সাধারণ জ্ঞান
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 806 বার পঠিত
১. প্রশ্ন : GFP‘র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি?
উত্তর : টুভ্যালু।
২. প্রশ্ন : GFP‘র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৪২তম।
৩. প্রশ্ন : ১৪ জানুয়ারি ২০২২ কোন দেশ ALLB‘র ৮৯তম সদস্যপjদ লাভ করে?
উত্তর : পেরু।
৪. প্রশ্ন : আন্তর্জাতিক নবায়ণযোগ্য জ্বালানি সংস্থার (IRENA) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৬৭টি।
৫. প্রশ্ন : ৪৮তম জি-৭ র্শীষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : জার্মানি।
৬. প্রশ্ন : GIOBI Firepower (GFP) ২০২২ অনুযায়ী, সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
৭. প্রশ্ন : GFP‘র ২০২২ সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : ভুটান।
৮. প্রশ্ন: এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (ALLB) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ৮৯টি।
৯. প্রশ্ন : GFP‘র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১০. প্রশ্ন : ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কী?
উত্তর : নুসানতারা।
১১. প্রশ্ন : করোনার মিশ্র ধরণ ডেল্টাত্রুন প্রথম শনাক্ত হয় কোন দেশে?
উত্তর : সাইপ্রাস।
১২. প্রশ্ন : ফ্লুরোনা (Flurona) প্রথম শনাক্ত হয় কোন দেশে?
উত্তর : ইসরায়েল।
১৩. প্রশ্ন : WHO অনুমোদিত দশম টিকা কোনটি?
উত্তর : Nuvaxovid