সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 1030 বার পঠিত

১. প্রশ্ন :  দেশের প্রথম ‘যেলা বাজেট’ পায় কোন যেলা এবং কত?

উত্তর : টাঙ্গাইল; ১,৬৭৩ কোটি ৪৫ লাখ টাকা।

২. প্রশ্ন : বাংলাদেশে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট কততম অর্থ বাজেট?

উত্তর : ৪৩তম ।

৩. প্রশ্ন : ডর্নিয়ার ২২৮ এনজি কি?

উত্তর : বাংলাদেশের নৌবাহিনীতে প্রথমবারের মত সংযুক্ত সমুদ্র টহল বিমান।

৪. প্রশ্ন : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুসারে দেশের জনগণের মাথাপিছু আয় কত?

উত্তর : ৯২৩ মার্কিন ডলার।

৫. প্রশ্ন : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুসারে দেশে সাক্ষরতার হার কত?

উত্তর : ৫৭.৯%।

৬. প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?

উত্তর : ৭৩টি।

৭. প্রশ্ন : বাংলাদেশের সর্বকনিষ্ঠ স্পীকার কে?

উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।

৮. প্রশ্ন : স্পীকারকে শপথ বাক্য পাঠ করান কে?

উত্তর : রাষ্ট্রপতি।

৯. প্রশ্ন : বাংলাদেশে তৈরী দ্বিতীয় যুদ্ধজাহাজের নাম কি?

উত্তর : বানৌজা সুরমা।

১০. প্রশ্ন : বাংলাদেশের কোন ব্যাংক প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে?

উত্তর : অগ্রণী ব্যাংক লিমিটেড।

১১. প্রশ্ন : বর্তমানে দেশে মোট কতটি উপযেলা রয়েছে?

উত্তর : ৪৮৭ টি।

১২. প্রশ্ন : বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি?

উত্তর : ৩১৭ টি।

১৩. প্রশ্ন : ‘তরুয়া’ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?

উত্তর : ভোলা।

১৪. প্রশ্ন : বাংলাদেশের কতজন ব্যক্তি এভারেষ্ট জয় করেছেন?

উত্তর : ৫ জন।

১৫. প্রশ্ন : বাংলাদেশে প্রথম ইট দিয়ে নির্মিত প্রাচীন জলাধরের সন্ধান কোথায় পাওয়া গেছে?

উত্তর : দিনাজপুর যেলার ঘোড়াঘাট উপযেলার গোপালপুর গ্রামে।

১৬. প্রশ্ন : বাংলাদেশে কয় ধরনের মহিষ রয়েছে ও কি কি?

উত্তর : দু’ ধরনের। যথা (১) রিভারাইন (২) জলাভূমি।

১৭. প্রশ্ন : প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে কতটি মহিষ রয়েছে?

উত্তর : প্রায় সোয়া ১৪ লাখ।

১৮. প্রশ্ন : বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা কতটি?

উত্তর : ১০৫৬ টি।

১৯. প্রশ্ন : বাংলাদেশের সাথে কোন দেশের সাজাপ্রাপ্ত বন্দি বিনিময় চুক্তি রয়েছে?

উত্তর : ভারতের সাথে।

২০. প্রশ্ন : ‘বিএনএস সমুদ্র জয়’ কি?

উত্তর : বাংলাদেশ নৌহবাহিনীর বৃহত্তম জাহাজ।

২১. প্রশ্ন : ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার কত?

উত্তর : ২,২২, ৪৯১ কোটি টাকা।

২২. বিশ্বশান্তি রক্ষায় এ পর্যন্ত বাংলাদেশের কতজন শান্তিরক্ষী নিহত হয়েছেন?

উত্তর : ১১২ জন।

২৩. বাংলাদেশে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি?

উত্তর : বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।



আরও