জানার আছে অনেক কিছু
তাওহীদের ডাক ডেস্ক
আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُواْ وَاذْكُرُواْ اللّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلَحُونَ- وَأَطِيعُواْ اللّهَ وَرَسُولَهُ وَلاَ تَنَازَعُواْ فَتَفْشَلُواْ وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُواْ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ-
‘হে মুমিনগণ, যখন তোমরা কোন দলের মুখোমুখি হও, তখন অবিচল থাক, আর আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফল হও। আর তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন’ (আনফাল ৪৫-৪৬)।
ইবনুল কাইয়েম (র.) তাঁর الفروسية গ্রন্থের সমাপনী আলোচনায় এই আয়াতদ্বয় উদ্ধৃত করে বিজয়লাভের শর্ত হিসাবে ৫টি বিষয় উল্লেখ করেছেন-
(১) الثبات বা অবিচলতা।
(২) ذكر الله বা আল্লাহর স্মরণ।
(৩) طاعة الله ورسوله বা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য।
(৪) عدم التنازع বা আপোসে ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকা, কেননা তা শক্রর হাতে অস্ত্র তুলে দেয়ার শামিল।
(৫) الصبر বা ধৈর্য, কেননা ধৈর্যশীল ব্যক্তিই বিজয়ী। রাসূল (ছাঃ) বলেছেন, ‘ধৈর্যের মাঝেই বিজয় নিহিত রয়েছে’।
অতঃপর তিনি বিজয়লাভের জন্য উক্ত ৫টি শর্তকে সমানভাবে অপরিহার্য উল্লেখ করে বলেন, ‘এই আয়াতে বর্ণিত ৫টি বিষয় একত্রিত হওয়ার পরই ছাহাবীগণ দেশে দেশে বিজয় লাভ করেছেন এবং মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন এই ৫টি বিষয়ের মধ্যে ছেদ পড়েছে এবং কোন কোন অংশ ছাড়া পড়েছে, তখন তৎসমপরিমাণে বিজয়ের হারও নেমে এসেছে’ (ইবনুল কাইয়েম, আল-ফুরুসিয়াহ, ৫০৬ পৃঃ)।