সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 781 বার পঠিত

১. প্রশ্ন : মানবজাতির আগমনের পূর্বেই কোন মসজিদের আবির্ভাব ঘঠেছিল?

উত্তর : কা‘বা শরীফ।

২. প্রশ্ন : পৃথিবীর সর্বপ্রাচীন গৃহের নাম কি?

উত্তর : বায়তুল্লাহ বা কা‘বা শরীফ।

৩. প্রশ্ন : বিশ্ব মুসলিমের কেবলা কোন মসজিদ?

উত্তর : মসজিদুল হারাম।

৪. প্রশ্ন : কার নির্দেশে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল?

উত্তর : আল্লাহর নির্দেশে।

৫. প্রশ্ন : সর্বপ্রথম কারা এই মসজিদ নির্মাণ করেছিলেন?

উত্তর : ফেরেশতাগণ।

৬. প্রশ্ন : সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত গৃহের নাম কি?

উত্তর : বায়তুল্লাহ বা কা‘বা শরীফ।

৭. প্রশ্ন : এই গৃহ কোথায় অবস্থিত?

উত্তর : বাক্কায় বা মক্কায়।

৮. প্রশ্ন : সারাবিশ্বের মানুষের জন্য হেদায়াত ও বরকতময় গৃহ কোনটি?

উত্তর : বায়তুল্লাহ।

৯. প্রশ্ন : কা‘বাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় কোন সময়ে?

উত্তর : নূহের প্লাবনের সময়ে।

১০. প্রশ্ন : কার নির্দেশে কা‘বাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়?

উত্তর : আল্লাহর নির্দেশে।

১১. প্রশ্ন : বায়তুল্লাহ শরীফে মানুষ কখন থেকে হজ্জে গমন করে আসছে?

উত্তর : ইবরাহীম (আঃ)-এর সময় থেকে।

১২. প্রশ্ন : বিশুদ্ধ বর্ণনা ও ঐতিহাসিক তথ্য মোতাবেক কা‘বা গৃহ এ পর্যন্ত কতবার নির্মিত হয়েছে?

উত্তর : ১২ বার।

১৩. প্রশ্ন : কা‘বা গৃহ দ্বিতীয়বার নির্মাণ করেন কে?

উত্তর : আদম (আঃ)।

১৪. প্রশ্ন : কা‘বা গৃহ তৃতীয়বার নির্মাণ করেন কে?

উত্তর : হযরত শীছ (আঃ)।

১৫. প্রশ্ন : গৃহটি চতুর্থবার কারা ও কার নির্দেশে নিমার্ণ করেন?

উত্তর : ইবরাহীম ও স্বীয় পুত্র ইসমাঈল (আঃ); আল্লাহর নির্দেশে।

১৬. প্রশ্ন : পঞ্চমবারে কারা এই গৃহ নির্মাণকাজ করেন?

উত্তর : আমালেকা জাতি।

১৭. প্রশ্ন : ষষ্ঠবারের মত নির্মাণ করেন কারা?

উত্তর : জুরহাম জাতি।

১৮. প্রশ্ন : কা‘বা গৃহ সপ্তমবারের মত পুনঃনির্মাণ করেন কোন ব্যক্তি?

উত্তর : কুসাই বিন ক্বিলাব।

১৯. প্রশ্ন : অষ্টমবারে পুনঃনির্মাণ করেন কারা?

উত্তর : কুরাইশ গোত্র।

২০. প্রশ্ন : নবম ও দশমবারে এই গৃহটি পুননির্মাণ করেন কে কে এবং কোন সালে?

উত্তর : আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ) (৬৫ হিঃ) ও হাজ্জাজ বিন ইউসুফ  (৭৪ হিঃ)।

২১. প্রশ্ন : কত সালে একাদশবারে কে পুনঃনির্মাণ করেন?

উত্তর : ১০৪০ হিঃ, সুলতাল মুরাদ তুর্কী।

২২. প্রশ্ন : কত সালে দ্বাদশবারে কে পুনঃনির্মাণ করেন?

উত্তর : ১৪১৭ হিঃ, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আযীয।

২৩. প্রশ্ন : কুরাইশরা কেন কা‘বাঘরের পুনঃনির্মাণ করেছিলেন?

উত্তর : মক্কায় এক ভয়াবহ বন্যায় কা‘বাঘর বিধ্বস্ত হওয়ার ফলে।

২৪. প্রশ্ন : মক্কায় কোন সময়ে ভয়াবহ বন্যা হয়েছিল?

