সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 822 বার পঠিত
১. প্রশ্ন : লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর : নাজিব মিকাত।
২. প্রশ্ন: আফগান যুদ্ধের সময়কাল কত?
উত্তর : ৭ই অক্টোবর ২০০১- ৩০শে আগষ্ট ২০২১।
মোট ২০ বছর।
৩. প্রশ্ন : ২০২১ সালে নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি?
উত্তর : কোপেনহেগেন, ডেনমার্ক।
৪. প্রশ্ন : ২০২১ সালে সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : গ্রিস।
৫. প্রশ্ন : তালেবানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মোল্লা মুহাম্মাদ ওমর।
৬. প্রশ্ন : বাংলাদেশে সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংষ্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে?
উত্তর : ৪৪টি।
৭. প্রশ্ন : এক দশকের মধ্যে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কোথায় সফরে যান?
উত্তর : মিসর।
৮. প্রশ্ন : চীন ও পাকিস্তান পরমাণু চুক্তি স্বাক্ষর করে কত বছরের জন্য?
উত্তর : ১০ বছর।
৯. প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত ডলারে পেঁŠছেছে?
উত্তর : ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার।
১০. প্রশ্ন : দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন হয় কত তারিখে?
উত্তর : ২৯শে আগষ্ট ২০২১।
১১. প্রশ্ন : আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান হয় কত তারিখে?
উত্তর : ৩০শে আগষ্ট ২০২১।
১২. প্রশ্ন : জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন হয় কত তারিখে।
উত্তর: ৫ই সেপ্টেম্বর ২০২১ সাল ।
১৩. প্রশ্ন : তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কত তারিখে?
উত্তর : ৭ই সেপ্টেম্বর ২০২১।
১৪. প্রশ্ন : কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
উত্তর : ২১শে সেপ্টেম্বর ২০২১ সাল।