সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 957 বার পঠিত
(মসজিদুল হারাম : পর্ব-৩)
১. হাজীরা কা‘বার কোন্ রুকন থেকে ত্বাওয়াফ শুরু করেন?
উত্তর : রুকনে শারক্বী বা রুকনে আসওয়াদ তথা পূর্বকোণ থেকে।
২. কা‘বার উত্তর কোণকে কী বলা হয় এবং কেন?
উত্তর : রুকনে শিমালী বা রুকনে ইরাক্বী; ইরাক্বমুখী হওয়ার কারণে।
৩. কা‘বার পশ্চিম কোণকে কী বলা হয় এবং কেন?
উত্তর : রুকনে গার্বী বা রুকনে শামী; সিরিয়ামুখী হওয়ার কারণে।
৪. কা‘বার দক্ষিণ কোণকে কী বলা হয় এবং কেন?
উত্তর : রুকনে জুনুবী বা রুকনে ইয়ামানী; ইয়ামানমুখী হওয়ার কারণে।
৫. কা‘বাকে বছরে মোট কতবার এবং কখন ধৌত করা হয়?
উত্তর : কা‘বাকে প্রতিবছর মোট দুইবার ধৌত করা হয়; রামাযান মাসে ও হজ্জের মাসখানেক পূর্বে।
৬. কা‘বা কাদের উপস্থিতিতে ধৌত করা হয়?
উত্তর : সঊদী বাদশাহসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের।
৭. কা‘বার দরজার চাবি কাদের কাছে সংরক্ষিত থাকে?
উত্তর : বনু শায়বা বংশের উত্তরাধিকারীদের কাছে।
৮. হাজারে আসওয়াদ কী?
উত্তর : একটি জান্নাতী পাথর (সিলসিলা ছহীহাহ হা/২৬১৮)।
৯. হাজারে আসওয়াদ কা‘বা শরীফের কোন্ প্রান্তে অবস্থিত?
উত্তর : কা‘বার দক্ষিণ-পূর্ব প্রান্তে।
১০. হাজারে আসওয়াদ পাথরটি কে, কোথা থেকে প্রাপ্ত হয়েছেন?
উত্তর : ইবরাহীম (আঃ); আল্লাহর পক্ষ থেকে।
১১. হাজারে আসওয়াদ পাথরটি প্রথম কে কা‘বা ঘরের কোণে স্থাপন করেন?
উত্তর : ইবরাহীম (আঃ)।
১২. হাজারে আসওয়াদ পাথরটি কেমন ছিল?
উত্তর : বরফের চেয়ে বেশী সাদা (সিলসিলা ছহীহাহ হা/২৬১৮)।
১৩. হাজারে আসওয়াদ পাথরটি এখন দেখতে কেমন এবং কেন?
উত্তর : কালো; আদম সমত্মানের পাপ শুষে নেওয়ার কারণে (সিলসিলা ছহীহাহ হা/২৬১৮)।
১৪. হাজারে আসওয়াদের নূরের প্রকৃতি কেমন?
উত্তর : পূর্ব-পশ্চিমব্যাপী সর্বত্র আলোকময় করার ন্যায় (মিশকাত হা/২৫৭৯)।
১৫. হাজারে আসওয়াদটির প্রথম আকৃতি কেমন ছিল?
উত্তর : আসত্ম একটি টুকরা।
১৬. পাথরটি কারা, কত সালে উঠিয়ে নিয়ে যায়?
উত্তর : কারামতিয়া শী‘আ সম্প্রদায়; ৯৫০ খৃষ্টাব্দে।
১৭. উক্ত পাথরটি কত বছর পরে, কত সালে ফিরিয়ে আনা হয়?
উত্তর : ২০ বছর পর; ৯৭০ খৃষ্টাব্দে।
১৮. পাথরটি ভেঙ্গে যাওয়ার পর তা টুকরাগুলোকে কোথায় এবং কিসের মাধ্যে রাখা হয়েছে?
উত্তর : প্রায় ১ ফুট ব্যাসার্ধের পাথরের মধ্যে; রৌপ্যের ফ্রেমে।
১৯. রৌপ্যের ফ্রেম লাগানোর কাজের প্রথম সূচনা করেন কে?
উত্তর : আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ)।
২০. ‘হাতীম’ কাকে বলে?
উত্তর : কা‘বার উত্তর-পশ্চিমাংশে দেড় মিটার উচ্চতার অর্ধবৃত্তাকারে প্রাচীর দিয়ে ঘেরা অংশটিকে ‘হাতীম’ বলা হয়।
২১. অর্ধবৃত্তাকারে ঘেরা প্রাচীরটিকে কী বলা হয়?