উত্তর : রাসূল (ছাঃ)-এর নবুয়ত প্রাপ্তির ৫ বছর পূর্বে।

২৫. প্রশ্ন : কোন বাদশাহ কা‘বাঘর ধ্বংসের অভিপ্রায় নিয়ে আগমন করে?

উত্তর : বাদশাহ আবরাহা।

২৬. প্রশ্ন : বাদশাহ আবরাহা কোন জিনিস নিয়ে কা‘বা ধ্বংস করতে আসে?

উত্তর : বিরাটাকায় হস্তীবাহিনী নিয়ে।

২৭. প্রশ্ন : হিজরতের কত বছর পূর্বে কা‘বাঘর বন্যায় বিধ্বস্ত হয়?

উত্তর : ১৮ বছর পূর্বে।

২৮. প্রশ্ন : ইবরাহীম (আঃ) কর্তৃক নির্মিত বায়তুল্লাহর ভিত সর্বপ্রথম কারা হ্রাস করে নির্মাণ করেন?

উত্তর : কুরাইশরা।

২৯. প্রশ্ন : বায়তুল্লাহর ভিত কোনদিকের কতটুকু হ্রাস করা হয়েছিল?

উত্তর : উত্তর-পশ্চিম দিকে প্রায় ৩ মিটার।

৩০. প্রশ্ন : কুরাইশরা বায়তুল্লাহর হ্রাস কেন করেছিলেন?

উত্তর : এ গৃহ নির্মাণে কোন হারাম বা অবৈধ অর্থ ব্যয় না করার সিদ্ধান্তে আর্থিক ঘাটতি হওয়ার কারণে।

৩১. প্রশ্ন : বায়তুল্লাহ শরীফের প্রথম ছাদ কারা নির্মাণ করেন?

উত্তর : কুরাইশরা।

৩২. প্রশ্ন : কা‘বার দরজা মাতাফ থেকে বেশ উপরে স্থাপনের কারণ কি?

উত্তর : যাতে ইচ্ছামত কেউ সেখানে প্রবেশ করতে না পারে।

৩৩. প্রশ্ন : বায়তুল্লাহর কোন পুনঃনির্মাণে মুহাম্মাদ (ছাঃ) স্বয়ং অংশগ্রহণ করেন?

উত্তর : অষ্টমবারে কুরাইশ গোত্র কর্তৃক পুনঃনির্মাণ কাজে।

৩৪. প্রশ্ন : হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করা সংক্রান্ত বিবাদ-কলহ কোন সময়ে ঘঠে?

উত্তর : অষ্টমবারে কুরাইশ গোত্র কর্তৃক পুনঃনির্মাণ কাজে।

৩৫. প্রশ্নর : হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করা সংক্রান্ত কলহ-বিবাদ কে বিচক্ষণতার সাথে মিমাংসা করেন?

উত্তর : বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)।

৩৬. প্রশ্ন : কে ইবরাহীম (আঃ)-এর ভিত্তির উপর পুনঃনির্মাণ করতে চেয়েছিলেন?

উত্তর : বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)।

৩৭. প্রশ্ন : বায়তুল্লাহ শরীফের ইবরাহীমী ভিত্তির স্বরূপ কেমন ছিল?

উত্তর : পূর্ব ও পশ্চিমে দুটি দরজা ছিল।

৩৮. প্রশ্ন : ইবরাহীমী ভিত্তির উপর কে কত সালে বায়তুল্লাহ পুনঃনির্মাণ করেন?

উত্তর : আব্দুল্লাহ ইবনু যুবাইব (রাঃ), ৬৫ হিজরীতে।

৩৯. প্রশ্ন : উমাইয়া শাসক আব্দুল মালেক বিন মারওয়ান মক্কার গভর্ণর আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ)&-এর সাথে কখন যুদ্ধ ঘোষণা করেন এবং তা কতদিন স্থায়ী হয়?

উত্তর : ৭৩ হিজরীতে এবং একমাস।

৪০. প্রশ্ন : হাজ্জাজ বিন ইউসুফ কেন কা‘বাঘর পুনঃনির্মাণ করেন?

উত্তর : উমাইয়া শাসক আব্দুল মালেক বিন মারওয়ান ও মক্কার গভর্ণর আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ)&-এর মাঝে ভয়াবহ যুদ্ধে কা‘বাঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে।



আরও