যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক (-মুহতারাম আমীরে জামা‘আত)
তাওহীদের ডাক ডেস্ক
কর্মী ও সুধী সমাবেশ
শাসনগাছা, কুমিল্লা ৩রা এপ্রিল রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ।
ফেনী সদর, ফেনী ৪ঠা এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ, সহ-সভাপতি মুছলেহুদ্দীন, সাধারণ সম্পাদক জামীলুর রহমান প্রমুখ। ফেনী কার্ডিয়াক সেন্টারের কনসালট্যান্ট ডা. শওকত হোসাইনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন উপযেলা থেকে সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ইমরান গাজীকে আহবায়ক ও ইলিয়াস হোসাইনকে যুগ্ম আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ফেনী যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় কেন্দ্রীয় সভাপতি তাদের শপথ বাক্য পাঠ করান এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাদের উদ্দেশ্যে নছীহতমূলক বক্তব্য পেশ করেন। উল্লেখ্য যে, এই কমিটির মাধ্যমে ফেনী যেলায় এই প্রথম সংগঠনের কোন শাখা গঠিত হল। ফালিল্লাহিল হামদ।
কুড়িগ্রাম ১১ই এপ্রিল শনিবার : অদ্য বাদ যোহর লালমণিরহাট যেলা শহরের সেলিমনগর আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ছাবের আলী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন সরকার, লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম।
গাংনী, মেহেরপুর ১২ এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার গাংনী উপযেলাধীন বামুন্দী আহলেহাদীছ জামে মসজিদে মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ জালালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুযযামান, সাধারণ সম্পাদক আব্দুল বাকী মাস্টার, ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব আলী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সদর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক রবীউল ইসলাম।
মহিষখোচা, লালমণিরহাট ১৩ই এপ্রিল বুধবার : অদ্য বাদ যোহর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা মানছূরুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম।
আরামনগর, জয়পুরহাট ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বেলা ১১-টা হতে যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছবূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও ‘আল-‘আওনের’র সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, জয়পুরহাটের পরিচালক ডা. আমীরুল ইসলাম।
হারাগাছ, কাউনিয়া, রংপুর ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার কাউনিয়া উপযেলাধীন হারাগাছ বায়তুল মা‘মূর জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম।
ত্রিশাল, ময়মনসিংহ ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার ত্রিশাল থানাধীন অলহরী খারহর মুন্সীবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফযলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক কামারুযযামান বিন আব্দুল বারী ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১৫ই এপ্রিল শুক্রবার : অদ্য ১০-টা হতে যেলার গোবিন্দগঞ্জ উপযেলাধীন টি এন্ড টি আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা হায়দার আলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাযযাক সালাফী, ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও ‘সোনামণি’র পরিচালক হাফেয ওবাইদুল্লাহ।
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ১৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার শিবগঞ্জ থানাধীন আল-মারকাযুল ইসলামী কানসাটে চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও ‘সোনামণি’র সহ-পরিচালক আবু রায়হান।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও ১৬ই এপ্রিল শনিবার : অদ্য বাদ আছর যেলার রাণীশংকৈল উপযেলাধীন দিহট হাজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ঠাকুরগাঁও যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা আব্দুশ শাকূর ও অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ মুরশেদ।
মোল্লাহাট, বাগেরহাট ১৬ই এপ্রিল শনিবার : অদ্য সকাল ১০-টা হতে আছর পর্যন্ত যেলার মোল্লাহাট থানাধীন নাশুখালী আহলেহাদীছ জামে মসজিদে বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাহে রামাযান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান।
বোদা, পঞ্চগড় ১৭ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার বোদা উপযেলাধীন বেংহাড়ী মৌলভীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পঞ্চগড় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাভাপতি মুহাম্মাদ যয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শামীম প্রধান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আইয়ূব আলী এবং যুগ্ম যেলা ও দায়রা জজ, পঞ্চগড়-এর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ মতীউর রহমান।
খুলনা ১৮ই এপ্রিল সোমবার : অদ্য বাদ যোহর যেলা শহরের নবীনগর (গোবরচাকা) মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে খুলনা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ‘সোনামণি’ ও ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম।
ঈশ্বরদী, পাবনা ২০শে এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর যেলার ঈশ্বরদী থানাধীন ধুলটি বাজার সংলগ্ন ময়দানে পাবনা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর।
কাশিয়ানী, গোপালগঞ্জ ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার কাশিয়ানী উপযেলাধীন বালিয়াডাঙ্গা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।
নড়াইল ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন আমাদ বাজারে নড়াইল যেলা প্রস্তাবিত ‘আন্দোলন’ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ (প্রস্তাবিত)-এর সভাপতি সুলতান মাহমূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদর রহমান।
নোয়াখালী ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মাইজদী থানাধীন সাদুর খিল রাজারবাড়ী জামে মসজিদে দারুলইলম ইসলামী পাঠাগারের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ আহমাদুল্লাহ।
যশোর ২৩শে এপ্রিল শনিবার : অদ্য সকাল ১০-টা হতে আছর পর্যন্ত যেলা শহরের আল্লাহর দান জামে মসজিদে যশোর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আবু তাহের।
বাংলা হিলি, দিনাজপুর-পূর্ব ২৬শে এপ্রিল মঙ্গলবার : অদ্য সকাল ১১-টায় যেলার বিরামপুর থানাধীন বাংলা হিলিতে অবস্থিত হিলফুল মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর।