সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 316 বার পঠিত

কেন্দ্র সংবাদ

যুব সমবেশ

নওদাপাড়া, রাজশাহী ১লা মার্চ শনিবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২৪তম তাবলীগী ইজতেমা ২০১৪-এর দ্বিতীয় দিন সকাল ১০টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কর্তৃক আয়োজিত এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমামুদ্দীন। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিনের উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার মুহাদ্দিছ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুববিষয়ক সম্পাদক ও ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি অধ্যাপক আমীনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ও ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, ‘আন্দোলন’-এর সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালালদ্দীন, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন, ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সভাপতি মেছবাহুল ইসলাম, কুমিল্লা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জামিলুর রহমান, ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হুমায়ুন কবীর, ‘যুবসংঘ’-এর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রাযযাক। সুদৃশ্য প্যান্ডেল দিয়ে ঘেরা যুব সমাবেশটি শত শত কর্মী ও কাউন্সিল সদস্য এবং দায়িত্বশীল দ্বারা কানাই কানাই পূর্ণ ছিল।

কর্মী সমাবেশ

চাঁদমারী, পাবনা ১১ মার্চ মঙ্গলবার : অদ্য বাদ আছর চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ পাবনা যেলা কর্তৃক আয়োজিত এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি তারেক হাসান, ‘আন্দোলন’-এর সঊদী আরব শাখার প্রচার সম্পাদক সোহরাব হোসাইন প্রমুখ।

সাবগ্রাম, বগুড়া ১৫ মার্চ শনিবার : অদ্য বাদ আছর সাবগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বগুড়া সাংগঠনিক যেলা কর্তৃক এক ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রাযযাক বিন তমিযদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুর রহীম, ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান, ‘যুবসংঘ’-এর গাইবান্ধা (পশ্চিম) যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মুহম্মিাদ আমীনুল ইসলাম  প্রমুখ।

গোপালনগর, মুজিবনগর মেহেরপুর ১৬ মার্চ রবিবার : অদ্য বেলা ২  টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর যেলা কর্তৃক আয়োজিত এক যুব সমাবেশের আয়োজন করা হয়। মুজিবনরগ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আজমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমামুদ্দীন বিন আব্দুর বাছীর,  যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তারিকুযযামান বাচ্চু, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাশার আব্দুল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল হালীম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের অধ্যাপক আহছানুল্লাহ হক্ব।

ষষ্টিতলা, যশোর, ২২ মার্চ  শনিবার : অদ্য বিকাল ৩ ঘটিকায় ষষ্টিতলা টাউন হল আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ইবাদুল্লাহ বিন আববাস, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি হাফেয তরীকুল ইসলাম, সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

জয়পুরহাট সদর, জয়পুরহাট, ৩০ মার্চ, রবিবার : অদ্য সকাল ১০ টা হ’তে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে জয়পুরহাট যেলা পরিষদ মিলনায়তনে (টাউন হলে) এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর। অন্যান্যের মধ্যে বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ আমীনুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, প্রচার সম্পাদক মুছতাক আহমাদ সরোয়ার, প্রশিক্ষণ সম্পাদক আল-আমীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু বকর, দফতর সম্পাদক আব্দুল মুত্তালিব, গাইবান্ধা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, দিনাজপুর যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্ব মাহফুযুর রহমান, বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুর রহীম, ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি শহীদুল ইসলাম, সহ-সভাপতি উলফত মোল্লা, সাধারণ সম্পাদক মুযাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওলানা মিযানুর রহমান, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। জাগরণী পরিবেশন করেন মাহমুদুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘যুবসংঘ-এর সাধারণ সম্পাদক নাজমুল হক।

খাঁসবাগ, রংপুর ১ এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর রংপুর যেলা কার্যালয় খাঁসবাগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার খায়রুল আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন

নবীনগর, খুলনা ৩ এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ১০ টায় নবীনগর মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শু‘আয়ব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, যশোর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আকবার হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কোরপাই, কুমিল্লা ৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বিকাল ৩ টায় কোরপাই আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা জামিলুর রহমানের স্বাগত ভাষণ ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সফিউল্লাহর উদ্ভোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাকেব কেন্দ্রীয় সাধরাণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুছলেহ উদ্দীন। অন্যান্যের মধ্যে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

যেলা সংবাদ

চাঁদপুর ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সদর থানাধিন বাখরপুর কবিরাজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে চাঁদপুর ‘যুবসংঘ’ কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন ’-এর সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীল শামসুর রহমান আযাযী, ‘সোনামণি’-এর কুমিল্লা যেলার পরিচালক মাওলানা আতীকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘যুবসংঘ’-এর কুমিল্লা যেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন। উক্ত অনুষ্ঠানে ৫০ জন যুবক উপস্থিত ছিলেন।

কমরগ্রাম, জয়পুরহাট, ২১ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কমরগ্রাম আহলেহাদীছ বড় জামে মসজিদে এলাকা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মুস্তাফিযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মদ আবুল কালাম, যেলা ‘সোনামণি’-এর পরিচালক মোনায়েম হোসেন, কমরগ্রাম শাখার সহ-সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আসাদুযযামান, অর্থ সম্পাদক হেলাল উদ্দীনসহ এলাকা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর দায়িত্বশীলবৃন্দ।

