‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
তাওহীদের ডাক ডেস্ক
যেলা সংবাদ
কালাই উপযেলা, জয়পুরহাট ১৫ নভেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১০.০০ টায় কালাই বাজার সংলগ্ন এন.সি.ডি.পি অফিসে কালাই উপযেলা কমিটি গঠন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মুস্তাক আহমাদ সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’ এর সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নাজমুল হক্ব, যেলা ‘সোনামণি’-এর পরিচালক মুহাম্মাদ মোনায়েম হোসেন। পরিশেষে মুস্তাক আহমাদ সারোয়ারকে সভাপতি এবং আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কালাই উপযেলা কমিটি গঠন করা হয়।
দৌলতখালি, কুষ্টিয়া ১৭ নভেম্বর রবিবার : অদ্য বাদ আছর দৌলতখালি পূর্ব বাজারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক শাখা গঠন উপলক্ষে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মাওলানা নযরুল ইসলামের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল গাফফার। পরিশেষে আশীকুর রহমানকে সভাপতি স্বপন এবং আহসান হাবীবকে সাধারণ সম্পাদক করে দৌলতখালি পূর্ব বাজারপাড়া শাখা গঠন করা হয়।
গড়বাড়িয়া, কুষ্টিয়া ৬ ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব গড়বাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে এক শাখা পুনর্গঠন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আলহাজ্জ নাজমুল হক মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল গাফফার, যেলা ‘সোনামণি’-এর পরিচালক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। পরিশেষে দেলোওয়ার হোসাইনকে সভাপতি এবং ইমাদুল ইসলামকে সেক্রেটারী করে ৯ সদস্য বিশিষ্ট উক্ত শাখা গঠন করা হয়।
সোনাপুর, পাঁচবিবি, জয়পুরহাট, ২৪ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে পাঁচবিবি উপযেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলার প্রচার সম্পাদক মুস্তাক আহমাদ সারোয়ার। পরিশেষে আব্দুর রহমানকে সভাপতি এবং আব্দুন নূর (রকি)-কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট পাঁচবিবি উপযেলা কমিটি গঠন করা হয়।
সাইধারা, বাগমারা, রাজশাহী ২৪ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব সাইধারা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ও লালইচ আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ (উত্তর)’-এর সহ-সভাপতি ও বাগমারা উপযেলার সভাপতি ডাঃ মুহাম্মাদ মুহসিন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র ওমর ফারুক।
সমসপুর, বাগমারা, রাজশাহী ২৫ জানুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব সমসপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন ও যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি জনাব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন (দক্ষিণ)’-এর সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, বাগমারা উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মাওলানা যিল্লুর রহমান ও সমসপুর হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হেলালুদ্দীন।
কমর গ্রাম, জয়পুরহাট, ১৭ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কমরগ্রাম পূর্বপাড়া আহলেহাদীছ ওয়াক্তিয়া মসজিদে ইসলামী জলসা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব রবীউল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, যেলা ‘আন্দোলন’-এর সাবেক সেক্রেটারী অধ্যাপক আবুল কালাম আযাদ, দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব আকন্দ প্রমুখ। পরিশেষে এন্তাজুল আকন্দকে সভাপতি এবং আব্দুল আউয়ালকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমরগ্রাম পূর্ব পাড়া শাখা গঠন করা হয়।
মচমঈল, বাগমারা, রাজশাহী ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর সৈয়দপুর-মচমঈল মহিলা কলেজ মাঠে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মচমঈল এলাকার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন (দক্ষিণ)’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘ সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ (উত্তর)’-এর সভাপতি মুহাম্মাদ মুস্তাক্বীম আহমাদ ও বাগমারা উপযেলার সাধারণ সম্পাদক মাওলানা যিল্লুর রহমান। সম্মেলনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন ও দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মুবাল্লিগ শরীফুল ইসলাম মাদানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ হেলালুদ্দীন প্রমুখ। ইসলামী জাগরণী পেশ করে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর হিফয বিভাগের ছাত্র আব্দুল হাসীব।
ছাত্র সমাবেশ
কোরপাই, কুমিল্লা ২৫ জানুয়ারী শনিবার : অদ্য সকাল ১১ টায় কোরপাই কাকিয়ারচর ইসলামিয়া সিনিয়ার ফাযিল মাদরাসায় এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাধারাণ সম্পাদক আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম সহ কোরপাই এলাকা এবং কোরপাই মাদরাসা শাখার ছাত্র ও কর্মীবৃন্দ।
