সাধারণ জ্ঞান

তাওহীদের ডাক ডেস্ক 1102 বার পঠিত

১. প্রশ্ন : ঢাকায় (OIC)-এর কততম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর : ৪৫তম।

২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইটের নাম কি?

উত্তর : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

৩. প্রশ্ন : স্যাটেলাইটটির স্টেশন কতটি ও কী কী?

উত্তর : ২টি। গাযীপুরের তালিবাবাদ ও রাঙামাটির বেতবুনিয়া।

৪. প্রশ্ন : স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি?

উত্তর : ৪০টি। এর ১৪টি ‘সি’ ব্যান্ডের এবং ২৬টি ‘কে-ইউ ব্যান্ডের।

৫. প্রশ্ন : স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কত ডিগ্রি?

উত্তর : ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে।

৬. প্রশ্ন : বর্তমানে দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?

উত্তর: ১০০টি।

৭. প্রশ্ন : অনুমোদন প্রাপ্ত নতুন দু’টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নাম কি?

উত্তর : বান্দরবান বিশ্ববিদ্যালয় ও শাহ মখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

৮. প্রশ্ন : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কী?

উত্তর : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

৯. প্রশ্ন : দেশে কতটি শ্রম আদালত রয়েছে?

উত্তর : ৭টি। যার ৩টি ঢাকায়, দু’টি চট্টগ্রামে এবং একটি করে খুলনায় ও রাজশাহীতে।

১০. প্রশ্ন : দেশের দ্বিতীয় বৃহত্তম চা নিলাম কেন্দ্র কোথায়?

উত্তর : মৌলভীবাজার যেলার শ্রীমঙ্গলে।

১১. প্রশ্ন : কোন বাংলাদেশী প্রবাসী জাপানি পদকে ভূষিত হন?

উত্তর : শিল্পী কাযী গিয়াছুদ্দীন।

১২. প্রশ্ন : কানাডার সর্বোচ্চ গবেষণা সম্মাননা ‘কানাডা রিসার্চ চেয়ার’ আওয়ার্ড লাভ করেন কে?

উত্তর : ড. মুহাম্মাদ মুজাহিদুর রহমান।

১৩. প্রশ্ন : কোন বাংলাদেশ বংশোদ্ভুত মার্কিন নাগরিক মার্কিন সিনেটর পদে বিজয়ী হন?

উত্তর : শেখ মুজাহিদুর রহমান চন্দন (কিশোরগঞ্জ)।

১৪. প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?

উত্তর : ১,৬৬৬ (মার্কিন ডলার) বা ১,৩৬,৭৮৬ টাকা।

১৫. প্রশ্ন : বিশ্বে বাংলাদেশ কততম অর্থনীতির দেশ?

উত্তর : ৪২তম।

১৬. প্রশ্ন : জ্যেষ্ঠতার বিচারে এশিয়ার বর্ষীয়ান নেতার তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান কত?

উত্তর : ৪র্থ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭০)।

সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

১. প্রশ্ন : চতুর্থবারের মত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?

উত্তর : ভ্লাদিমির পুতিন।

২. প্রশ্ন : কত তারিখে যুক্তরাষ্ট্র জেরুজালেমে আনুষ্ঠানিক মার্কিন দূতাবাস স্থানান্তর করে।

উত্তর : ১৪ই মে।

৩. প্রশ্ন : কোন দেশ তাদের একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র পুঙ্গে-ই ধ্বংস করে?

উত্তর : উত্তর কোরিয়া।

৪. প্রশ্ন : পানমুনজমে কোন দু‘টি দেশের সীমান্ত গ্রাম?

উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

৫. প্রশ্ন : মালয়েশিয়ার ৭ম প্রধানমন্ত্রী কে?

উত্তর : ‘আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মুহাম্মাদ।

৬. প্রশ্ন : স্পেনের স্বায়ত্তশাসিত প্রদেশ কাতালেনিয়ার ১৩১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?

উত্তর : কুইম তোরমা।

৭. প্রশ্ন : নিরস্ত্র ফিলিস্তিনীদের নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে কোথায় (OIC)-এর বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর : তুরস্কের আঙ্কারায়।

৮. প্রশ্ন : দ্বিতীয় দেশ হিসাবে ইসরাইলের তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে কোন দেশ?

উত্তর : মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা।

৯. প্রশ্ন : তৃতীয় দেশ হিসাবে জেরুজালেমে নিজেদের দূতাবাস উদ্বোধন করে?

উত্তর : দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে।

১০. প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীর কে?

উত্তর : পাকিস্তানী বংশোদ্ভুত সাজিদ জাভিদ।

১১. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম সেতুর নাম কী?

উত্তর : ক্রিমীয় বা কের্চ সেতু (রাশিয়া, ১৯ কি.মি.)।

১২. প্রশ্ন : Forbes-এর তথ্য মতে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?

উত্তর : সি চিন পিং (চীন)।

১৩. প্রশ্ন : বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুতকেন্দ্র কোন দেশে অবস্থিত?

উত্তর : রাশিয়ায়।

১৪. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রীর কে?

উত্তর : মাহাথির মুহাম্মাদ (মালয়েশিয়া, ৯২ বছর)।

১৫. প্রশ্ন : সামরিক বাজেটে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র (৬১,০০০) কোটি ডলার।

১৮. প্রশ্ন : বিশ্বের শীর্ষ সম্পদশালী দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র (৬২,৫৮৪) বিলিয়ন ডলার।

১৯. প্রশ্ন : রামাযান মাস চলাকালে কোন দেশের মসজিদে জাতীয় পতাকা উত্তোলন বাধ্য করা হয়?

উত্তর : চীনে। দেশাত্মবোধ জাগানোর উদ্দেশ্য।


আরও