সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 728 বার পঠিত

১. প্রশ্ন : ‘স্কাইপ’ (Skype) কী?

উত্তর : বিনামূল্যে ভিডিও কল, ভয়েস কল এবং এসএমএস পাঠানোর সুবিধাযুক্ত ইন্টারনেটভিত্তিক যোগাযোগ প্রযুক্তি।

২. প্রশ্ন : ‘স্কাইপ’ (Skype)-এর প্রতিষ্ঠাতা কে কে?

উত্তর :  ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকোলাস জেনস্ট্রম।

৩. প্রশ্ন : ‘স্কাইপ’ (Skype) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ২০০৩ সালের ৩০ আগষ্ট।

৪. প্রশ্ন : ওয়াই-ফাই (Wi-Fi)  কী?

উত্তর : একটি সীমিত এলাকায় ওয়্যারলেস নেটওয়ার্ক জোন তৈরী করে ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক গ্রাহককে নেট সুবিধা প্রদান করার একটি আধুনিক ব্যবস্থাই হচ্ছে ওয়াই-ফাই।

৫. প্রশ্ন : ওয়াইম্যাক্স (WiMAX) কী?

উত্তর : কম খরচে ইন্টারনেটভিত্তিক সহজলভ্য করার লক্ষ্যে সৃষ্ট বিশ্বের উচ্চগতির বিশেষ ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে ওয়াইম্যাক্স।

৬. প্রশ্ন : 3G (থ্রি জি) কী?

উত্তর : তারবিহীন মোবাইল নেটওয়ার্কের থার্ড জেনারেশনের প্রযুক্তি সেবা।

৭. প্রশ্ন :  ‘রোজিগাত’ ও ‘মালিয়া’ কোন দেশের আদিবাসী গোষ্ঠী?

উত্তর : সুদান।

৮. প্রশ্ন : মূলধনের ভিত্তিতে বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক কোন্টি?

উত্তর : ওয়েলস ফার্গো (মার্কিন যুক্তরাষ্ট্র)।

৯. প্রশ্ন : নির্মিতব্য বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কী?

উত্তর : স্কাই সিটি (চাংসা, চীন; ৮৩৮ মিটার উঁচু)।

১০. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে উঁচু বিমানবন্দর নির্মিত হচ্ছে কোথায়?

উত্তর : তিববতের সিচুয়াং প্রদেশে (উচ্চতা : ৪৪১১ মিটার; নাম দেওচেং ইয়াংডং)।

১১. প্রশ্ন : এটিএম (ATM) বা মোবাইল ফোনের সিমকার্ডকে কী বলা হয়?

উত্তর : স্মার্ট কার্ড।

১২. প্রশ্ন : মহিষের মাংস রপ্তানিতে শীর্ষ দেশ কোন্টি?

উত্তর : ভারত।

১৩. প্রশ্ন : ‘ইউরোপ-১’  (Europe-1) কী?

উত্তর : ফ্রান্সভিত্তিক রেডিও স্টেশন।

১৪. প্রশ্ন : ‘পিস আর্ক’ কী?

উত্তর : চীনা নৌবাহিনীর ভাসমান হাসপাতাল।

১৫. প্রশ্ন : ‘এরিয়া-৫১’ কী?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা বিমান ঘাঁটি (নেভাডা, যুক্তরাষ্ট্র)।

১৬. প্রশ্ন : বিশ্বের সর্বকনিষ্ঠ চিকিৎসকের নাম কী??

উত্তর : ইকবাল মুহাম্মাদ আসাদ (ফিলিস্তিন)।

১৭. প্রশ্ন : ভিকোনতাকতে (VK) কী?

উত্তর : রাশিয়ার সামাজিক যোগাযোগ সাইট।

১৮. প্রশ্ন : ‘আন-নাহদা স্কয়ার’ ও ‘রাববা আল-আদাবিয়া স্কয়ার’ কোথায় অবস্থিত?

উত্তর : মিসরে।

১৯. প্রশ্ন : ভারতের কোন্ রাজ্য ভেঙ্গে ২৯তম রাজ্য তেলেঙ্গানা সৃষ্টি করা হয়?

উত্তর : অন্ধ্র প্রদেশ।

২০. প্রশ্ন : বর্তমানে ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ কোন্টি?

উত্তর : যুক্তরাষ্ট্র; দ্বিতীয়-চীন ও তৃতীয়- ভারত।

২১. সিমিয়ান ফোমি (SM) কী?

উত্তর : একধরনের ভাইরাস।

২২. ইরানের সপ্তম ও বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

উত্তর : হাসান রূহানী।

২৩. ‘কাঁদুনে গ্যাস’ (Tear Gas) কী?

উত্তর : এক ধরনের রাসায়নিক অস্ত্র।



আরও