সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
যেলা সম্মেলন, যশোর
(১) যশোর ২০শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মণিরামপুর থানাধীন চন্ডিপুর হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলার উদ্যোগে যেলা সম্মেলনে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার।
যেলা সম্মেলন, লালমণিরহাট
(২) লালমণিরহাট ৩০শে এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলা শহরের কালেক্টর ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে যেলা সম্মেলনে অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন, রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল কাইয়্যূম।
(৩) জয়নগর, ফুলবাড়ী, দিনাজপুর ২৭শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার ফুলবাড়ী থানাধীন জয়নগর বাজার মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার ফুলবাড়ী উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক যাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।
(৪) কাঞ্চন, নারায়ণগঞ্জ ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার :
অদ্য বাদ সকাল ১০-টায় নারায়ণগঞ্জ যেলা কার্যালয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জালালুল কবীর-এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলোহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কালাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফিযুর রহমান সোহেল, সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী-এর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছফিউল্লাহ ও যেলা যুবসংঘের বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(৫) গাবতলী, বগুড়া ৩রা এপ্রিল বুধবার :
অদ্য বাদ মাগিরব পুরাতন বাজার আহলেহাদীছ জামে মসজিদে গাবতলী উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যেগে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গাবতলী উপযেলা আন্দোলনের সভাপতি সহীমুদ্দীন গামা-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর বগুড়া যেলা সভাপতি, আব্দুর রহীম ও যেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(৬) দক্ষিণ শাহবাজপুর, বিরামপুর, দিনাজপুর ২৭শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার বিরামপুর থানাধীন দক্ষিণ শাহবাজপুর (বড়গ্রাম) আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বিরামপুর উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারেছ।
(৭) কুমিল্লা ১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার :
অদ্য বাদ আছর কুমিল্লা যেলা মারকাযে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা সাংগঠনিক যেলার উদ্যেগে যেলা ওডিট পরবর্তী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি ইউসুফ আহাম এর সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর যেলা সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ।
(৮) কামারখন্দ, সিরাজগঞ্জ ১৪ই ফেব্রুয়ারী বুধবার :
অদ্য বাদ যোহর তালা শাহবাজপুর আহলেহাদীছ কেন্দ্রীয় মসজিদে যেলা ওডিট ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আহলোহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর যেলা সভাপতি মর্তুজা-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে যেলা আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।
(৯) শিবগঞ্জ, বগুড়া, ২৭শে এপ্রিল শুক্রবার :
অদ্য বাদ আছর যেলার শিবগঞ্জ উপযেলাধীন কুড়াহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শিবগঞ্জ উপযেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাবেক প্রচার সম্পাদক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন।
(১০) ১১ই মার্চ খানপুর, মোহনপুর, রাজশাহী রবিবার :
অদ্য বাদ এশা খানপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আব্দুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলোহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনে ‘বাংলাদেশ আহলোহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আব্দুল মুমিন ও জাগরণী পরিবেশন করেন হাফিযুর রহমান।