সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 545 বার পঠিত

প্রবাসী সংবাদ

সঊদী আরব : গত ২৭ সেপ্টেম্বর ২০১৩ রোজ শুক্রবার ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন হজ্জের উদ্দেশ্যে সঊদী আরব গমন করেন। উক্ত সফরে তিনি ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর বিভিন্ন সাংগঠনিক এলাকা সফর করেন। এছাড়া কিছু নতুন শাখাও গঠন করেন। জেদ্দায় ওছমান বিন আফফান মসজিদে ৩রা অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত এক প্রোগ্রামে যোগদান করেন। অতঃপর ২৫ অক্টোবর শুক্রবার জেদ্দার পোর্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ দিন আব্দুর রাযযাক বিন ইউসুফ দাল্লা ক্যাম্প মসজিদে, আমানুল্লাহ বিন ইসমাঈল পার্শ্ববর্তী মসজিদে এবং মুযাফফর বিন মুহসিন ইসলামিক পোর্ট মসজিদে খৎবা দান করেন। পরে ২৯ অক্টোবর মঙ্গলবার দাল্লা ক্যাম্পে পৃথক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অতঃপর ৩১ তারিখ বৃহস্পতিবার তায়েফ ইসলামিক সেন্টারের উদ্যোগে বালাদিয়া ক্যাম্পে চমৎকার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

গত ৪ঠা এবং ২৪ শে অক্টোবর জেদ্দার পার্শ্ববর্তী এলাকা ‘আসফান কনসোলিডেটেড কন্ট্রাক্টর্স কোম্পানী ক্যাম্পে’ দু’টি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানে ৪ অক্টোবর মুহিউদ্দীনকে সভাপতি, আব্দুল আউয়ালকে সহ সভাপতি এবং আবুবকরকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আন্দোলনের কমিটি গঠন করেন। ১৯ অক্টোবর শনিবার মসজিদে হারামে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম বাংলা ভাষাভাষীদের নিকট পরিচিত মুখ মাওলানা মতীউর রহমান মাদানী। তিনি হজ্জের পর ওমরা করা এবং বাংলাদেশ থেকে যাওয়া শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী ও মুযাফফর বিন মুহসিন প্রমুখ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। বক্তব্য ও লেখনির মাধ্যমে পরষ্পর পরিচিতি থাকলেও দীর্ঘদিন পর একসঙ্গে সাক্ষাৎ হওয়ায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তিনি বাংলাদেশের আহলেহাদীছদের অবস্থা, সাংগঠনিক কার্যক্রম এবং মুহতারাম আমীরে জামা‘আতের খোঁজ-খবর নেন। ঐ সময় মোবাইলের মাধ্যমে আমীরে জামা‘আতের সাথে কুশল বিনিময় করেন। তিনি দাম্মাম, জেদ্দা, মক্কা, আল-খাফযী, রিয়াদ ইত্যাদি এলাকার আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কার্যক্রম এবং দায়িত্বশীলদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন।

অতঃপর মদীনায় আগমনের পর ৬ নভেম্বর বুধবার মসজিদে নববীর পার্শেব বিন লাদেন ক্যাম্পে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুরূপ ৭ নভেম্বর বৃহস্পতিবার পার্শ্ববর্তী ‘মাযরা‘আ’ এলাকা এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আব্দুল হামীদকে সভাপতি, ওমর ফারুককে সহ-সভাপতি এবং আমীনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট মদীনা শাখার গঠন করেন। উক্ত প্রোগ্রাম সমূহে আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রিন্সিপ্যাল শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এবং ঢাকা যেলা আন্দোলনের সাবেক সভাপতি আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানীও উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দা এলাকায় শায়খ বছীর, আব্দুল্লাহিল বাকী ও মদীনায় শায়খ জাহিদ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক দায়িত্বশীল ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মক্কার আহলেহাদীছ আন্দোলনের সভাপতি হাসানসহ ইউসুফ আলী, আব্দুল মান্নান যাকীর, খোকন, তুফায়েল, ইউসুফ, ফরহাদ, শওকত; জেদ্দার সভাপতি মুহাম্মাদ সাঈদসহ নিযামুদ্দীন, ছাদিক, সিরাজুল ইসলাম, মাহদী, রাশেদুল ইসলাম, মুহাম্মাদ বাশার, তাহের, মনীর, আল-আমীন, মীযান; আসফান এলাকার সভাপতি মুহিউদ্দীনসহ আব্দুল আওয়াল, আবুবকর, নূরুল ইসলাম; মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেয আব্দুল মতিনসহ, মুকাররম, গোলাম কিবরিয়া, শাহাদত, আবু সাঈদসহ আরো দায়িত্বশীলদের প্রচেষ্টা, ভালবাসা ও আন্তরিকতা  কখনো ভুলার নয় বরে মন্তব্য করেন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

