সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 935 বার পঠিত

(মসজিদুল হারাম : পর্ব-২)

১. হাজ্জাজ বিন ইউসুফ কার নির্দেশে কা‘বাঘর পুনঃনির্মাণ করেন?

উত্তর : উমাইয়া খলীফা আব্দুল মালেক বিন মারওয়ান-এর নির্দেশে।

২. হাজ্জাজ বিন ইউসুফ কোন ভিত্তির উপর কা‘বাঘর পুনঃনির্মাণ করেন?

উত্তর : কুরাইশী ভিত্তির উপর।

৩. উমাইয়া খলীফা আব্দুল মালেক বিন মারওয়ান কুরাইশী ভিত্তির উপর কা‘বাঘর পুনঃনির্মাণ করে অনুতপ্ত হন কেন?

উত্তর : আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছটি অবগত হওয়ার কারণে।

৪. আব্দুল মালেক বিন মারওয়ান ইবরাহীমী ভিত্তির উপর পুনরায় ফিরিয়ে আনার জন্য কার নিকটে মতামত জানতে জান?

উত্তর : হযরত ইমাম মালেক (রহঃ)-এর নিকটে।

৫. বারবার কা‘বাঘর হ্রাস-বৃদ্ধি সম্পর্কে ইমাম মালেক (রহঃ) কী মন্তব্য করেছিলেন?

উত্তর : শাসকদের মর্জিমাফিক কা‘বার এই পরিবর্তন-পরিবর্ধন অব্যহত থাকলে মানুষের অন্তরে কা‘বার মর্যাদা হ্রাস পাবে। সুতরাং পরবর্তীতে কা‘বাঘর আর সম্প্রসারিত হয়নি।

৬. বর্তমানে ইবরাহীমী ভিত্তি কোন অবস্থায় আছে?

উত্তর : মৌলিক অংশটুকু একটি ছোট প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।

৭. ইবরাহীমী ভিত্তির ঘিরে রাখা মূল অংশটুকু কী নামে পরিচিত?

উত্তর : হাতীম নামে।

৮. কা‘বার সর্বশেষ ও বর্তমান ভিত্তি কে এবং কবে স্থাপন করেন?

উত্তর : তুর্কী সুলতান মুরাদ (৪র্থ); ১০৪০ হিজরী মোতাবেক ১৬৩০ খৃঃ।

৯. সুলতান মুরাদ কী কারণে পুনরায় নির্মাণ করেন?

উত্তর : এক ভয়ঙ্কর বন্যায় কা‘বাঘর প্রায় বিধ্বস্ত হওয়ার কারণে।

১০. কত বছর পর সঊদী সরকার কা‘বাঘর পুনঃনির্মাণ করেন?

উত্তর : ৩৭৫ বছর পর।

১১. সঊদী সরকার কা‘বাঘর পুনঃনির্মাণ করেন কেন?

উত্তর : (দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায়) ইমারতের অবস্থা অত্যন্তদুর্বল ও নাজুক হওয়ার কারণে।

১২. সঊদী সরকারে কোন বাদশাহর নির্দেশে ও কত সালে কা‘বাঘর পুনঃনির্মাণ করা হয়?

উত্তর : খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ ফাহদ-এর নির্দেশে; ১৯৯৬ সালে।

১৩. কা‘বাঘরের ১৯৯৬ সালে সংস্কারকর্মের তত্ত্বাবধায়ক কারা ছিল?

উত্তর : বিন লাদেন গ্রুপ।

১৪. ১৯৯৬ সালের সংস্কারকর্মটি কতদিন ধরে সম্পন্ন হয়?

উত্তর : ছয় মাস ধরে।

১৫. সারা বিশ্বের সর্বপ্রথম উপাসনালয় কোনটি?

উত্তর : কা‘বা শরীফ

১৬. কুরাইশদের নির্মিত কা‘বা গৃহের ইবরাহীমী ভিত্তির কী কী পরিবর্তন হয়েছিল?

উত্তর : (ক) কা‘বা গৃহের একটি অংশ ‘হাতীম’ কা‘বা গৃহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে (খ) ইবরাহীমী ভিত্তির দু’টি দরজা ভেঙ্গে একটি দরজা স্থাপন করা হয়েছিল (গ) সমতল ভূমি থেকে অনেক উঁচুতে গৃহ নির্মাণ করা হয়েছিল।

১৭. পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি?

উত্তর : মসজিদুল হারাম।

১৮. পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটি?

