সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 528 বার পঠিত

১. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর মুখে কে থুতু নিক্ষেপ করেছিল?

উত্তর : ওক্ববা।

২. প্রশ্ন : আবু লাহাবের কোন পুত্র রাসূল (ছাঃ)-এর মুখে থুতু মেরেছিল?

উত্তর : উতাইবা বিন আবু লাহাব।

৩. প্রশ্ন : উতাইবা বিন লাহাবের সাথে রাসূল (ছাঃ)-এর কোন কন্যার বিবাহ হয়েছিল?

উত্তর : উম্মে কুলছূম সাথে।

৪. প্রশ্ন : উতাইবা কোথায় ব্যবসা করতেন?

উত্তর : সিরিয়ায়।

৫. প্রশ্ন : সিরিয়ায় চলার পথে বাঘ এসে কিভাবে উতাইবাকে হত্যা করে?

উত্তর : ঘাড় মটকে।

৬. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর কাছে কে পচা হাড্ডি নিয়ে আসে?

উত্তর : উবাই বিন খালাফ।

৭. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর শরীরে কোন অংশে পচা হাড্ডি ছুঁড়ে মারে?

উত্তর : মুখের উপরে।

৮. প্রশ্ন : অলীদ বিন মুগীরাহ মাখযূমীর কয়টি বদ স্বভাব ছিল?

উত্তর : নয়টি।

৯. প্রশ্ন : হাতী বা শূকরের গুঁড়কে আরবীতে কি বলা হয়?

উত্তর : ‘খুরতূম’।

১০. প্রশ্ন : নবুঅত প্রাপ্তির আগে ফজর ও আছর ছালাত কত রাকা‘আত ছিল?

উত্তর : দু’ দু’ রাকা‘আত।

১১. প্রশ্ন : পবিত্র কুরআনে সর্বশেষ সিজদার আয়াত কী?

উত্তর : ‘আলাক্ব ৯৬/৬-১৯।

১২. প্রশ্ন : বায়তুল্লাহর নিকটে তাদের ইবাদত বলতে কী ছিল?

উত্তর : শিস দেওয়া ও তালি বাজানো।

১৩. প্রশ্ন : প্রথম কতজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন?

উত্তর : সাতজন।

১৪. প্রশ্ন : কুরায়েশ নেতা উমাইয়া বিন খালাফের ক্রীতদাস কে ছিলেন?

উত্তর : হাবশী গোলাম বেলাল বিন রাবাহ (রাঃ)।

১৫. প্রশ্ন : ইসলামে প্রবেশ করলে রাসূল (ছাঃ) কার মাধ্যমে নিরাপত্তা দিতেন?

উত্তর : চাচা আবু ত্বালেবের মাধ্যমে।

১৬. প্রশ্ন : মক্কা বিজয় কত তারিখে হয়?

উত্তর : ৮ম হিজরীর ১৭ই রমাযান।

১৭. প্রশ্ন : উমাইয়া বিন খালাফ ছিলেন কোন বংশের লোক?

উত্তর : কুরায়েশ বংশের।

১৮. প্রশ্ন : উমাইয়ার নিকট থেকে কয় উক্বিয়ার বিনিময়ে বেলালকে খরীদ করে নিয়েছিলেন?

উত্তর : দশ উকিয়া।

১৯. প্রশ্ন : ইসলামের প্রথম মুওয়াযযিন কে ছিলেন?

উত্তর : বেলাল (রাঃ)।

২০. প্রশ্ন : বেললা (রাঃ) কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর : দামেস্কে।

২১. প্রশ্ন : মক্কা বিজয়ের দিন কোন ছাহাবী মুসলমান হন?

উত্তর : আবু কুহাফা।

২২. প্রশ্ন : মদীনায় প্রেরিত ইসলামের প্রথম দাঈ কে?

উত্তর : মুছ‘আব বিন উমায়ের।

২৩. প্রশ্ন : মুছ‘আব বিন উমায়েরের প্রচেষ্টায় মদীনায় কোন নেতারা ইসলাম গ্রহণ করেন?

উত্তর : আউস ও খাযরাজ নেতারা।

২৪. প্রশ্ন : ইসলামের প্রথম মহিলা শহীদ কে?

উত্তর : সুমাইয়া।

২৫. প্রশ্ন : ইয়াসিরের স্ত্রীর নাম কী?

উত্তর : সুমাইয়া।

২৬. প্রশ্ন : ‘আম্মার বিন ইয়াসিরকে কোন ছাহাবী খরীদ করে মুক্ত করে দেন?

উত্তর : আবুবকর (রাঃ)।

২৭. প্রশ্ন : ‘আম্মারকে ওমর (রাঃ) কোথায় গভর্ণর নিযুক্ত করেন?

উত্তর : কূফা নগরীর।

২৮. প্রশ্ন : ‘আম্মার কোন যুদ্ধের মৃত্যুবরণ করেন?

উত্তর : ছিফফীনের যুদ্ধে।

২৯. প্রশ্ন : ‘আম্মা শেষ গোসল করান কোন ছাহাবী?

উত্তর : আলী (রাঃ)।

৩০. প্রশ্ন : ‘আম্মার কত হিজরীতে কতবছর বয়সে মৃত্যুবরণ করেন?

উত্তর : ৩৭ হিজরীতে ৯৩ বছর বয়সে।

৩১. প্রশ্ন : জাহান্নামের প্রহরী ফেরেস্তার সংখ্যা কত জন?

উত্তর : ১৯ জন।

৩২. প্রশ্ন : উম্মে আম্মার-এর গোলাম কোন গোত্রের মহিলা ছিলেন?

উত্তর : বনু খোযা‘আহ।

৩৩. প্রশ্ন : খাববাব কী কাজ করতেন?

উত্তর : কর্মকারের।

৩৪. প্রশ্ন : ‘আছ বিন ওয়ায়েল-এর তরবারী কে তৈরী করে দেন?

উত্তর : খাববাব (আঃ)।

৩৫. প্রশ্ন : খাববাব (রাঃ) কত হিজরীতে কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?

উত্তর : ৩৭ হিজরীতে ৬৩ বছর বয়সে।

৩৬. প্রশ্ন : আবুল আরক্বাম আল-মাখযূমীর বাড়িতে কিসের কেন্দ্র হিসাবে বেচে নেন?

উত্তর : প্রশিক্ষণ ও প্রচার কেন্দ্র।

৩৭. প্রশ্ন : আবুল আরক্বাম আল-মাখযূমীর এর বাড়ি কোথায় ছিল?

উত্তর : ছাফা পাহাড়ের উপর।



বিষয়সমূহ: বিবিধ
আরও