সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 227 বার পঠিত

প্রাগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১

৯-১০ই ডিসেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার : অদ্য সকাল ৬:৩০টা থেকে ২দিন ব্যাপী প্রাগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ-২০২১ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকিরের অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। এরপর উদ্বোধনী বক্তব্য ও প্রশিক্ষণ নির্দেশনা দেন কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এরপর ২দিন ব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের বিষয়বস্ত্ত ছিল- (১) ইখলাছ : আমল কবুলের প্রধান শর্ত/কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, (২) তাকওয়া : ব্যক্তিত্ব গঠনের মূল উপাদান/কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, (৩) সাংগঠনিক জীবনে আনুগত্য বা চেইন অফ কমান্ড অনুসরণের গুরুত্ব/ সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম, (৪) জিহাদ বনাম জঙ্গীবাদ : তাত্ত্বিক বিশ্লেষণ/ কেন্দ্রীয় কাউন্সিল সদস্য শরীফুল ইসলাম মাদানী, (৫) ইসলামে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি : ইক্বামতে দ্বীন বনাম ইসলামী খেলাফত/ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুন নূর,

(৬) ‘কর্মপদ্ধতি’ অনুসরণের গুরুত্ব ও পদ্ধতি/কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, (৭) মুসলিম সংহতি দৃঢ়করণ : পথ ও পদ্ধতি/কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম (৮) ভারতীয় উপমহাদেশে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর গতিধারা ও সাংগঠনিক ইতিহাস/‘যুবসংঘ’এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, (৯) সংগঠনকে কিভাবে শক্তিশালী করব?/কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ। বিশেষ অতিথির ভাষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। উক্ত অনুষ্ঠানের শেষ প্রান্তে হৃদয়গ্রাহী, মর্মস্পশী হেদায়াতী ভাষণ দেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। ২য় দিন শুক্রবার জুম‘আর পূর্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পর সমাপণী বক্তব্য ও মজলিস ভঙ্গের দো‘আ পাঠের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

দেশব্যাপী উপযেলা কর্মী প্রশিক্ষণ ২০২১

২৩ ও ২৪শে ডিসেম্বর ২০২১ : অদ্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী উপযেলা কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

যশোর ২৪ই ডিসেম্বর ২০২১ শুক্রবার : অদ্য সকাল ১১টায় থেকে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, যশোর যেলার উদ্যোগে যেলা কার্যালয়ে কর্মী ও সূধী প্রশিক্ষণ-২০২১ এর আয়োজন করা হয়। যেলা সভাপতি হাফেয তরীকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুর রহীম। যশোর যেলার বিভিন্ন উপযেলা থেকে প্রায় ১২০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

বাঁকাল, সাতক্ষীরা ২৩ ও ২৪ই ডিসেম্বর ২০২১ শুক্রবার : বৃহস্পতিবার বাদ আছর থেকে বাঁকাল মাদ্রাসার ইসলামিক সেন্টারে সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’র উদ্যোগে কর্মী প্রশিক্ষণ-২০২১ অনুষ্ঠিত হয়। হাফেয মেজবাহ উদ্দিনের অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণে উদ্বোধনী ভাষণ পেশ করেন যেলা সভাপতি নাজমুল আহসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর  সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যেলা ‘যুবসংঘ‘-এর সাধারণ সম্পাদক শফিউল্লাহ।

মনিপুর বাযার, গাযীপুর ২৪ই ডিসেম্বর ২০২১, রোজ শুক্রবার :  অদ্যবাদ সকাল ৯টা থেকে গাযীপুর যেলা যুবসংঘ’-এর উদ্যোগে মনিপুর বাযার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে প্রাগ্রসর কর্মী ও প্রথামিক সদস্য প্রশিক্ষণ-২০২১ এবং মাসিক তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মাদ আবুল কালাম  ও প্রধান অতিথি ছিলেন নিজাম উদ্দীন (মালিক, ট্রেকসিল মিটওয়াস লিমিটেড)। উক্ত অনুষ্ঠানে বুরহান উদ্দীনকে সভাপতি ও মোরশিদুল হককে সাধারণ সম্পাদক করে গাযীপুর মহানগর উপযেলা গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যেলা যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক সাইদুল হক।

বংশাল, ঢাকা ২৫ই ডিসেম্বর ২০২১ শনিবার : অদ্যবাদ এশা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে মালিটোলা আহলেহাদীছ জামে মসজিদ, মোঘলটুলী, ঢাকায় মাসিক তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিতি ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম।

মুহাম্মাদপুর, মাগুরা, ২৪শে ডিসেম্বর ২০২১ শুক্রবার : অদ্যবাদ যোহর মাগুরা যেলার মুহাম্মাদপুর উপযেলার নাগরায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। মশিউর রহমানের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে উদ্বোধনী ভাষণ পেশ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মাগুরা যেলা সভাপতি ওহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে রাহাতুল ইসলামকে আহবায়ক ও আযীযুল ইসলামকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা যেলা ‘যুবসংঘ’ কমিটি গঠন করা হয়।

বিরামপুর, দিনাজপুর, ২৩শে ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার : অদ্য ৯টা দিনাজপুর পূর্ব যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে দারুস সালাম মাদ্রাসা, বিরামপুরে দায়িত্বশীল ও কর্মী প্রশিক্ষণ-২০২১ অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ পেশ করেন যেলা সভাপতি রায়হানুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নুর।



বিষয়সমূহ: সংগঠন
আরও