সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 909 বার পঠিত

১. প্রশ্ন : মুহাম্মাদ (ছাঃ)-এর দাওয়াতী কাজে কারা বিরোধীতা করতেন?

উত্তর : কুরায়েশ নেতারা।

২. প্রশ্ন : মক্কার পথে পথে হাজীদের নিকট কোন অপবাদ প্রচার করার জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছিল?

উত্তর : ‘জাদুকর’।

৩. প্রশ্ন : সে সময়ে মক্কার অন্যতম ধনী ব্যক্তি কে ছিলেন?

উত্তর : অলীদ বিন মুগীরা আল-মাখযুমী।

৪. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট কুরআনের আয়াত শুনে কোন কাফেরের অন্তর গলে যায়?

উত্তর : আবু জাহলের।

৫. প্রশ্ন : অলীদ বিন মুগীরাহ হিজরতের কত মাস পর মৃত্যুবরণ করেন?

উত্তর : তিন মাস পর।

৬. প্রশ্ন : অলীদ বিন মুগীরাহকে কোথায় সমাহিত করা হন?

উত্তর : হাজূনে।

৭. প্রশ্ন : হজ্জের আগে হারাম মাস কয়টি?

উত্তর : দু’টি।

৮. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) হজ্জে আগত মেহমানদের কোথায় দ্বীনের দাওয়াত দিতেন?

উত্তর : তাদের তাঁবুতে।

৯. প্রশ্ন : রাসূলকে কোন বাজারে পাথর ছুঁড়ে মেরেছিল?

উত্তর : যুল-মাজায।

১০. প্রশ্ন : অপপ্রচারের ফলে রাসূল (ছাঃ)-এর দাওয়াত কাদের কাছে গিয়ে পৌঁছালো?

উত্তর : সুদূর ইয়াছরিবের কিতাবধারীদের নিকট।

১১. প্রশ্ন : রাসূল (ছাঃ) খাদ্য ও হাট-বাজারে যেতেন, কুরআনের কোন আয়াতে বর্ণিত হয়েছে?

উত্তর : ফুরক্বান ২৫/৭।

১২. প্রশ্ন : ধর্মত্যাগী বলে রাসূল (ছাঃ)-এর বিরুদ্ধে কে অপপ্রচার চালাত?

উত্তর : আবু লাহাব।

১৩. প্রশ্ন : ‘মুহাম্মাদ’ শব্দের অর্থ কী?

উত্তর : প্রশংসিত।

১৪. প্রশ্ন : ‘মুযাম্মাম’ শব্দের অর্থ কী?

উত্তর : নিন্দিত।

১৫. প্রশ্ন : ‘মুযাম্মাম’ শব্দ নিয়ে ব্যঙ্গ করে কে কবিতা  লিখেছিল?

উত্তর : আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল।

১৬. প্রশ্ন : কুরায়েশ নেতা ও বিত্তশালী ব্যবসায়ী নযর বিন হারেছ কোথায় চলে যায়?

উত্তর : ইরাকের ‘হীরা’ নগরীতে।

১৭. প্রশ্ন : আছহাবে কাহফের সেই যুবকরা কত বছর ঘুমিয়েছিল?

উত্তর : ৩০৯ বছর।

১৮. প্রশ্ন :  রাসূলের শানে ‘রূহ’ সম্পর্কিত অবতীর্ণ আয়াত  কোনটি?        

উত্তর : সূরা বনু ইস্রাইল ৮৫ আয়াত।

১৯. প্রশ্ন : তওরাতের ভাষা কী?

উত্তর : ‘হিব্রু’।

২০. প্রশ্ন : চাঁদ দ্বিখন্ডিত হওয়ার সময় কোন কোন ছাহাবী উপস্থিত ছিলেন?

উত্তর :  হযরত আলী, আব্দুল্লাহ ইবনু মাসঊদ প্রমুখ।

২১. প্রশ্ন : হযরত মুসা (আঃ)-এর অন্যতম মু‘জেযা কি?

উত্তর : লাঠির সাহায্যে নদী বিভক্তকরণ।

২২. প্রশ্ন : চাঁদ দ্বিখন্ডিত হয়ে কোন দিকে ছিটকে পড়লো?

উত্তর : পূর্ব ও পশ্চিমে।

২৩. প্রশ্ন : রাসূল (ছাঃ) কতৃক দ্বিখন্ডিত চাঁদ কোন পর্বতের ফাঁক দিকে দেখা যাচ্ছিল?

উত্তর : ‘হেরা’ পর্বত।

২৪. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর চাঁদ দ্বিখন্ডিত হওয়ার সময় কোথায় ছিলেন?

উত্তর : মিনা-তে।

২৫. প্রশ্ন : আপোষমুখী প্রস্তাব নিয়ে রাসূল (ছাঃ) এর কাছে কে আসেন?

উত্তর : আসওয়াদ বিন আবদুল মুত্ত্বালিব, অলীদ বিন মুগরিাহ, উমাইয়া বিন খালাফ, প্রমুখ।

২৬. প্রশ্ন : ১৯৬৯ সালের ২০শে জুলাই চাঁদ দ্বিখন্ডিত হওয়ার কাহিনীকে কেন্দ্র করে কোন বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেন?

উত্তর : নীল আর্মষ্ট্রং।



আরও