উত্তর : মসজিদে বায়তুল মুক্বাদ্দাস

১৯. মসজিদুল হারাম ও মসজিদে বায়তুল মুকাদ্দাসের নির্মাণের মধ্যে ব্যবধান কত বছর?

উত্তর : চল্লিশ বছর।

২০. ‘কা‘বা’ শব্দের শাব্দিক অর্থ কী?

উত্তর : চারকোনা।

২১. ‘কা‘বা’ নামকরণের কারণ কী?

উত্তর : চতুষ্কোণ বিশিষ্ট হওয়ায়।

২২. পবিত্র কুরআনে কোন সূরায় কতবার ‘কা‘বা’ সম্পর্কে আলোচনা করা হয়েছে?

উত্তর : সূরা মায়েদায়; দু‘বার।

২৩. পবিত্র কুরআনে ‘কা‘বা’-কে কতবার উল্লেখ করা হয়েছে?

উত্তর : কমপক্ষে ৪ (চার) বার।

২৪. পবিত্র কুরআনে বর্ণিত ‘কা‘বা শরীফ’-এর অন্যান্য নামগুলো কী?

উত্তর : বায়ত, বায়তুল আতীক, মাসজিদুল হারাম ও বায়তুল মুহাররম।

২৫. বর্গাকারে এই গৃহের দৈর্ঘ্য ও প্রস্থ কত ফুট?

উত্তর : দৈর্ঘ্য ৪২.২ ফুট (১২.৮৬ মিটার) ও প্রস্থ ৩৬.২ ফুট (১১.০৩ মিটার)।

২৬. ‘কা‘বা শরীফ’-এর উচ্চতা কত ফুট?

উত্তর : ৪৩ ফুট (১৩.১ মিটার)।

২৭. ভূমি থেকে গৃহটি কীসের উপর দাঁড়িয়ে আছে?

উত্তর : পুরু মার্বেল পাথরের বেজমেন্টের উপর।

২৮. বেজমেন্টের মার্বেল পাথর কত ইঞ্চি পুরু?

উত্তর : ১৪ ইঞ্চি।

২৯. কা‘বা গৃহের দেয়াল কী দ্বারা নির্মিত?

উত্তর : গ্রানাইট পাথর দ্বারা।

৩০. গ্রানাইট পাথরগুলো কোত্থেকে সংগৃহীত?

উত্তর : মক্কার বিভিন্ন পাহাড় থেকে।

৩১. কা‘বা গৃহের মাঝখানে কয়টি খুঁটি রয়েছে?

উত্তর : তিনটি।

৩২. খুঁটি তিনটি কিসের তৈরী?

উত্তর : উন্নতমানের মার্বেল দ্বারা।

৩৩. কা‘বা গৃহের অভ্যান্তরের খুঁটি তিনটি কী দ্বারা মোড়ানো?

উত্তর : নকশী কাঠ দ্বারা।

৩৪. কা‘বা গৃহের মেঝে কোন ধরণের পাথর দিয়ে কারুকার্য করা আছে?

উত্তর : শ্বেত পাথর দিয়ে।

৩৫. কা‘বা গৃহের দেয়ালে কোন ধরণের পাথর দিয়ে কারুকার্য করা আছে?

উত্তর : মর্মর পাথর দিয়ে।

৩৬. কা‘বা গৃহের উর্ধ্বাংশ ও ছাদ জুড়ে কীসের পর্দা ঝুলানো?

উত্তর : সবুজ রেশমী পর্দা।

৩৭. উক্ত পর্দায় কিসের কারুকার্য করা আছে?

উত্তর : রূপার তৈরী পবিত্র কুরআনের আয়াত।

৩৮. কা‘বা ঘরের কারুকার্য কেমন?

উত্তর : কা‘বা ঘরের ছাদের উপর কাঁচ দিয়ে ছোট একটি ছিদ্র রয়েছে, যা দিয়ে ভিতরে স্বাভাবিক আলো আসে। এছাড়া এ্যালুমিনিয়ামের তৈরী একটি সিড়ি রয়েছে, যার মাধ্যমে এই ছিদ্র দিয়ে ছাদে উঠতে হয়।

৩৯. কা‘বার পূর্বকোণকে কী বলা হয়?

উত্তর : রুকনে শারক্বী বা রুকনে আসওয়াদ।

৪০. রুকনে শারক্বী বা আসওয়াদ কোথায় অবস্থিত?

উত্তর : কা‘বার দরজার ঠিক ডান পার্শ্বে এবং যমযম কূপের প্রায় মুখোমুখি অবস্থানে।



আরও