দিনাজপুর (পশ্চিম) ৮ মার্চ শনিবার : অদ্য বাদ এশা মুহাববতপুর আহলেহাদীছ জামে মসজিদ এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইদরীসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সভাপতি মুযাফফর বিন মুহসিন। তিনি সাংগঠনিকভাবে দাওয়াতী কার্যক্রম পরিচালনার গুরুত্ব সম্পর্কে ভাষণ প্রদান করেন। অতঃপর তিনি দিনাজপুর মেডিকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকের ছাত্রদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা  ১৪ মার্চ শুক্রবার : অদ্য সকাল ১০টায় অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ‘যুবসংঘ’-এর পাবনা যেলা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ  সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুর রহীম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি তারেক হাসান প্রমুখ।

বালুয়াঘাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা (পশ্চিম) ১৯ মার্চ বুধবার : অদ্য বাদ মাগরিব বালুয়াঘাট বাজার আবু হানিফ মোল্লার দোকানে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আবু হানিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের সহকারী ইমাম মুহাম্মাদ হাসান। পরিশেষে মুছত্বফাকে সভাপতি ও আব্দুল জলীলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বালুয়াঘাট শাখা গঠন করা হয়।

ধুনদিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা (পশ্চিম) ২১ মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব ধুনদিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  যেলা ‘সোনামণি’-এর পরিচালক হাফেয ওবাইদুল্লাহ প্রমুখ।

পাঁচগড়গড়িয়া, সাঘাটা, গাইবান্ধা ২১ মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব পাঁচগড়গড়িয়া আহলেহদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র শাখার ‘আন্দোলন’-এর উপদেষ্টা আব্দুল আযীয মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন ‘সোনামণি’-এর সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক মাওলানা আবু নো‘মান গাইবান্ধা পূর্ব যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মশিউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুছ আলী, অত্র শাখার অর্থ সম্পাদক সাযু মিঞা। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন অত্র শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

সোনামণি যেলা সম্মেলন ২০১৪

এম. মনছুর আলী অডিটরিয়াম, সিরাজগঞ্জ ১৫ মার্চ শনিবার : অদ্য সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এম. মনছুর আলী অডিটরিয়ামে ‘সোনামণি যেলা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান ২০১৪’ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মর্তুযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘সোনামণি’-এর পৃষ্ঠপোষক মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’-এর প্রথম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, বর্তমান কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস, ‘সোনামণি’-এর সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল রশীদ, কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান, সাখাওয়াত হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও যেলা ‘সোনামণি’-এর উপদেষ্টা শরীফুল ইসলাম, রাজশাহী মহানগরী ‘সোনামণি’-এর সহ-পরিচালক যাকারিয়া, মারকায এলাকা ‘সোনামণি’-এর পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সহ-পরিচালক মুনীরুল ইসলাম, মারকায এলাকার হাসনাহেনা শাখার পরিচালক সাখাওয়াত হোসাইন, রজনীগন্ধা শাখার পরিচালক আব্দুল হাকীম, সূর্যমুখী শাখার পরিচালক আব্দুল মুমিন, শহীদুল্লাহ, শাহ আলমসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানটি সোনামণি ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে। পরিশেষে আব্দুল মুমিনকে পরিচালক করে ২০১৩-২০১৫ সেশনের জন্য সোনামণি সিরাজগঞ্জ সাংগঠনিক যেলা পুনর্গঠন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান

দারুলহাদীছ আহমাদিয় সালাফিইয়া কমপ্লেক্স, বাঁকাল, সাতক্ষীরা ২০ মার্চ বৃহস্পতিবার : অদ্য বিকাল ৫ ঘটিকায় দারুলহাদীছ আহমাদিয় সালাফিইয়া কমপ্লেক্সে জে.ডি.সি এবং পি.এস.সি পরীক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মাদরাসার প্রিন্সিপ্যাল ও যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফিকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমানসহ ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’-এর সাতক্ষীরা যেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ ও বাঁকাল মাদরাসা শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সুধীবৃন্দ।

দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমরগ্রাম, জয়পুরহাট, ১৫ জানুয়ারী বুধবার :  অদ্য বিকাল ৩ টায় কমরগ্রাম উচ্চ বিদ্যালয়ে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জায়পুরহাট সাংগঠনিক যেলার সমাজকল্যাণ বিভাগের উদ্যোগ গরীব ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল ও শীতবস্ত্র বিতরণের উক্ত অনুষ্ঠানে যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আবুল কালাম সভাপতিত্ব করেন। যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য প্রদান করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমামুদ্দীন বিন আব্দুল বাছির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলার কমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান শফীকুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোর্শেদ, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি উলফৎ মোল্ল­া, সাধারণ সম্পাদক মুযাম্মেল হক, যেলা ‘সোনামণি’-এর পরিচালক মোনায়েম হোসেন, বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রাযযাক, গাইবান্ধা যেলা যুরসংঘের সভাপতি আব্দুল্লহ আল-মামুন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাংবাদিক আমীনুল ইসলাম, সাংবাদিক মতলুব হোসেন, যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বাঁকালের সংবাদ

দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়া, বাঁকাল, সাতক্ষীরার সাফল্য : ২০১৩ শিক্ষাবর্ষে দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স থেকে জে.ডি.সি ও সমাপনী পরীক্ষায় যথাক্রমে ১ জন ও ৩ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে। বৃত্তিপ্রাপ্তদের নাম নিম্নরূপ : জে.ডি.সি-তে রাশেদুযযামান (বুলারাটি); সমাপনী-তে আশীকুযযামান (ভাদিআলী), ছাকিব মোল্লা (গোপালগঞ্জ) ও ইরাফিল হোসাইন (পাঁচরোখী)। এছাড়াও সমাপনী পরীক্ষায় মোট ৭ জন সাধারণ বৃত্তি পেয়েছে।



বিষয়সমূহ: সংগঠন
আরও