সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 339 বার পঠিত

যেলা সংবাদ

‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার

 ‘যেলা কার্যালয়’ উদ্বোধন

বাঁকাল ইসলামিক সেন্টার, বাঁকাল, সাতক্ষীরা ১৯ অক্টোবর শনিবার :  অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাতক্ষীরা যেলা অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগরে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ও ‘দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স’-এর প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল্লাহ আল-মামূন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফর রহমান প্রমুখ।

চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া ১ নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৮টা থেকে আছর পর্যন্ত চাঁদপুর মধ্যপাড়া সালাফিয়া জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা সাংগঠনিক যেলার উদ্যোগে এক ‘কর্মী প্রশিক্ষণ ও তাবলীগী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি এস. এম তারিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন পাবনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীন, সঊদী আরব শাখার প্রচার সম্পাদক সোহরাব হুসাইন, পাবনা যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুল কুদ্দূস, দফতর সম্পাদক আফতাবুদ্দীন, যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক গুলজার হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান মা‘রূফ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন যেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক হামিদুর রহমান।

নওদাপাড়া, সপুরা, রাজশাহী ১ নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৮.৩০ মিনিট থেকে জুম‘আ পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া মাদরাসায় ‘যুবসংঘ’ রাজশাহী মহানগরী কর্তৃক ‘গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রশিক্ষণ শিবির-২০১৩’-এর আয়োজন করা হয়। মহানগর ‘যুবসংঘ’-এর সাধারাণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগরে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশীদ আখতার, মহানগর ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মামূনুর রশীদ, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসাইন, মারকায এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আসিফ রেযাসহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করে ভূগরইল শাখা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক হাফেয আকমাল হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারকাযের ছাত্র ছোট্ট সোনামণি আশফাকুল ইসলাম। পরিশেষে উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ‘গঠনতন্ত্র’ ও ‘কর্মপদ্ধতি’ বই দু’টির উপর উক্ত গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপযেলা সংবাদ

ধুনট, বগুড়া ২৭ অক্টোবর, রবিবার : অদ্য বাদ যোহর ধুনট কান্তনগর হাফিযিয়া মাদরাসায় ‘যুবসংঘ’-এর ধুনট উপযেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আববাস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেয নজিবুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুর রাযযাক, অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহজাহান আলী প্রমুখ। পরিশেষে নয়ন হোসেনকে সভাপতি এবং মাহমূদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ধুনট উপযেলা কমিটি গঠন করা হয়।

এলাকা সংবাদ

চড়পাড়া, সোনাতলা, বগুড়া ৮ সেপ্টেম্বর রবিবার : অদ্য বাদ যোহর চড়পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর চড়পাড়া এলাকা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা ছহীমুদ্দীন গামার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুর রাযযাক। উক্ত অনুষ্ঠানের শেষে ডাঃ নযরুল ইসলাম বিন আব্দুল মুত্তালিবকে সভাপতি এবং আব্দুল মতীন বিন আব্দুছ ছামাদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট চড়পাড়া এলাকা কমিটি পুনর্গঠন করা হয়।

হাট দামনাশ, বাগমারা, রাজশাহী ২৭ সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ হাট দামনাশ আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর হাট দামনাশ এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও বাগমরা উপযেলার সভাপতি ডাঃ মুহাম্মাদ মুহসিন প্রমুখ।

হোয়াকোয়া, সোনাতলা, বগুড়া ২ অক্টোবর, বুধবার : অদ্য বাদ আছর হোয়াকোয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর  হোয়াকোয়া এলাকা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুর রাযযক-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা (পশ্চিম) সাংগনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মামূন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চড়পাড়া এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ নযরুল ইসলাম। পরিশেষে ওমর ফারুককে সভাপতি এবং হাফেয ফরীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সসদ্য বিশিষ্ট হোয়াকোয়া এলাকা কমিটি পুনর্গঠন করা হয়।

