সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 773 বার পঠিত

১. প্রশ্ন ‘হাওর এক্সপ্রেস’ কী?

উত্তর : ঢাকা-মোহনগঞ্জ রুটে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের নতুন আন্তঃনগর ট্রেন।

২. প্রশ্ন : কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

উত্তর : ৩.১ কি.মি (প্রস্থ ৬.৭-৯.২ মিটার)।

৩. প্রশ্ন : ‘অধিকার’ কী ধরনের সংগঠন?

উত্তর : মানবাধিকার বিষয়ক।

৪. প্রশ্ন : বাংলাদেশ কতটি নদীর উপর ফেরী সার্ভিস চালু রয়েছে?

উত্তর : ৫১টি (পন্টুন রয়েছে ১৬৩টিতে, যার মধ্যে চালু ১৩১টি)।

৫. প্রশ্ন : সরকারী খাতে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কী?

উত্তর : হরিপুর কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট।

৬. প্রশ্ন : বাংলাদেশ থেকে মৎস্য আমদানিতে শীর্ষে রয়েছে কোন্ দেশ?

উত্তর : যুক্তরাজ্য।

৭. প্রশ্ন : বর্তমান দেশে সরকারী পদের সংখ্যা কত?

উত্তর : ১৪,০৫,৫২৪ (সূত্র : জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী)।

৮. প্রশ্ন : বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম উচ্চতর ব্যবসায় প্রশাসন ডিগ্রী ‘ডক্টর অব বিজনেস এডমিনিষ্ট্রেশন’ (DBA) চালু হয়?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

৯. প্রশ্ন : ১১ সেপ্টেম্বর ২০১৩-এর কোন থানার উদ্বোধন করা হয়?

উত্তর : কাজীরহাট (মেহেন্দীগঞ্জ, বরিশাল)।

১০. প্রশ্ন : ‘পাংথুমাই জলপ্রপাত’ কোথায় অবস্থিত?

উত্তর : আহারকান্দি, ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন, গোয়াইনঘাট (সিলেট)।

১১. প্রশ্ন : আণবিক শক্তি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : বঙ্গবন্ধু নভোথিয়েটার, বিজয় সরণি (ঢাকা)।

১২. প্রশ্ন : ২৯ আগষ্ট ২০১৩ দেশের নৌবাহিনীর কোন যুদ্ধ জাহাজের কমিশনিং করা হয়?

উত্তর : বিএনএস সুরমা।

১৩. প্রশ্ন : ২০১২-২০১৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় কত?

উত্তর : ১০৪৪ মার্কিন ডলার।

১৪. প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০১৩-এ কোথায় টেলিমেডিসিন সেন্টার চালু হয়?

উত্তর : যশোর।

১৫. প্রশ্ন : পাটের ক্রোমোজোমের সংখ্যা কতটি?

উত্তর : ১৪টি।

১৬. প্রশ্ন : তোষা গোল্ডেন বা সোনালি আঁশ জাতের পাটের বৈজ্ঞানিক নাম কী?

উত্তর : করকোরাস ওলিটোরিয়াস (Corchorus oitorious) ।

১৭. প্রশ্ন : দেশী বা সাদা জাতের পাটের বৈজ্ঞানিক নাম কী?

উত্তর : করকোরাস ক্যাপসোলারিস (Corchorus capsularis)।

১৮. প্রশ্ন : বাংলাদেশের তথা বিশ্বের প্রথম জিংকসমৃদ্ধ ধানের জাত কোনটি?

উত্তর : ব্রি ৬২।

১৯. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও নিরাপত্তা বজায় রাখার জন্য কাদের দায়িত্ব দেওয়া হয়েছে?

উত্তর : বাংলাদেশ সেনাবাহিনীকে।

২০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ওয়াই সেতু কোথায় অবস্থিত হচ্ছে?

উত্তর : ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুর উপযেলার তিতাস নদীর ত্রিমোহনায়।

২১. প্রশ্ন : ‘পায়রা’ কী?

উত্তর : দক্ষিণ একীয়ার সর্ববৃহৎ সমুদ্রবন্দর (পটুয়াখালীর কলাপাড়া উপযেলার রামনাবাদ চ্যানেলে)।

২২. সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা দমনে চালু হওয়া পুলিশের নতুন ইউনিটের নাম কী?

উত্তর : পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম (পিবিসিটি)।

২৩. মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে কততম?

উত্তর : পঞ্চম তম।



আরও