সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 989 বার পঠিত
১. প্রশ্ন ‘মহার্ঘ ভাতা’ কী?
উত্তর : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয়, তাই ‘মহার্ঘ ভাতা’।
২. প্রশ্ন : দেশে প্রথম ‘অস্থিমজ্জা প্রতিস্থাপন’ ইউনিট কোথায় যাত্র শুরু করে?
উত্তর : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
৩. প্রশ্ন : কোন্ দেশের একটি গ্রামের নাম ‘রূপসী বাংলা’?
উত্তর : আইভরি কোস্ট।
৪. প্রশ্ন : বর্তমান দেশে মোট কতটি বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে?
উত্তর : ৬৫টি।
৫. প্রশ্ন : বাংলাদেশে প্রথম ‘টাকা জাদুঘর’ কোথায় অবস্থিত হয়েছে?
উত্তর : বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (মিরপুর-২)-এ।
৬. প্রশ্ন : টাকা জাদুঘরের প্রবেশপথের দেয়ালে কী স্থাপন করা হয়েছে?
উত্তর : একটি কৃত্রিম টাকার গাছ।
৭. প্রশ্ন : দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : রূপপুর, পাবনা।
৮. প্রশ্ন : ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা কতটুকু স্বাধীন?
উত্তর : আংশিক।
৯. প্রশ্ন : বিশ্ব জনসংখ্যা জরিপে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম।
১০. প্রশ্ন : সম্প্রতি 3G নেটওয়ার্ক প্রথম চালু করেছে কোন্ বেসরকারী অপারেটর?
উত্তর : রবি।
১১. প্রশ্ন : দেশে মোট কোন্ কোন্ বেসরকারী মোবাইল অপারেটর 3G নেটওয়ার্ক চালু করেছে?
উত্তর : রবি, গ্রামীণফোন, ইয়ারটেল, ও বাংলালিংক।
১২. প্রশ্ন : সুন্দরবনের অবস্থান কোথায়?
উত্তর : গঙ্গা ও ব্রক্ষ্মপুত্রের মোহনায় এবং বাংলাদেশ ও ভারতের পন্ডিমবঙ্গ জুড়ে বিস্তৃত সুন্দরবন।
১৩. প্রশ্ন : বাংলায় ‘সুন্দরবন’-এর আক্ষরিক অর্থ কী?
উত্তর : ‘সুন্দর জঙ্গল’ বা ‘সুন্দর বনভূমি’।
১৪. প্রশ্ন : ২০০৪ সালের বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে মোট কতটি বাঘ আছে?
উত্তর : ৪৪০টি।
১৫. প্রশ্ন : ‘পাগ মার্ক’ কী?
উত্তর : পায়ের ছাপ গণনার মাধ্যমে পরিচালিত বাঘশুমারি।
১৬. প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার কোন্টি?
উত্তর : মেয়র মোহাম্মাদ হানিফ ফ্লাইওভার।
১৭. প্রশ্ন : রাজনীতিতে নারীদের ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম।
১৮. প্রশ্ন : জাতীয় সংসদে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩’ কবে পাস হয়?
উত্তর : ১৮ সেপ্টেম্বর ২০১৩।
১৯. প্রশ্ন : দেশে অনুমোদিত প্রথম থানা কোনটি?
উত্তর : পাবনা যেলার আমিনপুর।
২০. প্রশ্ন : নিরস্ত্রীকরণে দক্ষিণ এশিয়ার প্রথিকৃৎ কোন্ দেশ?
উত্তর : বাংলাদেশ।
২১. প্রশ্ন : দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিমণ কোন্ বিভাগে এবং কত?
উত্তর : বরিশাল বিভাগে; ০.১৮%।
২২. প্রশ্ন : ‘ম্যাগনেটাইট’ কী?
উত্তর : চুম্বকজাতীয় একটি খনিজ পদার্থ, যার মধ্যে ‘আয়রন ডাই-অক্সাইড’ থাকে।
২৩. বাংলাদেশে প্রথম লোহার খনি কোথায় পাওয়া গেছে?
উত্তর : দিনাজপুরের হাকিমপুর উপযেলার আলীহাট ইউনিয়নের মশিদপুর গ্রামে।