সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 456 বার পঠিত

১. প্রশ্ন : কত বর্গ কিমি এলাকাকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেস্টেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে?

উত্তর : ১,৭৪৩ বর্গ কিমি।

২. প্রশ্ন : ২০২১ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার লাভ করেন কতজন ব্যক্তি?

উত্তর : ১৫ জন।

৩. প্রশ্ন : কোন কোন যেলার নতুন ইপিজেড নির্মাণ করা হবে?

উত্তর : গাইবান্ধা, যশোর, পটুয়াখালী।

৪. প্রশ্ন : ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশে থেকে?

উত্তর : সঊদী আরব।

৫.প্রশ্ন : ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশে সর্বাধিক আমদানি করে কোন দেশে থেকে?

উত্তর : চীন।

৬. প্রশ্ন : RCEP অন্তর্ভূক্ত দেশ কতটি?

উত্তর : ১৫টি।

৭. প্রশ্ন : GFP‘র ২০২২ সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৪৬তম।

৮. প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান কয়টি অনুষদ রযেছে?

উত্তর : ১৩টি।

৯. প্রশ্ন : ময়মনসিংহের মুক্তাগাছায় কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে?

উত্তর : ৫০‘মেগাওয়াট’।

১০. প্রশ্ন : ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে প্রলেপ বা কোটিং কারখানা কোথায় নির্মাণ করা হবে?

উত্তর  : সিলেটের ফেঞ্জুগজ্ঞ উপযেলায়।

১১. প্রশ্ন : দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কী?

উত্তর : সুরসপ্তক।

১২. প্রশ্ন : বাংলাদেশ সর্বাধিক পাম অয়েল আমদানি করে কোন দেশ থেকে?

উত্তর : ইন্দোনেশিয়া।

১৩. প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন?

উত্তর : ২৩ জন।

১৪. প্রশ্ন : বঙ্গোপসাগরের মহীসোপানে কত ট্রিলিয়ন কিউবিক ফিটমিথেন গ্যাসের সন্ধান পায়?

উত্তর : ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন।

১৫. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাস এর নাম কী? উত্তর: ‘সুরসপ্তক’।



আরও