গাইবান্ধা সদর, গাইবান্ধা ২১ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর গাইবান্ধা সদরে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন পলাশবাড়ী উপযেলা সভাপতি আশীকুর রহমান, গাইবান্ধা পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, গাইবান্ধা সদর উপযেলার আহবায়ক ও ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার কর্মকর্তা মুস্তাফীযুর রহমান, মুহাম্মাদ রনী ও মুস্তাকসহ প্রমুখ। উল্লেখ্য যে, গাইবান্ধা সদর উপযেলা অনুষ্ঠিত হওয়া এটিই প্রথম প্রোগ্রাম।
মৃত্যু সংবাদ
গত ২৫ জানুয়ারী রাত ৮.৩০ মিনিটে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর জয়পুরহাটে যেলার সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক আবু হাসান (২৬)-কে জবাই করে তাঁর মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন)।
ঘটনা সূত্রে জানা যায়, সদর থানার অন্তর্গত পালিকাদোয়া গ্রামের মোঃ আবু হাসান, পিতা মৃত হাফিযুর রহমানকে ঐ গ্রামের অদূরে ঈদগাহ মাঠের পার্শ্বে আলুর জমিতে রাত প্রায় সাড়ে আটটায় হত্যা করে। গাড়িতে জ্বালানী ওঠানোর জন্য সন্ধ্যার পর জয়পুরহাট শহরে তেলের পাম্পে যায় এবং কিছুক্ষণ পরই তেল উঠিয়ে বাসার দিকে বাড়ী আসার পথে আটকিয়ে জবাই করে এবং সঙ্গে থাকা ব্যবহৃত মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। সে চৌমুহনী বাজারে হার্ডওয়ারের ব্যবসা করত। কী কারণে কারা হত্যা করতে পারে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। রাতেই পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।
পরের দিন পারিবারিক কবরস্থানে বিকাল ৪.০০ ঘটিকার সময় স্থানীয় বানিয়াপাড়া মাদরাসার শিক্ষক মাওলানা আবু তালেবের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন যেলা আন্দোলনের সভাপতি আলহাজ্ব মাহফূযুর রহমান, আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান মুহাম্মদ শফীকুল ইসলাম, যেলা যুবসংঘের সাবেক সভাপতি ও সাংবাদিক মুহাম্মদ আমীনুল ইসলাম, বর্তমান সভাপতি মুহাম্মদ আবুল কালাম, বানিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ সাঈদুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম রাববানী ও যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর কর্মীরাসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ।
মৃত্যুকালে সে স্ত্রী, ১ বছরের ছেলে, মা ও ১ বোন রেখে যান। আমরা দো’আ করি আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রবাসী সংবাদ
মালদ্বীপ : গত ৩১ ডিসেম্বর ২০১৩ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মালদ্বীপ গমন করেন। ‘আহলেহাদীছ আন্দোলন মালদ্বীপ’ শাখার উদ্যোগে মালদ্বীপ রাজধানীর মালে ‘শিহাবুদ্দীন স্কুল’ মিলনায়তনে আয়োজিত ২ ও ৩ জানুয়ারী দুই দিনব্যাপী এক ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মালদ্বীপ শাখার সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ও পীস টিভি বাংলার আলোচক মুযাফফর বিন মুহসিন। প্রধান অতিথি ১ম দিন ‘বিশুদ্ধ আক্বীদা’র উপর ভাষণ দান করেন। দ্বিতীয় দিন তিনি ভাষণ দান করে ‘জাল ও যঈফ হাদীছের কুপ্রভাব’ বিষয়ে। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ‘হুলহুমালে’ দ্বীপের শাখা মসজিদের ইমাম ফায়যুল্লাহ, শাখার উপদেষ্টা হাফেয শফীক, বেলালুদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলাম বিপ্লব। তত্ত্ববধানে ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ হাশেম, নূরুল আমীন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা ফায়ছাল আহমাদ, যুয়েল, আফযাল প্রমুখ।
উক্ত সম্মেলন ছাড়াও কেন্দ্রীয় সভাপতি আরো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ১লা জানুয়ারী হুলহুমালে দ্বীপের কেন্দ্রীয় মসজিদে আছর ছালাত আদায় করেন এবং পার্শ্ববর্তী এক শাখা মসজিদে বাদ মাগরিব সুধী সমাবেশে বক্তব্য পেশ করেন। ৩রা জানুয়ারী রোজ শুক্রবার সাংগঠনিক ভাইয়েরা তাকে পার্শ্ববর্তী দ্বীপ দেখানোর জন্য হিলিগুলিতে নিয়ে যান। অতঃপর বাদ জুম‘আ হুলহুমালে এক প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্য ‘শিরক ও বিদ‘আতমুক্ত আমল’ শিরোনামে বক্তব্য পেশ করেন। অতঃপর বাদ আছর মালদ্বীপের কেন্দ্রীয় মসজিদে কর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে তিনি সংগঠন শিক্ষার উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। ৪ঠা জানুয়ারী শনিবার সুনামী টাওয়ারের পার্শ্বে কর্মীদের সামনে বিদায়ী ভাষণ দেন। অতঃপর স্থানীয় সময় রাত ১০টায় কর্মীদের নিকট থেকে বিদায় নেন। বিদায়ের সময় বিমান বন্দরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিদায়ের বেদনায় তারা সকলে কাঁন্নায় ভেঙ্গ পড়েন। অতঃপর মালদ্বীপ থেকে শ্রীলংকা হয়ে ৫ জানুয়ারী ২০১৪ তারিখ দুপুর ১২টায় ঢাকা বিমান বন্দরে অবতরণ করেন।
কেন্দ্রীয় সভাপতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদেশের মাটিতে সাংগঠনিক ভাইয়েরা অতি সুন্দর, সুনিপন প্রোগ্রাম করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। তারা নিজেদের কার্যক্রম বন্ধ করে রাতদিন যেভাবে প্ররিশ্রম করেছেন তা কোনদিন ভুলার মত নয়।