সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 674 বার পঠিত

যেলা সংবাদ

ছাত্র সংবর্ধনা

বংশাল, ঢাকা ১৪ জুন শুক্রবার : অদ্য সকাল ৯টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে এক ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনের সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যেলা আন্দোলনের সাধারণ সম্পাদক তাসলীম সরকার সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যেলা দায়িত্বশীলবৃন্দ।

দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা ২১ জুন শুক্রবার : অদ্য সকাল ৯টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার যেলা কার্যালয় অডিটরিয়ামে এক ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মহাম্মাদ নযরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, ‘আন্দোলন’-এর যেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল মান্নান, ‘আন্দোলন’-এর যশোর যেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবার হোসাইন, ‘সোনামণি’-এর সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমান, যেলা আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারুক, ‘আন্দোলন’-এর সদর উপযেলার সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি ও মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুযাফফর রহমান, অর্থ সম্পাদক আব্দুল মালেক, বাগেরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও ‘সোনমণি’-এর আহবায়ক মাওলানা আব্দুল মালেক, যশোর যেলা যুবসংঘের সভাপতি ও সোনামণির পরিচালক আশরাফুল ইসলাম সহ যেলা আন্দোলন ও যুবসংঘের কর্ম পরিষদবৃন্দ ও সোনামণির যেলা ও উপযেলার দায়িত্বশীলবৃন্দ।

ইসলামিক সেন্টার বাঁকাল, সাতক্ষীরা ২১ জানুয়ারী শুক্রবার : অদ্য বা‘দ আছর দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়া মাদরাসা প্রাঙ্গনে ‘সোনামণি’ সাতক্ষীরা সাংগঠনিক যেলা কর্তৃক আয়োজিত ‘সোনামণি যেলা সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৩’ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি এবং ‘সোনমণি’-এর পৃষ্ঠপোষক মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন বিন আব্দুর বাছীর, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, আলহাজ্জ আব্দুর রহমান সরদার, ‘সোনামণি’-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন, ‘আন্দোলন’-এর যেলা সভাপতি ও ‘সোনামণি’-এর যেলা প্রধান উপদেষ্টা আলহাজ্জ আব্দুর মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি ও ‘সোনামণি’র উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, ‘দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়া কমপ্লেক্স’-এর ভারপ্রাপ্ত পরিচালক ও যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক ওবাইদুল্লাহ, সাতক্ষীরা যেলা পরিচালক হাফীযুর রহমান, সহ-পরিচালক অলীউর রহমান, সাইদুর রহমান, ইসরাঈল হোসেন, মুছত্বফা মাহমুদ, রাজশাহী যেলার সহ-পরিচালক মুসলিম, রাজশাহী মহানগরীর পরিচালক আতাউল্লাহ, যেলার আশাশুনি উপযেলার পরিচালক শফিউল আলম, কলারোয়া উপযেলার পরিচালক আব্দুর রহীম, তালা উপযেলার পরিচালক আবু রায়হান, সাতক্ষীরা সদর উপযেলা পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর আলম সহ যেলা ও উপযেলা আন্দোলন, যুবসংঘ ও সোনামণির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘আন্দোলন’-এর যেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারুক। পরিশেষে হাফীযুর রহমানকে পরিচালক ও অলীউর রহমান, সাইদুর রহমান, মুছত্বফা মাহমুদ এবং আব্দুর রহীমকে সহ-পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট ‘সোনামণি সাতক্ষীরা পরিচালনা পরিষদ’ ২০১৩-২০১৫ সেশনের জন্য পুনর্গঠন করা হয়।

ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোহনপুর, রাজশাহী ১৪ জুলাই রবিবার : অদ্য বা‘দ আছর ‘যুবসংঘ’-এর রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলা কর্তৃক আয়োজিত মোহনপুর আহলেহাদীছ জামে মসজিদে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুস্ত্তাকীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ১৫ জুলাই সোমবার : অদ্য বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এ্যামিরেটারস ড. এ কে এম ইয়াকুব আলী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর ড. যহুরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, রাবি ‘যুবসংঘ’-এর সভাপতি মেছবাহুল ইসলাম, সহ-সভপতি ছাদিক মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ‘যুবসংঘ’-এর সেন্ট্রাল কমিটি ও অনুষদ ভিত্তিক শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান। উল্লেখ্য যে, ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এটিই প্রথম কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠান।