যেলা সংবাদ

শিংগোয়, শরিষাবাড়ী, জামালপুর ১৯ অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর শিংগোয়া দ্বিতল আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর জামালপুর (দক্ষিণ) সাংগঠনিক যেলা গঠন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কামারুযযামান বিন আব্দুল বারী। পরিশেষে মাওলানা মুহাম্মাদ যাকির হোসেনকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুশ শুকূরকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট জামালপুর (দক্ষিণ) সাংগঠনিক যেলা গঠন করা হয়।

এলাকা সংবাদ

দক্ষিণনূর পুর, দুপচাচিয়া, বগুড়া ৫ নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ যোহর  দক্ষিণনূর পুর আহলেহাদীছ জামে মসজিদে এলাকা গঠন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপযেল ‘যুবসংঘ’-এর সমাজকল্যাণ সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল আযীয। পরিশেষে ফারূককে সভাপতি ও আব্দুল লতীফকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট দক্ষিননূর পুর এলাকা কমিটি গঠন করা হয়।

আশুঞ্জা বানিয়াদিঘী, দুপচাচিয়া, বগুড়া ৭ নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর আশুঞ্জা বানিয়াদিঘী আহলেহাদীছ জামে মসজিদে আশুঞ্জা বানিয়াদিঘী ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর এলাকা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপচাচিয়া উপযেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল আযীয। পরিশেষে আবু সাঈদকে সভাপতি ও সাদ্দামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আশুঞ্জা বানিয়াদিঘী এলাকা কমিটি গঠন করা হয়।

পাল্লাপাড়া, দুপচাচিয়, বগুড়া ৮ নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ পাল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পাল্লাপাড়া এলাকা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুপচাচিয়া উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি রহমাতুল্লাহ। সাইম হোসেনকে সভাপতি ও মুনছূর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট পাল্লাপাড়া এলাকা কমিটি গঠন করা হয়।

মাজিন্দা, দুপচাচিয়া, বগুড়া ৯ নভেম্বর শনিবার : অদ্য বাদ যোহর মাজিন্দা আহলেহাদীছ জামে মসজিদে মাজিন্দা এলাকা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক হারুনুর রশীদ। পরিশেষে আমীনুল ইসলাম শামীমকে সভাপতি এবং ইমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট মাজিন্দা এলাকা গঠন করা হয়।

সাটিরপাড়া, নরসিংদী ১০ নভেম্বর রবীবার : অদ্য বাদ মাগরিব সাটিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর পৌর এলাকা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শরীফুদ্দীন ভুঁইয়া, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ বিন ইসহাক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, ‘সোনামণি’-এর যেলা পরিচালক আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাক্ব। পরিশেষে তায়জুল ইসলামকে সভাপতি ও ওমর শরীফকে সাধারণ সম্পাদক করে নরসিংদী সাটিপাড়া পৌর এলাকা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, এটিই নরসিংদী শহরে কোন আহলেহাদীছ সাংগঠনিক এলাকা প্রথম গঠিত হল। যার সদস্য সবাই কনভার্টেট আহলেহাদীছ।

কোলগ্রাম, মাল্লাপাড়া, দুপচাচিয়া বগুড়া ১০ নভেম্বর রবীবার : অদ্য বাদ যোহর কোলগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এলাকা কমিটি গঠন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপযেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুছ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল আযীয। পরিশেষে আব্দুছ ছবুরকে সভাপাত ও সানাউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কোলগ্রাম এলাকা কমিটি গঠন করা হয়।

