সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 794 বার পঠিত

১. প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ সর্বাধিক রপ্তানি করে?

উত্তর : যুক্তরাষ্ট্র।

২. প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশে  থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে?

উত্তর : সঊদী আরব।

৩. প্রশ্ন : দেশে প্রথম স্টিল নির্মিত সেতু কোন নদ বা নদীর ওপর?

উত্তর : ব্রক্ষ্মপুত্র।

৪. প্রশ্ন : কোন আমটি নাবি জাতের?

উত্তর : ইলামতি, গৌড়মতি।

৫. প্রশ্ন : বর্তমান দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?

উত্তর : ১০৮টি।

৬. প্রশ্ন : বাংলাদেশে মোট জনসংখ্যা কত?

উত্তর : ১৬.৮২ কোটি।

৭. প্রশ্ন : বাংলাদেশীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?

উত্তর : ৭২.৮ বছর।

৮. প্রশ্ন : বাংলাদেশে দারিদ্রে্যর হার কত?

উত্তর : ২০.৫%।

৯. প্রশ্ন : বাংলাদেশে মাথাপিছু আয় কত?

উত্তর : ২,২২৭ মার্কিন ডলার।

১০. প্রশ্ন : দেশে স্বাক্ষরতার (৭+) হার কত?

উত্তর : ৭৫.২%।

১১. প্রশ্ন : বর্তমান বাংলাদেশে কতটি করোনার টিকা প্রয়োগ হচ্ছে?

উত্তর : ৪টি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্ম।

১২. প্রশ্ন : পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে কোন দু’টি থানা প্রতিষ্ঠা করা হয়?

উত্তর : ‘পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ’।

১৩. প্রশ্ন : বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন কোথায় করেন?

উত্তর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

১৪. প্রশ্ন : রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্র সংখ্যা কতটি?

উত্তর : ১৪টি।

১৫. প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করেন কত তারিখে?

উত্তর : ১৩ই সেপ্টেম্বর ২০২১।



আরও