সৈয়দপুর, নীলফামারী ৩১ জুলাই বুধবার : অদ্য বাদ আছর যেলার সৈয়দপুর থানাধীন শ্বাসকান্দর চেংমারীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবর হোসাইন ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মুবাল্লিগ মুহাম্মাদ শরীফুল ইসলাম। উল্লেখ্য, সংগঠনের উদ্যোগে উক্ত মসজিদে এটিই প্রথম অনুষ্ঠান। এতে উক্ত এলাকার আহলেহাদীছ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এখানে মুহাম্মাদ শহীদুল ইসলামকে সভাপতি এবং মুজাহীদকে সাধারণ সম্পাদক করে ‘যুবসংঘে’র ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করা হয়।

তাহেরপুর, রাজশাহী ২৫ জুলাই বুধবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন তাহেরপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-উত্তর যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুস্তাকীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ডা. মানছূর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম আযাদ, তাহেরপুর এলাকা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক হাফেয খোরশেদ আলম প্রমুখ।

শিবগঞ্জ, বগুড়া ৩০ জুলাই মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার শিবগঞ্জ থানাধীন নান্দুরা ঈদগাহ ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রাযযাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুর রহীম, ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ শিহাবুদ্দীন ও আটমুল দাখিল মাদারাসার সুপার মাওলানা আমীনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আবুবকর, বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্বপাদক হাবীবুর রহমান, শিবগঞ্জ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ওবাইদুর রহমান, ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রুহেল প্রমুখ।

দিনাজপুর-পশ্চিম ১ আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বিরল থানাধীন নবনির্মিত বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবর হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ডা. আব্দুল করীম, উপযেলা ‘যুবসংঘে’র সভাপতি হাফেয শফীকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফাযযল হোসাইন, দফতর সম্পাদক রাশেদুল আলম ও উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ ওছমান গণী।

নওদাপাড়া, রাজশাহী ২৫ জুলাই বুধবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে নওদাপাড়াস্থ দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরী ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আশীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এবং মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’র অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মুবাল্লিগ মুহাম্মাদ শরীফুল ইসলাম, নামোপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ২৮ জুলাই রবিবার : অদ্য বাদ আছর বংশালস্থ ‘যুবসংঘ’-এর ঢাকা যেলা কার্যালয়ে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ অহীদুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হুমায়ূন কাবীর ও ঢাবি ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মেহেদী আরীফ।

প্রশিক্ষণ

নওদাপাড়া, রাজশাহী ১৯ জুলাই শুক্রবার : অদ্য সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীতে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি ‘আহলেহাদীছ আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়’? এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেন এবং অন্যের নিকট এ দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

রাজশাহী মহানগর ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আশীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মেছবাহুল ইসলাম, রাজশাহী মহানগর ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাস,  ‘যুবসংঘ’ মারকায এলাকার সভাপতি হাফেয আসীফ রেযা, ভূগরইল শাখা সভাপতি রবীউল ইসলাম প্রমুখ।

বটতলী, জয়পুরহাট ২৫ জুলাই বুধবার : অদ্য সকাল ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে বটতলী বাজারস্থ যেলা কার্যালয়ে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও অর্থ সম্পাদক আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তোফায়েল আহমাদ, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আমীনুল ইসলাম, যেলা ‘সোনামণি’ পরিচালক মোনায়েম হোসাইন প্রমুখ।

শাখা সংবাদ

সন্তোষপুর (পূর্বপাড়া), রাজশাহী ১২ জুলাই শুক্রবার : অদ্য বা‘দ জুম‘আ সন্তোষপুর (পূর্বপাড়া) আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর শাখা পুর্নগঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহনাগরীর সাধারণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র শাখার দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ। পরিশেষে মক্ববুল হোসাইনকে সভাপতি ও শামীম রেযাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট্য সন্তোষপুর শাখা পুনর্গঠন করা হয়।

বালিয়াডাঙ্গা, পবা, রাজশাহী ১২ জুলাই শুক্রবার : অদ্য বা‘দ আছর বালিয়ডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে শাখা গঠন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহনাগরীর সাধারণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সুধীবৃন্দ। পরিশেষে মাকবুল হোসেন মুকুলকে সভাপতি ও ওয়াসিম আকরামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বালিয়াডাঙ্গা শাখা গঠন করা হয়।

পলিটেকনিক কলেজ, রাজশাহী ১৫ জুলাই সোমবার : অদ্য সকাল সাড়ে ১১টায় পলিটেকনিক কলেজ মসজিদে কলেজ শাখা গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহনাগরীর সাধারণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর দফতর সম্পাদক মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। পরিশেষে ম্যাকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মুহাম্মাদ ইসরাফিলকে সভাপতি ও মুহাম্মাদ হাশিম রেযাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট রাজশাহী পলিটেকনিক কলেজ শাখা গঠন করা হয়।



আরও