সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 9596 বার পঠিত

১. প্রশ্ন : হযরত ইবরাহীম (আঃ) হযরত নূহ (আঃ)-এর কততম অধঃস্তন পুরুষ?

উত্তর : সম্ভবত এগারোতম অধঃস্তন পুরুষ।

২. প্রশ্ন : হযরত ছালেহ (আঃ) থেকে ইবরাহীম (আঃ) পর্যন্ত ব্যবধান কত?

উত্তর : ২০০০ বছর।

৩. প্রশ্ন : হযরত ঈসা (আঃ)  থেকে ইবরাহীম (আঃ) পর্যন্ত ব্যবধান কত?

উত্তর : ১৭০০/২০০০ বছর।  

৪. প্রশ্ন : ‘আবুল আম্বিয়া’ বা ‘নবীগণের পিতা’ বলা হয় কাকে?

উত্তর : হযরত ইবরাহীম (আঃ)-কে।

৫. প্রশ্ন : ‘নবীগণের নেতা’ বলা হয় কাকে?

উত্তর : মহানবী হযরত মুহাম্মাদ (ছাঃ)-কে।

৬. প্রশ্ন : ‘উম্মুল আম্বিয়া’ বা ‘নবীগণের মাতা’ বলা হয় কাকে?

উত্তর : ইবরাহীম (আঃ)-এর স্ত্রী সারাকে।

৭. প্রশ্ন : কার বংশধরকে ‘বনু ইসরাঈল’ বলা হয়?

উত্তর : হযরত ইসহাক্ব-এর পুত্র ইয়াকূব (আঃ)-এর বংশধরদের।

৮. প্রশ্ন : বিশ্বনবী ও শেষনবী হযরত মুহাম্মাদ (ছাঃ) কোন বংশে জন্মগ্রহণ করেন?

উত্তর : ইসমাঈল (আঃ)-এর বংশে।

৯. প্রশ্ন : কেন‘আনের বর্তমান নাম কি?

উত্তর : ফিলিস্তীন।

১০. প্রশ্ন : শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর দেহসৌষ্ঠব ও চেহারা মোবারক কার মত ছিল?

উত্তর : পিতা ইবরাহীম (আঃ)-এর মত ছিল।

১১. প্রশ্ন : আদম (আঃ) থেকে ইবরাহীম (আঃ) পর্যন্ত কতজন নবী এই পৃথিবীত এসেছিলেন?

উত্তর : ১০ থেকে ১২ জন নবী।

১২. প্রশ্ন : ইবরাহীম (আঃ) কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : পশ্চিম ইরাকের বছরার নিকটবর্তী ‘বাবেল’ শহরে।

১৩. প্রশ্ন : কালেডীয় (كــلدانـى) জাতির একচ্ছত্র সম্রাটের নাম কি? উত্তর : নমরূদ।

১৪. প্রশ্ন : সে কতদিন রাজত্ব করে?

উত্তর : প্রায় চারশো বছর।

১৫. প্রশ্ন : নমরুদের মন্ত্রী ও প্রধান পুরাহিত ‘আযর’-এর নাম কি? উত্তর : আযর।

১৬. প্রশ্ন : ইবরাহীম (আঃ)-এর স্ত্রী সারা দেখতে কেমন ছিলেন?

উত্তর : আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ট সুন্দরী মহিলা।

১৭. প্রশ্ন : তিনি কত দিন বেঁচেছিলেন এবং কোথায় মারা যান?

উত্তর : ১২৭ বছর; হেবরনে।

১৮. প্রশ্ন : সারার মৃত্যুর পর ইবরাহীম (আঃ) কাকে কাকে বিবাহ করেন?

উত্তর : ক্বানতুরা বিনতে ইয়াক্বতিন ও হাজূন বিনতে আমীনকে।

১৯. প্রশ্ন : তাদের দু’জনের পেট থেকে কতজন সন্তান জন্মলাভ করে?

উত্তর : ৬+৫=১১টি।

২০. প্রশ্ন : ইবরাহীম (আঃ) কতদিন বেঁচেছিলেন?

উত্তর : প্রায় দু’শ বছর।

২১. প্রশ্ন : তাঁর সম্পর্কে কয়টি সূরায় কতটি আয়াত বর্ণিত হয়েছে?

উত্তর : ২৫টি সূরায় ২০৪টি আয়াত।

২২. প্রশ্ন : কোন নবীকে জলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হয়েছেল?

উত্তর : ইবরাহীম (আঃ)কে।

২৩. প্রশ্ন : জলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপের সময় ইবরাহীম (আঃ) কি বলেছিলেন?

উত্তর : حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক’ (আলে ইমরান ১৭৩)।

২৪. প্রশ্ন : এই কঠিন মুহূর্তের পরীক্ষার পুরষ্কার স্বরূপ আল্লাহ কি নির্দেশ দিয়েছিলেন?

উত্তর : قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَّسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ ‘হে আগুন! ঠান্ডা হয়ে যাও এবং ইবরাহীমের উপরে শান্তিদায়ক হয়ে যাও’ (আম্বিয়া ৬৯)। 

২৫. প্রশ্ন : ইবরাহীম (আঃ) কত বছর বয়সে অগ্নিপরীক্ষার সম্মুখীন হন?  উত্তর : সত্তরোর্ধ্ব বয়সে।

২৬. প্রশ্ন : তাঁর দাওয়াতে কয়জন ঈমান এনেছিল?

উত্তর : শুধুমাত্র স্ত্রী সারাহ ও ভাতিজা লূত (আঃ)।

২৭. প্রশ্ন : বাবেল নগরীর বর্তমান নাম কি?

উত্তর : ‘বাগদাদ’।

২৮. প্রশ্ন : ইবরাহীম (আঃ) মিসর সফরের প্রক্কালে কোন কঠিন ও মর্মান্তিক পরীক্ষার সম্মুখীন হন?

উত্তর : মিসরের নারী লোলুপ মদ্যপ ফেরাঊন সম্রাটের কবলে। যে সুন্দরী নারীদের অপহরণ করত। যে মহিলাকে করা হ’ত তার সাথী পুরুষ লোকটি যদি তার স্বামী হ’ত তাহ’লে তাকে হত্যা করা হ’ত। আর যদি ভাই বা পিতা হ’ত তাহ’লে তাকে ছেড়ে দেওয়া হ’ত।

২৯. প্রশ্ন : ইবরাহীম (আঃ) স্ত্রী ‘সারা’ সম্বন্ধে কি পরিচয়  দিয়েছিলেন?

উত্তর : বোন (নিঃসন্দেহে ‘সারা’ তার ইসলামী বোন ছিলেন)।

৩০. প্রশ্ন: ইবরাহীম আঃ  কিভাবে মুক্তি পেয়েছিলেন?

উত্তর : ইবরাহীম (আঃ) তাকে ছেড়ে দিয়ে ছালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকট স্বীয় স্ত্রীর ইযযতের হেফাযতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন এবং সারাও তার দিকে সম্রাট এগিয়ে এলে, তখন তিনি ওযূ করার জন্য গেলেন ও ছালাত রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন।




আরও