কবিতা
তাওহীদের ডাক ডেস্ক
আহলেহাদীছদের ভালবাসি
-মুহাম্মাদ শহীদুল্লাহ
৮ম শ্রেণী, নওদাপাড়া মাদরাসা
আমি সবুজ সুফলা দেশকে ভালবাসি
আমি আমার মাকে ভালবাসি
আমি বাংলাদেশকে ভালবাসি
তার চেয়ে আল্লাহকে বেশি ভালবাসি।
আল্লাহকে ভালবেসে কুরআন হাদীছ পড়ি,
কুরআন হাদীছ পড়ে রাসূল (ছাঃ)-কে ভালবাসি
কুরআন হাদীছকে ভালবেসে আল্লাহর পথে চলি।
আল্লাহকে ভালবেসে মনে পায় হিম্মত।
সত্যের পথের পথিক আমি
সকল বাধা বন্ধনকে করি আমি ছিন্ন।
আমি মানি না কোন কথা আল্লাহর বিধান ছাড়া
আমি ঈমানের শক্তি দিয়ে বলে উঠি
নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
মোরা অহি-র বিধান পাব কোথায়
আহলেহাদীছ ছাড়া।
আহলেহাদীছরা মানে না কোন বিধান
অহি-র বিধান ছাড়া
আমরা জান্নাতের আশায় সদায়
দাওয়াত ও জিহাদে আছি প্রস্ত্তত।
মোরা আহলেহাদীছ, আল্লাহকে ছাড়া কাউকে মানি না,
করি না কারো কুর্নিশ।
অহি-র বিধান মানতে মোরা সত্যের পথে চলি
জান্নাত পাওয়ার আশায় মোরা আহলেহাদীছ করি।
মোরা আহলেহাদীছ, মিথ্যাকে দেয় না কোন প্রশ্রয়।
মোরা আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়।
বাংলার সকল যুবকেরা আহলেহাদীছে আয়,
তবেই তোরা ধরতে পারবি জান্নাতের পথ ভাই।
আল্লাহ তুমি আহলেহাদীছদের কবুল কর
ওগো দয়াময়।
-----০-----
শান্তির সন্ধানে
-আব্দুল্লাহ আল-মাহমূদ
দশম শ্রেণী, নওদাপাড়া মাদরাসা
চারিদিকে একি দেখি আজ
শান্তির পথে কে ফেলেছে বাজ?
চারিদিকে কেন আজ অশান্তি প্রতিষ্ঠার সাজ
কিভাবে হয়েছে এমন দুঃসাহসী কাজ?
ইতিহাস করি অবলোকন
কিভাবে হয়েছিল শান্তির আগমন
শোন, কিভাবে হয়েছিল জুলুমের পতন
জাহেলী যুগ চলছিল তখন
দূর করার জন্য জাহেলিয়াতের আসন
গড়ে উঠল প্রথম কল্যাণকামী সংগঠন (হিলফুল ফুযূল)
মস্তিষ্ক প্রসূত চিন্তা ও নীতিমালা পেল স্থান
দূর করা গেল না অশান্তির বান
প্রায় দু’যুগ পর নাযিল হল আল-কুরআন
অশান্তি দূরীকরণে আল্লাহ প্রদত্ত বিধান
হ’ল শান্তির আগমন
ফিরে পেল মানবতা তাদের প্রাণ
শুরু হ’ল জাহেলিয়াতের অবসান!!
কিন্তু কেন আবার অশান্তি দখল করল সেই স্থান?
ইতিহাস কর পর্যবেক্ষণ
অশ্রুতে ভরে আসবে দু’নয়ন
আল্লাহর বিধান বাদ দিলেন যখন মুসলিম শাসকগণ
পুনরায় শুরু হল শান্তির পতন
নিজ চিন্তা প্রসূত বিধান পেল আসন
অশান্তি দখল করল শান্তির আসন
বহুবার মানবরচিত বিধান করা হয়েছে প্রয়োগ
বহুবছর হয়েছে বিয়োগ
কিন্তু শান্তি ব্যতীত সব কিছু হয়েছে যোগ
সুতরাং নয় কোন তন্ত্র-মন্ত্র
নয় আব্রাহাম লিংকনের গণতন্ত্র
নয় ধর্মনিরপেক্ষাতাবাদ, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র
বরং হে মুসলমান!
অনুসরণ কর আল্লাহ প্রদত্ত সংবিধান
কুরআন ও ছহীহ হাদীছের চূড়ান্ত বিধান
শান্তি দখল করবে অশান্তির আসন
------০------
হরতালের নিষ্ঠুরতা
-এস. এম. হাফীযুর রহমান
মানিকহার, সাতক্ষীরা
করছে যারা পিকেটারী
করছে যে ভাই বাড়াবাড়ি,
মরছে মানুষ, ভাঙ্গছে বাড়ি
দিচ্ছে আগুন পুড়ছে গাড়ি,
কাটছে গাছ, ভাঙ্গছে বাস
বাংলার এ মৃত্যুপুরিতে জীবন এখন পুঁটিমাছ
ইট-পাটকেল ছুড়া-ছুড়ি
রক্ষা পায় না বুড়া-বুড়ি
ঘাতকের ছোড়া ককটেল বোমায়
ছোট্ট শিশুটি জীবন হারায়,
রক্ত নিয়ে খেলছে হলি
নিরীহ মানুষ হচ্ছে বলি
প্রতিপক্ষের রগ কেটে ওরা
সবাই যেন আনন্দে মাতে।
সংঘাতে মরছে মানুষ ক্ষমতার তরে আজি
নেতা বলে, মারলে শহীদ, বাঁচলে গাজী
আমি বলি, ওরে পাজি
এভাবে আর কত করবে অশান্তির কারসাজি?
ক্ষমতার লোভ ছাড়ো
অহি-র বিধান ধরো,
হুকুমত নয়, তাওহীদ প্রতিষ্ঠায়
যদি জীবন চলে যায়
প্রকৃত শহীদ একেই বলি
সন্দেহ যে নাই।
-----০-----