সুখী হওয়ার গোপন রহস্য
তাওহীদের ডাক ডেস্ক
এক বিত্তশালী ধনী
ব্যক্তির একমাত্র ছেলেটি নিজেকে অসুখী মনে করত। পিতা ছেলের সুখের জন্য যখন
যা দরকার সরবরাহ করতেন, তবুও ছেলের অভিযোগ সে ভীষণ অসুখী।
সুখী হওয়ার উপায় শেখার জন্য তিনি ছেলেকে যুগশ্রেষ্ঠ একজন হাকীমের নিকট পাঠালেন। ছেলেটি যথারীতি হাকীমের বাড়িতে উপস্থিত হয়ে দেখল, বিশাল প্রাসাদ, চারিদিকে রকমারি ফল ও ফুলের বাগান। সে জানতে চাইল আপনি কি আমাকে সুখী হওয়ার গোপন রহস্য সম্পর্কে কিছু বলবেন?
হাকীম জবাবে বললেন, তোমাকে এই রহস্য শেখানোর সময় আমার কাছে নেই, তবে তোমাকে একটি কাজ করতে হবে। দু’ঘন্টার মধ্যে তুমি আমার প্রাসাদের ভেতর-বাইরের সব কিছু দেখে আসবে। আর তোমার হাতে থাকবে তেল ভর্তি একটি চামচ। সতর্ক থাকতে হবে এক ফোঁটা তেলও যেন না পড়ে।
ছেলেটি হাকীমের আদেশ পালনের সিদ্ধান্ত নিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব কিছু দেখে ফিরে আসল।
হাকীম জানতে চাইলেন, আমার মূল্যবান গ্রন্থাগারটি কি দেখেছ? আমার বাগানে বহু রং এর গোলাপ ফুল আছে সেগুলো কি দেখেছ? ছেলেটি অবাক হয়ে জবাব দিল, আমি চামচের দিকে তাকিয়ে ছিলাম যেন তেল না পড়ে। সেই চিন্তায় আমি এদিক-ওদিক তাকিয়ে দেখতে পারিনি।
হাকীম আবারও বললেন, প্রাসাদের ভেতরে অসংখ্য উপঢোকন সাজানো আছে সেগুলো কি দেখেছো? ছেলেটি আবারও বলল, আমি তেল ভর্তি চামচ নিয়েই ব্যস্ত ছিলাম। ফলে এসব কিছুই দেখতে পারিনি।
এবার হাকীম আদেশ করলেন, আবারও যাও এবার তোমার হাতে চামচ থাকবে না। ছেলেটি সব কিছু দেখে আসল, এখন সে হাকীমের সব প্রশ্নেরই জবাব দিতে পারল এবং নিজেকে সুখী ভাবল।
হাকীম বললেন বুঝেছ! এটাই হল সুখী হওয়ার রহস্য! আমরা যে পৃথিবীতে বসবাস করি এখানে আল্লাহ আমাদের জন্য চারিদিকে রকমারি নে‘মত দিয়েছেন। আমরা উদাসীন থাকি, আল্লাহর অবাধ্যতা করি। তাই আমরা ঐসব নে‘মতের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি।
আল্লাহর লাখো নে‘মতের শুকরিয়া আদায় করলে এবং দুঃখ কষ্ট ভুলে থাকলে সুখ অবধারিত।
চামচ থেকে তেল পড়ে যাওয়ার চিন্তা ভুলে যাও। আল্লাহর নেয়ামতের শোকর কর। আর যত পারো উপভোগ কর। আল্লাহ বলেন,كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ ‘তোমরা তোমাদের পালনকর্তার দেওয়া রিযিক ভোগ কর ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। উত্তম নগরী ও ক্ষমাশীল প্রতিপালক (সাবা ৩৪/১৫)।
ঘৃণা বিদ্বেষ নয়, বরং এমন এক হাসি চাই যা জীবন বদলে দেয়, এমন জীবন চাইনা, যা হাসি দূর করে দেয়।
সূত্র : ইন্টারনেট