মুহাম্মাদ মুখতার বিন আল-আমীন আশ-শানক্বীতী

ফরীদুল ইসলাম 838 বার পঠিত

নাম :

মুহাম্মাদ মুখতার বিন মুহাম্মাদ আল-আমীন বিন মুহাম্মাদ মুখতার আশ-শানক্বীতী (১৯৪২-২০১৯ইং)।

জন্ম ও শৈশব :

১৩৬১ হিজরী মোতাবেক ১৯৪২ খ্রিষ্টাব্দে মৌরিতানিয়ার বিখ্যাত শানক্বীত নামক শহরে পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৌরিতানিয়ার চিঙ্গুয়েটি দেশের আল-রাশীদ শহরের একজন সম্ভ্রান্ত আলেম। তিনি একাধারে একজন ফক্বীহ, মুফাসসির এবং উছূলবিদ। ছোটবেলা থেকেই মুহাম্মাদ মুখতার পিতৃগৃহে লালিত-পালিত হন।

শিক্ষাজীবন :

শিক্ষাজীবনের শুরু থেকেই শায়খ মুখতারের অন্তরে দ্বীনী ইলম অর্জনের প্রবল আগ্রহ ছিল। পিতার নিকটেই তাঁর ইলম অর্জন শুরু হয়। অতঃপর তিনি মদীনা বিশ^বিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান হ’তে সাফল্যের সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং পরিশেষে মদীনা বিশ^বিদ্যালয় হ’তে সণাতক ডিগ্রী অর্জন করেন। দ্বীনী ইলম অর্জনের পাশাপাশি তিনি ফিকহ্, তাফসীর ও উছূলুল ফিকহ্ বিষয়ে বুৎপত্তি অর্জন করেন।   

কর্মজীবন :

কর্মজীবনে মুহাম্মাদ মুখতার মদীনা বিশ^বিদ্যালয়ে শিক্ষক হিসাবে আত্মনিয়োগ করেন। একজন প্রাজ্ঞ আলেম, ফক্বীহ, মুফাসসির ও উছূলবিদ হিসাবে তাঁর সুখ্যাতি ছিল আকাশচুম্বী। শিক্ষকতার পাশাপাশি ‘মাসজিদুল হারাম’ সহ মসজিদে নববীতে দারস প্রদান করতেন।

ছাত্রবৃন্দ :

যেহেতু তিনি মদীনা বিশ^বিদ্যালয় সহ হারামাইন শারীফাইনে দারস প্রদান করতেন। তাই তার ছাত্র সংখ্যা ছিল অনেক। উল্লেখযোগ্য ছাত্রসমূহের মধ্যে মুহাম্মাদ হাবীবুল্লাহ আশ-শানক্বীতি ছিলেন অন্যতম।

দাওয়াতী জীবন :

দ্বীন প্রতিষ্ঠায় তাঁর অবদান অসামান্য। তিনি মৌরিতানিয়ায় ইসলামের বাণী পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ইসলামের মাহাত্ম্য মানুষকে উপলব্ধি করাতে আজীবন প্রচেষ্টা করেছেন।

আবাসস্থল :

শায়খ মুখতারের জন্ম মৌরিতানিয়ায় হলেও জীবনের অধিকাংশ সময় তিনি সঊদী আরবে অবস্থান করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

আক্বীদা :

তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আত-এর আক্বীদা পোষণ করতেন। ভ্রান্ত আক্বীদা সম্পন্ন মানুষদের তিনি সঠিক আক্বীদার প্রতি দাওয়াত প্রদান করতেন। সর্বক্ষেত্রে বাতিল আক্বীদা অবলম্বনকারীদের প্রতিহত করতে সবর্দা সচেষ্ট থাকতেন।

লেখনী :

লেখনীর ক্ষেত্রে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। যেমন-

১. তাহক্বীক মুরাকীয়াস সউদ ইলা মুরাকীয়াস সঊদ লিশ-শায়েখ আল-মুরাবিত্ব।

২. তাহক্বীক সালাসিলিস যাহাবী লিল ইমাম আয-যারকাশী।

৩. তাহক্বীক মাবলিগিল মা’মুলি লি ইবনে বুনা।

৪. তাহক্বীক তাকরীবে ইবনে যুঝয়ী।

৫. তাহক্বীক লিক্বতাতুল আজলান।

৬. মাজমু‘আতু বুহু ওয়া রসাইলা ফী তুরুকি দাফইত তা‘রীযে ওয়া মু‘রাযাতিল কিয়াস।

মৃত্যু : 

ইলমী জগতের এই নক্ষত্র ১৪৪১ হিজরীর রবীউল আওয়াল মাস মোতাবেক ২০১৯ খ্রিষ্টাব্দের ২৯শে অক্টোবর ৭৭ বছর বয়সে মদীনায় মৃত্যুবরণ করেন।

[লেখক : ছানাবিয়া ২য় বর্ষ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, সপুরা, রাজশাহী।]



বিষয়সমূহ: বিবিধ
আরও