. প্রশ্ন : আবুল আরব (আরব জাতির পিতা) বলা হয় কাকে?

উত্তর : ইসমাঈল (আঃ)-কে।

২১. প্রশ্ন : তিনি কত বছর বয়সে ইন্তিকাল করেন?

উত্তর : ইস্রাঈলী বর্ণনানুসারে ১৩৭ বছর।

২২. প্রশ্ন : তাঁর কবর কোথায় হয়েছিল?

উত্তর : মা হাজেরার পাশে।

২৩. প্রশ্ন : ‘যবীহুল্লাহ’ বলা হয় কাকে?

উত্তর : ইসমাঈল (আঃ)-কে।

২৪. প্রশ্ন : পবিত্র কুরআনে কোন নবীকে ধৈর্যশীল সন্তান বলা হয়েছে?

উত্তর : ইসমাঈল (আঃ)-কে।

২৫. প্রশ্ন : ইসহাক্ব (আঃ) জন্মের সময় তাঁর পিতা-মাতার বয়স কত ছিল?

উত্তর : পিতা ইবরাহীম (আঃ)-এর বয়স ১০০ বছর এবং মাতা সারাহর বয়স ৯০ বছর।

২৬. প্রশ্ন : ইবরাহীম (আঃ) পুত্র ইসহাক্বকে কার সাথে বিয়ে দিয়েছিলেন?

উত্তর : রাফক্বা বিনতে বাতওয়াঈলের সাথে। কিন্তু তিনি বন্ধা ছিলেন।

২৭. প্রশ্ন : কার দো‘আয় ইসহাক্ব ও রাফক্বা সন্তান লাভ করেন?

উত্তর : পিতা ইবরাহীম (আঃ)-এর দো‘আয়।

২৮. প্রশ্ন : তাঁরা কয়টি সন্তান লাভ করেন?

উত্তর : দুটি : (১) ঈসু ও ইয়াকুব।

২৯. প্রশ্ন : তাঁদের মধ্যে কে নবী হয়েছিলেন?

উত্তর : ইয়াকুব (আঃ)।

৩০. প্রশ্ন : বনু ইস্রাঈলের হাযার হাযার নবী কার বংশধর?

উত্তর : ইয়াকুব (আঃ)-এর বংশধর।

৩১. প্রশ্ন : ইসহাক্ব কত বছর বেঁচেছিলেন?

উত্তর : ১৮০ বছর।

৩২. প্রশ্ন : ইসহাক্ব সম্পর্কে কতটি সূরার কতটি আয়াত বর্ণিত হয়েছে?

উত্তর : ১৪টি সূরার ৩৪ আয়াতে।


আরও