সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী)

তাওহীদের ডাক ডেস্ক 729 বার পঠিত

১. প্রশ্ন : ‘iPad Air’ কী?

উত্তর : অ্যাপলের সর্বশেষ ট্যাবলেট কম্পিউটার।

২. প্রশ্ন : ইন্টারনেটের সর্বোচ্চ গতির দেশ কোন্টি?

উত্তর :  হংকং; দ্বিতীয় দক্ষিণ কোরিয়া।

৩. প্রশ্ন : বিশ্বের বিস্তীর্ণ উচ্চগতি সম্পন্ন রেলপথের শীর্ষ দেশ কোন্টি?

উত্তর : চীন; দ্বিতীয় স্পেন।

৪. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের অর্থবছরের সময়কাল কত?

উত্তর : ১ অক্টোবর-৩০ সেপ্টেম্বর।

৫. প্রশ্ন : মিসরের ‘মুসলিম ব্রাদারহুড’ পরিচালিত পত্রিকার নাম কী?

উত্তর : দৈনিক ফ্রিডম অ্যান্ড জাস্টিস।

৬. প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র স্থল সীমান্তের নাম কী?

উত্তর : ওয়াগা সীমান্ত।

৭. প্রশ্ন : বিশ্বে স্থলসীমান্ত বেষ্টিত স্বাধীন দেশ কতটি?

উত্তর : ৪৫টি।

৮. প্রশ্ন : ২০১৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যা কত?

উত্তর : ১৩; ১২ জন ব্যক্তি ও ১টি সংস্থা।

৯. প্রশ্ন : ম্যালেরিয়ার জন্য উদ্ভাবিত বিশ্বের প্রথম ভ্যাকসিনের নাম কী?

উত্তর : আর.টি.এস.এস।

১০. প্রশ্ন : রাশিয়ার টেলিকম সেবাদান প্রতিষ্ঠানটি যে ‘সার্চ ইঞ্জিন’ চালু করতে যাচ্ছে, তার নাম কী?

উত্তর : স্পুটনিক।

১১. প্রশ্ন : বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ যন্ত্রমানবের নাম কী?

উত্তর : মিট ফ্রাঙ্ক।

১২. প্রশ্ন : সার্কের মহাসচিব কিভাবে নিয়োগ হয়ে থাকে?

উত্তর : সার্কভুক্ত দেশগুলোর প্রত্যেকের নামের আদ্যক্ষর অনুযায়ী।

১৩. প্রশ্ন : বৈশ্বিক বাণিজ্যিক লেনদেনে শীর্ষে কোন্ মুদ্রা?

উত্তর : মার্কিন ডলার।

১৪. প্রশ্ন : বিশ্বে সবার্ধিক ক্ষুধার্ত মানুষের দেশ কোন্টি?

উত্তর : ইরিত্রিয়া।

১৫. প্রশ্ন : মেয়েদের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় কোন্ দেশ খুলতে চলেছে?

উত্তর : সঊদী আরব।

১৬. প্রশ্ন : প্রক্রিয়াধীন মেয়েদের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের নাম কী?

উত্তর : প্রিন্সেস নোরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি (পিএনএইউ)।

১৭. প্রশ্ন : প্রথমবারের মত ‘ইহুদী নোবেল’ প্রদত্ত্ব সংগঠনের নাম কী?

উত্তর : দ্য জেনেসিস প্রাইজ ফাউ--শন।

১৮. প্রশ্ন : ‘ইহুদী নোবেল’ কিসের জন্য প্রদান করা হবে?

উত্তর : মানবতার সেবায় অবদান রাখার জন্য।

১৯. প্রশ্ন : বর্তমান বিশ্বে ‘ব্যক্তিগত ইন্টারনেট’ ব্যবহারের স্বাধীনতার দিক থেকে সর্বশীর্ষ ও সর্বনিমণ দেশ কোন্টি?

উত্তর : সর্বশীর্ষ : আইসল্যা-; সর্বনিমণ চীন, কিউবা ও ইরান।

২০. প্রশ্ন : ‘ওয়াক ফ্রি ফাউ--শন’ (ডবিস্নউএফএফ) কী?

উত্তর : অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা।।

২১. প্রশ্ন : ‘ওয়াক ফ্রি ফাউ--শন’ (ডবিস্নউএফএফ)-এর কাজ কী?

উত্তর : বৈশ্বিক দাসত্বের পরিমাণ নির্ধারণ।

২২. জনসংখ্যা অনুপাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ দাসত্ব পরিবেশে বাস করে কোন্ দেশে?

উত্তর : পন্ডিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়।

২৩. প্রশ্ন ‘স্বস্তি পরিষদ’ (Security Council) কী?

উত্তর : জাতিসংঘের ৬টি অঙ্গসংস্থার মধ্যে অন্যতম একটি (‘নিরাপত্তা পরিষদ’-এর অপর নাম)।



আরও