সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 896 বার পঠিত

১. প্রশ্ন : বাংলাদেশের কোন মাদরাসায় মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে?

উত্তর : রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা।

২. প্রশ্ন : ১৫ নভেম্বর ২০২১ রাশিয়া ক্ষেপণাস্ত্র চালিয়ে নিজেদের কোন স্যাটেলাইট ধ্বংস করে?

উত্তর : kosmos-1408 ।

৩. প্রশ্ন : প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : সপ্তম।

৪. প্রশ্ন : দেশে নির্মিতব্য নতুন দু‘টি ভূমি জরিপ প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর : পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট।

৫. প্রশ্ন : বর্তমান দেশের চালুকৃত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি?

উত্তর : ৪৫৬টি। চলমান প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৬৫টি।

৬. প্রশ্ন : প্রবাসী আয়ের পূর্বাভাসের হিসাব অনুযায়ী বাংলাদেশ কত তম?

উত্তর : ২৩তম।

৭. প্রশ্ন : প্রবাসী আয়ের পূর্বাভাসের হিসাব অনুযায়ী ভারত কত তম?

উত্তর : ৮৭তম।

৮. প্রশ্ন : বিশ্বের গভীরতম পাইলের সেতু কত মিটার?

উত্তর : ১২২ মিটার।

৯. প্রশ্ন : বিশ্বের গভীরতম পাইলের সেতুর নাম কি?

উত্তর : পদ্মা।

১০. প্রশ্ন : ভার্টিক্যাল আরসিসি পাইলে প্রাউটিং ইনজেক্ট স্টিল ফ্রিকশনে নির্মিত একমাত্র সেতুর নাম কি?

উত্তর : পদ্মা।

১১. প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতুর নাম কি?

উত্তর : পদ্মা।

১২. প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত?

উত্তর : ৪৬৬.৩৫ লাখ মেট্রিক টন।



আরও