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা ৯ অক্টোবর বুধবার : অদ্য বাদ আছর সোনাবাড়িয়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সোনাবাড়িয়া এলাকা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলনা আব্দুল জাববারের সভাপতিত্বে উনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাষ্টার মুহাম্মাদ হাবীবুর রহমান প্রমুখ। পরিশেষে মুহাম্মাদ লিয়াকত হোসেনকে সভাপতি এবং হাফেয আব্দুর রহীমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট সোনাবাড়িয়া এলাকা কমিটি পুনর্গঠন করা হয়।

কাকডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা ১০ অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর বালিয়াডাঙ্গা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কাকাডাঙ্গা এলাকা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারুক, কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রবীউল হক্ব, যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মাওলানা আসাদুল্লাহ বিন মুসলিম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলান মুজাহিদুর রহমান প্রমুখ। পরিশেষে মাষ্টার মুহাম্মাদ হাবীবুর রহমানকে সভাপতি এবং মাওলানা আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কাকডাঙ্গা এলাকা পুনর্গঠন করা হয়।

বাংড়া, শেরপুর, বগুড়া ২৫ অক্টোবর, শুক্রবার : অত্র বাদ জুম‘আ বাংড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর বাংড়া এলাকা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা রফীকুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুর রাযযাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাবীবুর রহমান। পরিশেষে মামূনুর রশীদকে সভাপতি এবং ডাঃ মুস্তাফীযুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট বাংড়া এলাকা কমিটি পুনর্গঠন করা হয়।

ইসলামী সম্মেলন ২০১৩

বাগডোব, মহাদেবপুর, নওগাঁ ১ ও ২ নভেম্বর শুক্র ও শনিবার : গত ২ নভেম্বর মহাদেবপুর থানাধীন বাগডোব উচ্চবিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগডোব এলাকার উদ্যোগে দু’দিন ব্যাপী এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মুবাল্লিগ শরীফুল ইসলাম, আলহেরা শিল্পীগোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন ও মান্দা উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হুসাইন প্রমুখ।

শাখা সংবাদ

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী ১৮ সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ আছর দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রা:) জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মারকায এলাকা কর্তৃক ‘গ্রন্থপাঠ প্রতিযোগিতা-২০১৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। মারকায এলাকার সভাপতি মুহাম্মাদ আসিফ রেযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস, দফতর সম্পাদক আব্দুল বারী প্রমুখ। মুহতারাম আমীরে জামা‘আত প্রণীত ‘তিনটি মতবাদ’ ও ‘যুবসংঘ’-এর ‘গঠনতন্ত্র’ বই দু’টির উপর অুনষ্ঠিত হওয়া উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হ’ল : ১ম : আব্দুল্ল­াহ আল-মাহমূদ (৯ম শ্রেণী), ২য় : তৌফিক হাসান (আলিম ১ম বর্ষ) ও ৩য় : আব্দুল  হামীদ (আলিম ১ম বর্ষ)। এছাড়া আরো ৮ জনকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

বহরামপুর, রাজশাহী ২৭ সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ বহরামপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র শাখার ‘যুবসংঘ’-এর সভাপতি আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগরীর সাধারণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাস।

হাট মাধবনগর, বাগমারা, রাজশাহী ১৮ অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ মাগরিব হাট মাধবনগর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশে আহলেহাদীছ যুবসংঘ’-এর শাখা কর্মপরিষদ গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আহলেহাদীছ ব্যক্তিত্ব জনাব আব্দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও বাগমারা উপযেলার সভাপতি ডাঃ মুহাম্মাদ মুহসিন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র আবদুল জলীল। অনুষ্ঠান শেষে আবু বকরকে সভাপতি ও আব্দুল জলীলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট শাখা কর্ম পরিষদ গঠন করা হয়।

সারন্দী, বাগমারা, রাজশাহী ২০ অক্টোবর রবিবার : অদ্য বাদ মাগরিব সারন্দী নিশুপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশে আহলেহাদীছ যুবসংঘ’ সারন্দী নিশুপাড়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও বাগমারা উপযেলার সভাপতি ডাঃ মুহাম্মাদ মুহসিন।

হরিষার ডাইং, রাজশাহী ৩০ অক্টোবর বুধবার : অদ্য বাদ আছর হরিষার ডাইং আহলেহাদীছ জামে মসজিদে উক্ত শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মাহতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ইবাদুল্লাহ বিন আববাস।



আরও