উত্তর : হিজরে ইসমাঈল।
২২. কা‘বার দরজাটি কোথায় অবস্থিত?
উত্তর : কা‘বার উত্তর-পূর্ব দেয়ালে।
২৩. কা‘বার দরজাটি ভূমি থেকে কত ফুট উচ্চতায় অবস্থিত?
উত্তর : প্রায় ৭ ফুট (২.১৩ মিটার) উচ্চতায়।
২৪. কা‘বার দরজার দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার?
উত্তর : দৈর্ঘ্য ৩.১০ মিটার এবং প্রস্থ ১.৯০ মিটার।
২৫. কা‘বার দরজা প্রথমে কিসের তৈরী ছিল?
উত্তর : লোহার।
২৬. লৌহনির্মিত এই দরজায় সর্বপ্রথম স্বর্ণের প্রলেপ স্থাপন করেন কে?
উত্তর : রাসূল (ছাঃ)-এর দাদা আব্দুল মুত্তালিব।
২৭. কত সালে উক্ত দরজা দু’টিতে খাঁটি স্বর্ণের পাত লাগানো হয়?
উত্তর : ১৯৭৯ সালে।
২৮. কোন্ বাদশাহর নির্দেশে উক্ত কাজ করা হয়?
উত্তর : বাদশাহ খালেদ বিন আব্দুল আযীয।
২৯. দরজা দু’টিতে স্বর্ণের পাত লাগাতে মোট কত ব্যয় হয়?
উত্তর : মোট ১ কোটি ৩৪ লাখ ২০ হাযার সঊদী রিয়াল।
৩০. উক্ত দরজা দু’টিতে কত কেজি স্বর্ণ ব্যবহৃত হয়েছে?
উত্তর : ২৮০ কেজি।
৩১. মূল পাল্লার উপর সুন্দর ও অনুপম কারুকার্য সম্পন্ন করতে কতদিন সময় লাগে?
উত্তর : দীর্ঘ এক বছর।
৩২. দরজার উপর কী উৎকীর্ণ রয়েছে?
উত্তর : পবিত্র কুরআনের কিছু আয়াত ও আল্লাহর ১৫টি গুণবাচক নাম।
৩৩. দরজায় লাগানো তালাটি কত সালে নির্মিত হয়েছে?
উত্তর : ১৯৬৯ সালে।
৩৪. কা‘বার দরজার তালা দেখতে কিসের মত?
উত্তর : তুর্কী সুলতান আব্দুল হামীদের তৈরী পুরাতন তালার মত।
৩৫. কা‘বার উপর গেলাফ চড়ানো কবে থেকে চলে আসছে?
উত্তর : প্রাচীনকাল থেকে।
৩৬. কা‘বার গেলাফ সর্বপ্রথম কার মাধ্যমে সূচনা হয়?
উত্তর : ইসমাঈল (আঃ)-এর মাধ্যমে।
৩৭. কারো কারো মতে, কা‘বার গেলাফ সর্বপ্রথম কার দ্বারা সূচনা হয়?
উত্তর : ইয়ামানের বাদশাহ আস‘আদ হিমইয়ারী তববার মাধ্যমে।
৩৮. কা‘বার গেলাফ চড়ানোর ব্যাপারে কোন যুগে কি ব্যত্যয় ঘঠেছে?
উত্তর : না।
৩৯. কত সালে ও কার নির্দেশে কা‘বার গেলাফ তৈরীর জন্য পৃথক একটি কারখানা নির্মাণ করা হয়?
উত্তর : ১৯৭২ সালে; বাদশাহ ফাহ্দ-এর।
৪০. কা‘বার গেলাফ তৈরীর কারখানা কত সালে নির্মাণ শেষ হয়?
উত্তর : ১৯৭৭ সালে।
৪১. উক্ত কারখানায় কত জন কর্মচারী কর্মরত ছিলেন?
উত্তর : ২৪০ জন।
৪২. কা‘বার গেলাফ কতদিন পর পরিবর্তন করা হয়?
উত্তর : বছরে একবার।
৪৩. কা‘বার গেলাফটি কী রঙের?
উত্তর : গাড়ো কালো রঙের।
৪৪. উক্ত গেলাফটি কত খন্ড বিশিষ্ট?
উত্তর : ৫ খন্ড।
৪৫. কা‘বার গেলাফ কিসের তৈরি?
উত্তর : উন্নতমানের রেশম ও স্বর্ণ দ্বারা।