শাখা সংবাদ

বাউসা, হেদাতীপাড়, বাঘা, রাজশাহী ১২ নভেম্বর রোজ মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব হেদাতীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফেয হাসিবুল ইসলাম, রাজশাহী দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মনীরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ৭জন নতুন ভাই আহলেহাদীছ হন।

কোলগ্রাম, তুংদাড়িয়া, দুপচাচিয়া, বগুড়া ১৩ নভেম্বর বুধবার : অদ্য বাদ যোহর কোলগ্রাম তুংদাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে শাখা গঠনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপচাচিয়া উপযেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক আব্দুছ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি রহমাতুল্লাহ। আসাদুল ইসলামকে সভাপতি ও নযরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট তুংদাড়িয়া শাখা গঠন করা হয়।

পাঁচখুপি, দুপচাচিয়া, বগুড়া ১৪ নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর পাঁচখুপি আহলেহাদীছ জামে মসজিদে শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপচাচিয়া উপযেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল আযীয। পরিশেষে আব্দুল আযীযকে সভাপতি ও মীযানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পাঁচখুপি শাখা গঠন করা হয়।

পন্ডিম দৌলতপুর, বাগমারা, রাজশাহী ১৫ নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব পন্ডিম দৌলতপুর পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর শাখা কর্মপরিষদ গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব আলহাজ্জ পিয়ারবক্স-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও বাগমারা উপযেলার সভাপতি ডাঃ মুহাম্মাদ মুহসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কর্মী হাফেয শহীদুল ইসলাম। জাগরণী পেশ করেন ইসমাঈল। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ ইবরাহীমকে সভাপতি ও আব্দুর হান্নানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট শাখা কর্মপরিষদ গঠন করা হয়।

লক্ষ্মীকোলা, দৌলতপুর, কুষ্টিয়া (পন্ডিম) ১৫ নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ লক্ষ্মীকোলা আহলেহাদীছ জামে মসজিদে লক্ষ্মীকোলা ‘যুবসংঘ’-এর শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র শাখার আহবায়ক ইফতেখার মাহমূদ সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক ও ‘সোনামণি’-এর পরিচালক আব্দুল্লাহ আল-মামুন। পরিশেষ ইফতেখার মাহমূদ সুমনকে সভাপতি এবং রহিদুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীকোলা শাখা গঠন করা হয়।

পাঁচদোনা, নরসিংদী ২২ নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ নরসিংদী সাংগঠনিক যেলা কর্তৃক এক ‘কর্মী ও সুধী সমাবেশ’-এর আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে যুবসমাজকে আল্লাহর অকাট্য বিধান তথা পবিত্র কুরআন ও ছহীহ অাঁকড়ে ধরতে ‘যুবসংঘ’-এর পতাকাতলে আশ্রয় নেওয়ার উদাত্ত আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমীন উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ শাহীনসহ মাহফূযুল ইসলাম, শরীফুদ্দীন ভূইয়াঁ, আমীর হামযা, আব্দুল্লাহ আল-মামুন, হাফেয অহিদুর রহমান ও মাওলানা আব্দুল ক্বাইয়ূম, হাফেয শরীফুল ইসলাম, আব্দুল বারী, লোকমান হাসান, আব্দুল খাবীর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাহদী হাসান ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন।

রামচন্দ্রপুর, মুকামতলা, শিবগঞ্জ, বগুড়া ২২ নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রামচন্দ্রপুর আহলেহাদীছ জামে মসজিদে শাখা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিবগঞ্জ উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা আব্দুল ওয়ারেছর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুর রাযযাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, শিবগঞ্জ উপযেলার ধামাহার এলাকা‘ যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক্ব প্রমুখ। পরিশেষে আব্দুল রাববী হাসান মিজুকে সভাপতি ও আতীকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট রামচন্দ্রপুর শাখা কমিটি গঠন করা হয়।



আরও