সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 290 বার পঠিত
১. প্রশ্ন : আইপড কি?
উত্তর : অ্যাপলের বহনযোগ্য গান শোনার যন্ত্র।
২. প্রশ্ন : এলসিডি (Liquid Crystal Display-LCD)-এর জনক কে?
উত্তর : সুইস পদার্থবিদ মার্টিন সাউট।
৩. প্রশ্ন : বৈদ্যুতিক পাখার জনক কে?
উত্তর : স্কাইলার হুইলার (১৮৮২ সালে)।
৪. প্রশ্ন : বিশ্বের কোন দেশের লোক সবচেয়ে বেশী শরণার্থী হয়েছে?
উত্তর : আফগানিস্তান।
৫. প্রশ্ন : শরণার্থী আশ্রয় দেওয়া শীর্ষ দেশ কোনটি?
উত্তর : পাকিস্তান।
৬. প্রশ্ন : ‘তাকসিম স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর : তুরস্ক।
৭. প্রশ্ন : মোবাইল ফোন ব্যবহারকারীর স্যংখ্যায় বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
৮. প্রশ্ন : বিশ্বে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সিয়েরা লিওন।
৯. প্রশ্ন : বিশ্বের কোন দেশে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে?
উত্তর : রাশিয়া।
১০. প্রশ্ন : বর্তমানে বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর : তিয়ানহে-২ (চীন)।
১১. প্রশ্ন : সর্বাধিক বিশ্ব ঐতিহ্য রয়েছে কোন দেশে এবং কতটি?
উত্তর : ইতালিতে; ৪৯ টি ।
১২. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : অসলো (নরওয়ে)।
১৩. প্রশ্ন : হজ্জ ও উমরাহ পালনকারীদের জন্য মদীনায় কতটুকু এলাকা জুড়ে এবং কোন রোডের উপর আলাদা শহর নির্মাণ করা হবে?
উত্তর : ১.৬ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে, হিজরাহ রোডের উপর।
১৪. প্রশ্ন : সর্বাধিক শ্বেতমর্মরের শহর কোনটি?
উত্তর : তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ।
১৫. প্রশ্ন : তুর্কী বসন্তের সূচনাকাল কত?
উত্তর : ৩১শে মে ২০১৩।
১৬. প্রশ্ন : টেলিগ্রামের জন্ম কবে?
উত্তর : উনিশ শতকের মাঝামাঝি।
১৭. প্রশ্ন : বিশ্বের প্রথম কবে, কোথা থেকে কোথায় এবং কার টেলিগ্রাম পৌঁছেছিল ?
উত্তর : ১৮৪৪ সালের ২৬ মে; ওয়াশিংটন থেকে বাল্টিমোর; শ্যামুয়েল মোর্সর।
১৮. প্রশ্ন : ভারত সরকার কবে টেলিগ্রাম-পরিসেবা বন্ধ ঘোষণা করে এবং কবে শেষ টেলিগ্রাম পাঠায়?
উত্তর : বন্ধ : ১৫ জুলাই ২০১৩; প্রেরিত শেষ টেলিগ্রাম : ১৪ জুলাই ২০১৩।
১৯. প্রশ্ন : ভারতে নতুন করে চালু হওয়া টেলিগ্রাম পরিসেবার নাম কি?
উত্তর : ওয়েব বেসড টেলিগ্রাম সার্ভিস (WTS)।
২০. প্রশ্ন : পাকিস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কি?
উত্তর : মিয়া মুহাম্মাদ নওয়াজ শরীফ।
২১. পাকিস্তানের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ষষ্ঠবারের মত ভাষণ দিয়ে রেকর্ড গড়েন কে?
উত্তর : প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী।
২২. এজেন্সি বেনিন প্রেস (ABP)-কোন দেশের সংবাদ সংস্থার নাম?
উত্তর : পশ্চিম আফ্রিকার দেশ বেনিন।
২৩. গিনি বিসাউ-এর প্রধান জনগোষ্ঠীর নাম কি?
উত্তর : বালান্তি।