উপস্থাপনা : জানাযার ছালাতে প্রথম তাকবীরের পর ছানা পড়ার বিশুদ্ধ কোন দলীল পাওয়া না গেলেও অনেক সমাজে তা পড়া হয়। আবার সূরা ফাতিহা পড়ার দলীল থাকা সত্ত্বেও তা পড়া হয় না। অথচ রাসূল (ছাঃ)-এর দ্ব্যর্থহীন বাণী রয়েছে, ‘যে ব্যক্তি ছালাতে সূরা ফাতিহা পড়ল না তার ছ
Read Moreউপস্থাপনা : ছালাতে তাকবীরে তাহরীমার সময়ে রাফ‘উল ইয়াদায়েন তথা দুই হাত কঁাধ অথবা কান পর্যন্ত উত্তোলন করা সম্পর্কে মুসলিমদের মধ্যে কোন মতপার্থক্য নেই। তবে রুকূতে যাওয়া, রুকূ হ’তে উঠা ও তৃতীয় রাক‘আতে উঠে দঁাড়ানোর সময় রাফ‘উল ইয়াদায়েনের বিষয়ে মতভেদ পরিলক্ষ
Read Moreদলীল-৪ : ছাহাবী আবু মূসা আল-আশ‘আরী (রাঃ) বলেন,هَلْ أُرِيْكُمْ صَلَاةَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلََّمَ؟ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ لِلرُّكُوْعِ ثُمَّ قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ثُمَّ رَفَعَ
Read More